নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করেছে র্যাব। সেই সঙ্গে তাকে অপহরণের অভিযোগে এক যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া যুবকের নাম মেহেদী হাসান (২৫)। র্যাব জানিয়েছে, মেহেদী রাজশাহীর গোদাগাড়ীর একটি কিশোর গ্যাং দলের নেতা।
র্যাব-৫-এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোদাগাড়ীর লস্করহাটি গ্রামে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় মেহেদীকেও গ্রেপ্তার করা হয়। মেহেদীর বাড়ি লস্করহাটি গ্রামে।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, প্রাইভেট পড়তে যাওয়া-আসার সময় ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করতেন মেহেদী। গত মঙ্গলবার প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে যান তিনি। এ নিয়ে ওই ছাত্রীর বাবা গোদাগাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতেই র্যাব অভিযান চালায়।
র্যাবের অধিনায়ক রিয়াজ শাহরিয়ার জানান, এর আগে গত ৭ সেপ্টেম্বর ওই কিশোরীর চাচাতো ভাইকে অপহরণ করে নিয়ে যান মেহেদী ও তাঁর সহযোগীরা। অপহরণের পর এই এসএসসি পরীক্ষার্থীকে নির্যাতন করা হয়। শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুনের ছ্যাঁকা দিয়ে রাস্তায় ফেলে যায়। এরপর তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে ওই স্কুলছাত্রের বাবা মামলা করলে মেহেদীকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েক দিন কারাগারে থেকে তিনি জামিনে মুক্তি পান। এরপরই ওই স্কুলছাত্রের চাচাতো বোনকে অপহরণ করেন।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘মেহেদীকে র্যাব থানায় হস্তান্তর করেছে। উদ্ধার করা স্কুলছাত্রীকেও পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। মেহেদীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আর শারীরিক পরীক্ষার জন্য ওই স্কুলছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।’

রাজশাহীতে অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করেছে র্যাব। সেই সঙ্গে তাকে অপহরণের অভিযোগে এক যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া যুবকের নাম মেহেদী হাসান (২৫)। র্যাব জানিয়েছে, মেহেদী রাজশাহীর গোদাগাড়ীর একটি কিশোর গ্যাং দলের নেতা।
র্যাব-৫-এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোদাগাড়ীর লস্করহাটি গ্রামে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় মেহেদীকেও গ্রেপ্তার করা হয়। মেহেদীর বাড়ি লস্করহাটি গ্রামে।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, প্রাইভেট পড়তে যাওয়া-আসার সময় ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করতেন মেহেদী। গত মঙ্গলবার প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে যান তিনি। এ নিয়ে ওই ছাত্রীর বাবা গোদাগাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতেই র্যাব অভিযান চালায়।
র্যাবের অধিনায়ক রিয়াজ শাহরিয়ার জানান, এর আগে গত ৭ সেপ্টেম্বর ওই কিশোরীর চাচাতো ভাইকে অপহরণ করে নিয়ে যান মেহেদী ও তাঁর সহযোগীরা। অপহরণের পর এই এসএসসি পরীক্ষার্থীকে নির্যাতন করা হয়। শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুনের ছ্যাঁকা দিয়ে রাস্তায় ফেলে যায়। এরপর তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে ওই স্কুলছাত্রের বাবা মামলা করলে মেহেদীকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েক দিন কারাগারে থেকে তিনি জামিনে মুক্তি পান। এরপরই ওই স্কুলছাত্রের চাচাতো বোনকে অপহরণ করেন।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘মেহেদীকে র্যাব থানায় হস্তান্তর করেছে। উদ্ধার করা স্কুলছাত্রীকেও পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। মেহেদীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আর শারীরিক পরীক্ষার জন্য ওই স্কুলছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে