বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে নির্বাচনী সহিংসতায় নৌকা ও ঘোড়া প্রতীকের অফিস ভাঙচুর এবং নৌকার কর্মী-সমর্থকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ বাজারে এ ঘটনা ঘটে।
ঘোড়া প্রতীকের কর্মী আলেক বলেন, গতকাল সন্ধ্যায় ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সামসুজ্জোহা সাহেব ধানাইদহ বাজারে নির্বাচনী প্রচারণা অফিসের উদ্বোধন করেন। এরপর সবাই চলে গেলে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নিলুফার ইয়াসমিন ডালুর লোকজন সেই অফিস ভাঙচুর করেন।
নৌকার প্রার্থীর কর্মী মোহন বলেন, ঘোড়া প্রতীকের কর্মীরাই নিজেদের অফিস ভাঙচুর করেছেন। পরে নৌকার অফিসও ভাঙচুর করেন। আবার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কাদের মণ্ডল এবং সুমনের বাড়িতে হামলা ও ভাঙচুর করেন।
এ বিষয়ে আব্দুল কাদের মণ্ডল বলেন, `আমি চেয়ারম্যান প্রার্থী নিলুফার ইয়াসমিন ডালুর সঙ্গে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফিরছিলাম। এমন সময় খবর পেলাম বিপক্ষের লোকজন আমার বাড়িতে হামলা করেছে।'
সমুনের বাড়ি ভাঙচুর সম্বন্ধে তাঁর ভাবি বলেন, `আমরা বাড়ির ভেতরে কাজ করছিলাম। কয়েকজন এসে গেটে ভাঙচুর করেছেন।'
চেয়ারম্যান প্রার্থী সামসুজ্জোহা সাহেব বলেন, `ধানাইদহ বাজারে আমার অফিস করতে দেবে না বলে আগেই ঘোষণা দিয়েছিল। আমি সেই তথ্য পুলিশকে জানিয়েছিলাম। এখন তারা আমার অফিস ভাঙচুর করে নতুন নাটক তৈরি করছে। তারা আমার নির্বাচনী আমেজকে নষ্ট করার জন্য পাঁয়তারা করছে।'
নিলুফার ইয়াসমিন ডালু বলেন, `আমার কর্মী-সমর্থক সবাই নির্বাচনী প্রচার-প্রচারণায় নগরে ছিল। সেখানে আমার সঙ্গে পুলিশের সদস্যও ছিল। এ সময় স্বতন্ত্র প্রার্থীরা পরিকল্পিতভাবে আমার অফিস ভাঙচুর করেছে। বাড়িঘরে হামলা করেছে।'
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক আছে। দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাটোরের বড়াইগ্রামে নির্বাচনী সহিংসতায় নৌকা ও ঘোড়া প্রতীকের অফিস ভাঙচুর এবং নৌকার কর্মী-সমর্থকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ বাজারে এ ঘটনা ঘটে।
ঘোড়া প্রতীকের কর্মী আলেক বলেন, গতকাল সন্ধ্যায় ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সামসুজ্জোহা সাহেব ধানাইদহ বাজারে নির্বাচনী প্রচারণা অফিসের উদ্বোধন করেন। এরপর সবাই চলে গেলে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নিলুফার ইয়াসমিন ডালুর লোকজন সেই অফিস ভাঙচুর করেন।
নৌকার প্রার্থীর কর্মী মোহন বলেন, ঘোড়া প্রতীকের কর্মীরাই নিজেদের অফিস ভাঙচুর করেছেন। পরে নৌকার অফিসও ভাঙচুর করেন। আবার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কাদের মণ্ডল এবং সুমনের বাড়িতে হামলা ও ভাঙচুর করেন।
এ বিষয়ে আব্দুল কাদের মণ্ডল বলেন, `আমি চেয়ারম্যান প্রার্থী নিলুফার ইয়াসমিন ডালুর সঙ্গে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফিরছিলাম। এমন সময় খবর পেলাম বিপক্ষের লোকজন আমার বাড়িতে হামলা করেছে।'
সমুনের বাড়ি ভাঙচুর সম্বন্ধে তাঁর ভাবি বলেন, `আমরা বাড়ির ভেতরে কাজ করছিলাম। কয়েকজন এসে গেটে ভাঙচুর করেছেন।'
চেয়ারম্যান প্রার্থী সামসুজ্জোহা সাহেব বলেন, `ধানাইদহ বাজারে আমার অফিস করতে দেবে না বলে আগেই ঘোষণা দিয়েছিল। আমি সেই তথ্য পুলিশকে জানিয়েছিলাম। এখন তারা আমার অফিস ভাঙচুর করে নতুন নাটক তৈরি করছে। তারা আমার নির্বাচনী আমেজকে নষ্ট করার জন্য পাঁয়তারা করছে।'
নিলুফার ইয়াসমিন ডালু বলেন, `আমার কর্মী-সমর্থক সবাই নির্বাচনী প্রচার-প্রচারণায় নগরে ছিল। সেখানে আমার সঙ্গে পুলিশের সদস্যও ছিল। এ সময় স্বতন্ত্র প্রার্থীরা পরিকল্পিতভাবে আমার অফিস ভাঙচুর করেছে। বাড়িঘরে হামলা করেছে।'
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক আছে। দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে