নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিপাহ ভাইরাসে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত গৃহবধূর নাম ফরিদা বেগম (২৫)। গতকাল বুধবার রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ফরিদা বেগম নওগাঁ জেলার মান্দা উপজেলার চকচোঁয়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।
এ নিয়ে গত দুই মাসে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হলো। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিপাহ ভাইরাসে আক্রান্ত সন্দেহে আরও পাঁচ রোগী চিকিৎসাধীন আছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহমেদ জানান, বেশ কিছুদিন আগে ফরিদাসহ তাঁর শ্বশুরবাড়ির লোকজন খেজুরের কাঁচা রস পান করেন। রস পানের কয়েক দিনের মধ্যে ওই গৃহবধূর শ্বশুর জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। এদিকে গত ২২ ফেব্রুয়ারি ব্রেনে প্রদাহ নিয়ে ফরিদা বেগম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাঁকে আইসিইউ ভেনটিলেশনে রাখা হয়।
গত ২৫ ফেব্রুয়ারি তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরের ল্যাবে পাঠানো হয়। ২৮ ফেব্রুয়ারি নমুনা টেস্টে নিপাহ ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় আইইডিসিআর। নিপাহ ভাইরাস শনাক্তের পর তাঁকে হাসপাতালের স্পেশালাইজড নিপাহ আইসিউইতে স্থানান্তর করা হয়েছিল। পরে গতকাল বুধবার রাতে তিনি মারা যান। বর্তমানে ফরিদা বেগমের শাশুড়ি জর ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে গত দুই মাসে মোট ছয় জনের মৃত্যু হয়েছে। তাঁরা প্রত্যেকেই খেজুরের কাঁচা রস পান করেছিলেন। প্রত্যেকেই জ্বরের মতো সাধারণ লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এ বিষয়ে হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, অসচেতনতার কারণে নিপাহ ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছে। খেজুরের কাঁচা রস পানের বিষয়ে সতর্ক হতে হবে। তবে রস ফুটিয়ে পান করলে কোনো সমস্যা নেই। আজ বৃহস্পতিবার পর্যন্ত রামেক হাসপাতালের বিশেষ ওয়ার্ডে নিপাহ ভাইরাসে আক্রান্ত সন্দেহে ছয়জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিপাহ ভাইরাসে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত গৃহবধূর নাম ফরিদা বেগম (২৫)। গতকাল বুধবার রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ফরিদা বেগম নওগাঁ জেলার মান্দা উপজেলার চকচোঁয়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।
এ নিয়ে গত দুই মাসে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হলো। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিপাহ ভাইরাসে আক্রান্ত সন্দেহে আরও পাঁচ রোগী চিকিৎসাধীন আছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহমেদ জানান, বেশ কিছুদিন আগে ফরিদাসহ তাঁর শ্বশুরবাড়ির লোকজন খেজুরের কাঁচা রস পান করেন। রস পানের কয়েক দিনের মধ্যে ওই গৃহবধূর শ্বশুর জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। এদিকে গত ২২ ফেব্রুয়ারি ব্রেনে প্রদাহ নিয়ে ফরিদা বেগম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাঁকে আইসিইউ ভেনটিলেশনে রাখা হয়।
গত ২৫ ফেব্রুয়ারি তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরের ল্যাবে পাঠানো হয়। ২৮ ফেব্রুয়ারি নমুনা টেস্টে নিপাহ ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় আইইডিসিআর। নিপাহ ভাইরাস শনাক্তের পর তাঁকে হাসপাতালের স্পেশালাইজড নিপাহ আইসিউইতে স্থানান্তর করা হয়েছিল। পরে গতকাল বুধবার রাতে তিনি মারা যান। বর্তমানে ফরিদা বেগমের শাশুড়ি জর ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে গত দুই মাসে মোট ছয় জনের মৃত্যু হয়েছে। তাঁরা প্রত্যেকেই খেজুরের কাঁচা রস পান করেছিলেন। প্রত্যেকেই জ্বরের মতো সাধারণ লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এ বিষয়ে হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, অসচেতনতার কারণে নিপাহ ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছে। খেজুরের কাঁচা রস পানের বিষয়ে সতর্ক হতে হবে। তবে রস ফুটিয়ে পান করলে কোনো সমস্যা নেই। আজ বৃহস্পতিবার পর্যন্ত রামেক হাসপাতালের বিশেষ ওয়ার্ডে নিপাহ ভাইরাসে আক্রান্ত সন্দেহে ছয়জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
৩২ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
৩৪ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
৩৬ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে