শেরপুর (বগুড়া) প্রতিনিধি

‘বৈহিনকে কারাম, ভাইকে ধারাম’ স্লোগান সামনে রেখে প্রকৃতির সন্তুষ্টি ও মানব জাতিকে বাঁচাতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার শেরপুরে কারাম উৎসব উদ্যাপন করল তুরি সম্প্রদায়। গতকাল শনিবার রাতে উপজেলার বিশালপুর ইউনিয়নের জগন্নাথ পাড়া গ্রামে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন এই উৎসবের আয়োজন করে।
বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে তুরি অন্যতম। প্রতিবছরের মতো এবারও শেরপুরে কারাম উৎসবের আয়োজন করা হয়েছে বৃহত্তর পরিসরে। এ উৎসবের আনুষ্ঠানিকতা পাঁচ দিনের। কোথাও কোথাও সাত দিন ধরে এই অনুষ্ঠান হয়ে থাকে। প্রথম দিন থেকেই যাঁরা কারাম পূজায় অংশগ্রহণ করেন তাঁদের আমিষ খাবার, হলুদ, তেল ও সব ধরনের মসলাজাতীয় খাদ্য পরিহার করতে হয়। যাঁরা কারাম পূজায় অংশগ্রহণ করেন তাঁদের কেরমেতি বলা হয়। তাঁরা বিশ্বাস করেন, যদি এই খাবারপদ্ধতির কেউ অনিয়ম করেন, তাহলে তাঁর অংশের বীজের অঙ্কুর (জাঁওয়া) মারা যায়। মাটি, বালু, মুং, কুর্থি, ছোলা ইত্যাদি উপকরণের সমন্বয়ে চারা গাছের অঙ্কুরোদগমের জন্য তৈরি ডালাকে জাঁওয়া বলা হয়। এটি বৃহৎ অর্থে বৃক্ষের তথা কৃষির বিভিন্ন বীজের অঙ্কুরোদ্গম, সন্তানস্নেহে লালনপালন ও সংরক্ষণকেই বোঝায়।
এই দিনে বোনেরা ভাইদের মঙ্গল কামনায় উপবাস থাকেন। এরপর সন্ধ্যায় মণ্ডপে স্থাপন করা হয় কারামগাছ। মূলত এই গাছকে কেন্দ্র করেই চলে পূজা-অর্চনা। পূজা শেষে নারী-পুরুষের সম্মিলিত নৃত্যের মধ্য দিয়ে শেষ হয় কারাম উৎসবের।
বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কান্ত মাহাতো বলেন, ‘সারা দেশে আদিবাসীরা বিভিন্নভাবে নিগৃহীত। এই উৎসবে আমরা একদিকে যেমন ঈশ্বরের কাছে দেশের সুখ-সমৃদ্ধি কামনা করি, অন্যদিকে অধিকার আদায়ের লক্ষ্যে শক্তি অর্জন করি।’
প্রধান অতিথির বক্তব্যে শেরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম বলেন, ‘আমাদের দেশের ক্ষুদ্র জাতিসত্তাগুলোর নিজস্ব কিছু সাংস্কৃতিক উৎসব ও ঐতিহ্য রয়েছে। কারাম উৎসব তাদের অন্যতম। এগুলো টিকিয়ে রাখতে নিয়মিত আয়োজন করা জরুরি। এ বিষয়ে উপজেলা প্রশাসন সব সময় সহযোগিতা করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন। এ ছাড়াও আদিবাসী নেতা কমল তুরি সিং, তিলোক তুরি সিং, সন্তোষ সরকার, আবদুস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

‘বৈহিনকে কারাম, ভাইকে ধারাম’ স্লোগান সামনে রেখে প্রকৃতির সন্তুষ্টি ও মানব জাতিকে বাঁচাতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার শেরপুরে কারাম উৎসব উদ্যাপন করল তুরি সম্প্রদায়। গতকাল শনিবার রাতে উপজেলার বিশালপুর ইউনিয়নের জগন্নাথ পাড়া গ্রামে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন এই উৎসবের আয়োজন করে।
বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে তুরি অন্যতম। প্রতিবছরের মতো এবারও শেরপুরে কারাম উৎসবের আয়োজন করা হয়েছে বৃহত্তর পরিসরে। এ উৎসবের আনুষ্ঠানিকতা পাঁচ দিনের। কোথাও কোথাও সাত দিন ধরে এই অনুষ্ঠান হয়ে থাকে। প্রথম দিন থেকেই যাঁরা কারাম পূজায় অংশগ্রহণ করেন তাঁদের আমিষ খাবার, হলুদ, তেল ও সব ধরনের মসলাজাতীয় খাদ্য পরিহার করতে হয়। যাঁরা কারাম পূজায় অংশগ্রহণ করেন তাঁদের কেরমেতি বলা হয়। তাঁরা বিশ্বাস করেন, যদি এই খাবারপদ্ধতির কেউ অনিয়ম করেন, তাহলে তাঁর অংশের বীজের অঙ্কুর (জাঁওয়া) মারা যায়। মাটি, বালু, মুং, কুর্থি, ছোলা ইত্যাদি উপকরণের সমন্বয়ে চারা গাছের অঙ্কুরোদগমের জন্য তৈরি ডালাকে জাঁওয়া বলা হয়। এটি বৃহৎ অর্থে বৃক্ষের তথা কৃষির বিভিন্ন বীজের অঙ্কুরোদ্গম, সন্তানস্নেহে লালনপালন ও সংরক্ষণকেই বোঝায়।
এই দিনে বোনেরা ভাইদের মঙ্গল কামনায় উপবাস থাকেন। এরপর সন্ধ্যায় মণ্ডপে স্থাপন করা হয় কারামগাছ। মূলত এই গাছকে কেন্দ্র করেই চলে পূজা-অর্চনা। পূজা শেষে নারী-পুরুষের সম্মিলিত নৃত্যের মধ্য দিয়ে শেষ হয় কারাম উৎসবের।
বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কান্ত মাহাতো বলেন, ‘সারা দেশে আদিবাসীরা বিভিন্নভাবে নিগৃহীত। এই উৎসবে আমরা একদিকে যেমন ঈশ্বরের কাছে দেশের সুখ-সমৃদ্ধি কামনা করি, অন্যদিকে অধিকার আদায়ের লক্ষ্যে শক্তি অর্জন করি।’
প্রধান অতিথির বক্তব্যে শেরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম বলেন, ‘আমাদের দেশের ক্ষুদ্র জাতিসত্তাগুলোর নিজস্ব কিছু সাংস্কৃতিক উৎসব ও ঐতিহ্য রয়েছে। কারাম উৎসব তাদের অন্যতম। এগুলো টিকিয়ে রাখতে নিয়মিত আয়োজন করা জরুরি। এ বিষয়ে উপজেলা প্রশাসন সব সময় সহযোগিতা করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন। এ ছাড়াও আদিবাসী নেতা কমল তুরি সিং, তিলোক তুরি সিং, সন্তোষ সরকার, আবদুস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
২ ঘণ্টা আগে