নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিপাহ ভাইরাসে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত গৃহবধূর নাম ফরিদা বেগম (২৫)। গতকাল বুধবার রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ফরিদা বেগম নওগাঁ জেলার মান্দা উপজেলার চকচোঁয়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।
এ নিয়ে গত দুই মাসে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হলো। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিপাহ ভাইরাসে আক্রান্ত সন্দেহে আরও পাঁচ রোগী চিকিৎসাধীন আছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহমেদ জানান, বেশ কিছুদিন আগে ফরিদাসহ তাঁর শ্বশুরবাড়ির লোকজন খেজুরের কাঁচা রস পান করেন। রস পানের কয়েক দিনের মধ্যে ওই গৃহবধূর শ্বশুর জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। এদিকে গত ২২ ফেব্রুয়ারি ব্রেনে প্রদাহ নিয়ে ফরিদা বেগম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাঁকে আইসিইউ ভেনটিলেশনে রাখা হয়।
গত ২৫ ফেব্রুয়ারি তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরের ল্যাবে পাঠানো হয়। ২৮ ফেব্রুয়ারি নমুনা টেস্টে নিপাহ ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় আইইডিসিআর। নিপাহ ভাইরাস শনাক্তের পর তাঁকে হাসপাতালের স্পেশালাইজড নিপাহ আইসিউইতে স্থানান্তর করা হয়েছিল। পরে গতকাল বুধবার রাতে তিনি মারা যান। বর্তমানে ফরিদা বেগমের শাশুড়ি জর ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে গত দুই মাসে মোট ছয় জনের মৃত্যু হয়েছে। তাঁরা প্রত্যেকেই খেজুরের কাঁচা রস পান করেছিলেন। প্রত্যেকেই জ্বরের মতো সাধারণ লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এ বিষয়ে হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, অসচেতনতার কারণে নিপাহ ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছে। খেজুরের কাঁচা রস পানের বিষয়ে সতর্ক হতে হবে। তবে রস ফুটিয়ে পান করলে কোনো সমস্যা নেই। আজ বৃহস্পতিবার পর্যন্ত রামেক হাসপাতালের বিশেষ ওয়ার্ডে নিপাহ ভাইরাসে আক্রান্ত সন্দেহে ছয়জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিপাহ ভাইরাসে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত গৃহবধূর নাম ফরিদা বেগম (২৫)। গতকাল বুধবার রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ফরিদা বেগম নওগাঁ জেলার মান্দা উপজেলার চকচোঁয়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।
এ নিয়ে গত দুই মাসে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হলো। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিপাহ ভাইরাসে আক্রান্ত সন্দেহে আরও পাঁচ রোগী চিকিৎসাধীন আছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহমেদ জানান, বেশ কিছুদিন আগে ফরিদাসহ তাঁর শ্বশুরবাড়ির লোকজন খেজুরের কাঁচা রস পান করেন। রস পানের কয়েক দিনের মধ্যে ওই গৃহবধূর শ্বশুর জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। এদিকে গত ২২ ফেব্রুয়ারি ব্রেনে প্রদাহ নিয়ে ফরিদা বেগম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাঁকে আইসিইউ ভেনটিলেশনে রাখা হয়।
গত ২৫ ফেব্রুয়ারি তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরের ল্যাবে পাঠানো হয়। ২৮ ফেব্রুয়ারি নমুনা টেস্টে নিপাহ ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় আইইডিসিআর। নিপাহ ভাইরাস শনাক্তের পর তাঁকে হাসপাতালের স্পেশালাইজড নিপাহ আইসিউইতে স্থানান্তর করা হয়েছিল। পরে গতকাল বুধবার রাতে তিনি মারা যান। বর্তমানে ফরিদা বেগমের শাশুড়ি জর ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে গত দুই মাসে মোট ছয় জনের মৃত্যু হয়েছে। তাঁরা প্রত্যেকেই খেজুরের কাঁচা রস পান করেছিলেন। প্রত্যেকেই জ্বরের মতো সাধারণ লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এ বিষয়ে হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, অসচেতনতার কারণে নিপাহ ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছে। খেজুরের কাঁচা রস পানের বিষয়ে সতর্ক হতে হবে। তবে রস ফুটিয়ে পান করলে কোনো সমস্যা নেই। আজ বৃহস্পতিবার পর্যন্ত রামেক হাসপাতালের বিশেষ ওয়ার্ডে নিপাহ ভাইরাসে আক্রান্ত সন্দেহে ছয়জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
৬ ঘণ্টা আগে