Ajker Patrika

বিএনপি নেতা চাঁদকে আরও ১০ দিন রিমান্ডে চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বিএনপি নেতা চাঁদকে আরও ১০ দিন রিমান্ডে চায় পুলিশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আরও ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ। আজ রোববার সকালে তাঁকে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে এ রিমান্ড চাওয়া হয়। আগামীকাল সোমবার এর ওপর শুনানি হবে।

রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আব্দুর রফিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ রোববার সকালে আবু সাঈদ চাঁদকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতে তোলা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালতের বিচারক মহিদুর রহমান আগামীকাল সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। পরে চাঁদকে কারাগারে পাঠানো হয়।

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর দেশের বিভিন্ন জেলায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়।

গত ২৫ মে বেলা পৌনে ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিভিন্ন থানার মামলায় পুলিশ কয়েক দফা রিমান্ডে নেয় তাঁকে। এবার জিজ্ঞাসাবাদের জন্য কাশিয়াডাঙ্গা থানার মামলায় তাঁর রিমান্ডের আবেদন করা হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত