Ajker Patrika

রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা, ভাঙচুরে আরও ৩ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি   
আপডেট : ১৩ জুন ২০২৫, ১৫: ২১
শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারকৃতরা। ছবি: সংগৃহীত
শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারকৃতরা। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় আরো তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ভোর রাতে শাহজাদপুরের পাঠানপাড়া ও চুনিয়াখালি এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন (সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃত, আবু শামীম, রিমন ও সজীবকে আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আবু সাঈদ জানিয়েছেন।

এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা ৫ জনে দাড়ালো।

গত ৮ জুন, ঈদের ছুটিতে প্রবাসী শাহনেওয়াজ তার পরিবার নিয়ে কাছারিবাড়ি ঘুরতে গেলে পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং অভিযোগ রয়েছে, তাকে অফিস কক্ষে আটকে রেখে মারধর করা হয়। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা গত ১০ জুন মানববন্ধন ও বিক্ষোভ করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা কাছারিবাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙচুর, হামলার ঘটনায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক শেখ কামাল হোসেনের নেতৃত্বে একটি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কাছারি বাড়ির কাস্টোডিয়ানের পক্ষ থেকে শাহজাদপুর থানায় মামলা দায়ের করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত