বগুড়া প্রতিনিধি

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বগুড়ার পাঁচ উপজেলার চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাতে ওই তালিকা প্রকাশ করা হয়। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল।
আওয়ামী লীগের নেতা আব্দুল্লাহ আল জুয়েল জানান, কেন্দ্র থেকে পঞ্চম ধাপের ২২ ইউপিতে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। দলীয় প্রার্থীদের পক্ষে জেলা আওয়ামী লীগ একজোট হয়ে কাজ করবে।
পাঁচ উপজেলার মধ্যে শেরপুর ও শিবগঞ্জের একটি করে, আদমদীঘির ছয়টি, দুপচাঁচিয়ার পাঁচ ও গাবতলী উপজেলার নয়টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার জেলায় মোট ২২টি ইউপিতে নির্বাচন হতে যাচ্ছে।
আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন—শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নে মোকাব্বর হোসেন, শিবগঞ্জের মোকামতলায় ওয়াশিম রেজা চৌধুরী, দুপচাঁচিয়া উপজেলার সদর ইউপিতে আব্দুল বাখের সেন্টু, চামরুলে আজমল হোসেন প্রামাণিক, গুনাহারে শাহ আব্দুল খালেক, গোবিন্দপুরে আব্দুর রশিদ মুঞ্জু ও জিয়ানগরে কামরুজ্জামান।
আদমদীঘি উপজেলায় সদর ইউপিতে জিল্লুর রহমান, ছাতিয়ান গ্রামে আব্দুল হক, সান্তাহারে নাহিদ সুলতানা, নশরতপুরে আব্দুর রাজ্জাক, কুন্দগ্রামে শামীম উল ইসলাম ও চাঁপাপুরে শামসুল হক।
গাবতলী উপজেলার সদর ইউপিতে ফারুক আহম্মেদ, বালিয়াদীঘিতে ইউনুছ আলী, দক্ষিণপাড়ায় রফিকুল ইসলাম, দুর্গাহাটায় আব্দুল মতিন, কাগইলে দিল আফরুজা খাতুন লাবনী, মহিষাবানে শাকিল ইসলাম বুলেট, নারুয়ামালায় আব্দুল গফুর, নশিপুরে আবুল কালাম আজাদ ও রামেশ্বপুরে সেকেন্দার আলী।
প্রসঙ্গত, ২০২২ সালের ৫ জানুয়ারি পঞ্চম ধাপে বগুড়ার ওই ২২ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ চলতি বছরের ৭ ডিসেম্বর। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হবে চলতি বছরেরই ৯ ডিসেম্বর।

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বগুড়ার পাঁচ উপজেলার চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাতে ওই তালিকা প্রকাশ করা হয়। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল।
আওয়ামী লীগের নেতা আব্দুল্লাহ আল জুয়েল জানান, কেন্দ্র থেকে পঞ্চম ধাপের ২২ ইউপিতে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। দলীয় প্রার্থীদের পক্ষে জেলা আওয়ামী লীগ একজোট হয়ে কাজ করবে।
পাঁচ উপজেলার মধ্যে শেরপুর ও শিবগঞ্জের একটি করে, আদমদীঘির ছয়টি, দুপচাঁচিয়ার পাঁচ ও গাবতলী উপজেলার নয়টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার জেলায় মোট ২২টি ইউপিতে নির্বাচন হতে যাচ্ছে।
আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন—শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নে মোকাব্বর হোসেন, শিবগঞ্জের মোকামতলায় ওয়াশিম রেজা চৌধুরী, দুপচাঁচিয়া উপজেলার সদর ইউপিতে আব্দুল বাখের সেন্টু, চামরুলে আজমল হোসেন প্রামাণিক, গুনাহারে শাহ আব্দুল খালেক, গোবিন্দপুরে আব্দুর রশিদ মুঞ্জু ও জিয়ানগরে কামরুজ্জামান।
আদমদীঘি উপজেলায় সদর ইউপিতে জিল্লুর রহমান, ছাতিয়ান গ্রামে আব্দুল হক, সান্তাহারে নাহিদ সুলতানা, নশরতপুরে আব্দুর রাজ্জাক, কুন্দগ্রামে শামীম উল ইসলাম ও চাঁপাপুরে শামসুল হক।
গাবতলী উপজেলার সদর ইউপিতে ফারুক আহম্মেদ, বালিয়াদীঘিতে ইউনুছ আলী, দক্ষিণপাড়ায় রফিকুল ইসলাম, দুর্গাহাটায় আব্দুল মতিন, কাগইলে দিল আফরুজা খাতুন লাবনী, মহিষাবানে শাকিল ইসলাম বুলেট, নারুয়ামালায় আব্দুল গফুর, নশিপুরে আবুল কালাম আজাদ ও রামেশ্বপুরে সেকেন্দার আলী।
প্রসঙ্গত, ২০২২ সালের ৫ জানুয়ারি পঞ্চম ধাপে বগুড়ার ওই ২২ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ চলতি বছরের ৭ ডিসেম্বর। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হবে চলতি বছরেরই ৯ ডিসেম্বর।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে