নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ঈদের এক দিন আগেই রাজশাহীর সিটিহাটে গরুর দাম কিছুটা কমেছে। আজ মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টির কারণে এ অঞ্চলের সবচেয়ে বড় এই পশুর হাটের স্বাভাবিক ছন্দে ছেদ পড়ে। বৃষ্টির কারণে হাট জমজমাট না হওয়ায় কিছুটা কম দামেই গরু বিক্রি হয়েছে।
আজ বেলা সাড়ে ১১টার দিকে প্রথম দফা বৃষ্টি হয় রাজশাহীতে। এতে কাদাপানিতে ভরে যায় সিটিহাট। দুপুর সাড়ে ১২টা এবং দেড়টার দিকে আরও দুই দফা বৃষ্টি হয়। এতে ক্রেতারা ছন্নছাড়া হয়ে যান। এমন পরিস্থিতিতে গরুর দাম কিছুটা কমে যায়। তবে হাটে গরুর তুলনায় ক্রেতার সংখ্যাই বেশি দেখা যায়। আশপাশে আরও অনেক পশুর হাট বসার কারণে সিটিহাটে এদিন গরু কম তোলা হয়েছিল বলে জানা গেছে।
হাটে গরু কিনতে এসেছিলেন রাজশাহী নগরীর মহিষবাথান উত্তরপাড়া মহল্লার বাসিন্দা সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘ঈদ চলেই এল। এখন আর কোরবানির গরু কেনায় দেরি করা যাবে না। এ জন্য বৃষ্টি হলেও হাটে এসেছি। কাদাপানির জন্য খুব বেশি ঘোরাফেরা করা যাচ্ছে না। হাটের খুব বেশি ভেতরে না ঢুকে বাইরে থেকেই একটা গরু কিনে নিয়ে যাব।’
পবার তিলাহারি গ্রাম থেকে একটি গরু এনেছিলেন ব্যবসায়ী আবুল কাশেম। বৃষ্টির আগে মাঝারি আকারের এই গরুটির দাম হাঁকছিলেন ১ লাখ ২০ হাজার টাকা। বৃষ্টির পর দুপুরে তিনি গরুটি বিক্রি করেন ৯০ হাজার টাকায়। আগের দিনও এই হাটে এ রকম আকারের একটি গরু ১ লাখ টাকায় বিক্রি হয়েছে।
সাইফুল বলেন, ‘বৃষ্টিতে বিক্রি হবে কি না সেই চিন্তা মাথায় ঢুকে গেছে। তাই আর ধরে রাখলাম না। নব্বই হাজারে দিয়ে দিলাম। লাভ খুব অল্প হবে।’
এবার এই হাটে ভারতীয় গরু চোখে পড়েনি। খুব বেশিসংখ্যক মহিষও ওঠেনি। তবে মঙ্গলবার হাটে প্রচুর ছাগল তোলা হয়েছিল। সিটিহাটের পাশাপাশি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরেও পশুর হাট বসে। তাই সিটিহাটে এদিন গরু ওঠে কম। দূর-দূরান্তের ব্যাপারীদেরও আনাগোনা ছিল কম। তবে আগামীকাল বুধবার সিটিহাট জমজমাট থাকবে।
হাটের ইজারাদারদের একজন ফারুক হোসেন ডাবলু বলেন, ‘দূরের ব্যাপারীদের গরু নিয়ে যাওয়া শেষ। এখন শুধু স্থানীয় লোকজনই কোরবানির জন্য গরু কিনছেন। আজ বৃষ্টির জন্য হাট সেভাবে জমে ওঠেনি। দামও কিছুটা কম দেখা গেছে। তবে আগামীকাল হাট জমজমাট থাকবে বলেই আশা করছি।’

ঈদের এক দিন আগেই রাজশাহীর সিটিহাটে গরুর দাম কিছুটা কমেছে। আজ মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টির কারণে এ অঞ্চলের সবচেয়ে বড় এই পশুর হাটের স্বাভাবিক ছন্দে ছেদ পড়ে। বৃষ্টির কারণে হাট জমজমাট না হওয়ায় কিছুটা কম দামেই গরু বিক্রি হয়েছে।
আজ বেলা সাড়ে ১১টার দিকে প্রথম দফা বৃষ্টি হয় রাজশাহীতে। এতে কাদাপানিতে ভরে যায় সিটিহাট। দুপুর সাড়ে ১২টা এবং দেড়টার দিকে আরও দুই দফা বৃষ্টি হয়। এতে ক্রেতারা ছন্নছাড়া হয়ে যান। এমন পরিস্থিতিতে গরুর দাম কিছুটা কমে যায়। তবে হাটে গরুর তুলনায় ক্রেতার সংখ্যাই বেশি দেখা যায়। আশপাশে আরও অনেক পশুর হাট বসার কারণে সিটিহাটে এদিন গরু কম তোলা হয়েছিল বলে জানা গেছে।
হাটে গরু কিনতে এসেছিলেন রাজশাহী নগরীর মহিষবাথান উত্তরপাড়া মহল্লার বাসিন্দা সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘ঈদ চলেই এল। এখন আর কোরবানির গরু কেনায় দেরি করা যাবে না। এ জন্য বৃষ্টি হলেও হাটে এসেছি। কাদাপানির জন্য খুব বেশি ঘোরাফেরা করা যাচ্ছে না। হাটের খুব বেশি ভেতরে না ঢুকে বাইরে থেকেই একটা গরু কিনে নিয়ে যাব।’
পবার তিলাহারি গ্রাম থেকে একটি গরু এনেছিলেন ব্যবসায়ী আবুল কাশেম। বৃষ্টির আগে মাঝারি আকারের এই গরুটির দাম হাঁকছিলেন ১ লাখ ২০ হাজার টাকা। বৃষ্টির পর দুপুরে তিনি গরুটি বিক্রি করেন ৯০ হাজার টাকায়। আগের দিনও এই হাটে এ রকম আকারের একটি গরু ১ লাখ টাকায় বিক্রি হয়েছে।
সাইফুল বলেন, ‘বৃষ্টিতে বিক্রি হবে কি না সেই চিন্তা মাথায় ঢুকে গেছে। তাই আর ধরে রাখলাম না। নব্বই হাজারে দিয়ে দিলাম। লাভ খুব অল্প হবে।’
এবার এই হাটে ভারতীয় গরু চোখে পড়েনি। খুব বেশিসংখ্যক মহিষও ওঠেনি। তবে মঙ্গলবার হাটে প্রচুর ছাগল তোলা হয়েছিল। সিটিহাটের পাশাপাশি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরেও পশুর হাট বসে। তাই সিটিহাটে এদিন গরু ওঠে কম। দূর-দূরান্তের ব্যাপারীদেরও আনাগোনা ছিল কম। তবে আগামীকাল বুধবার সিটিহাট জমজমাট থাকবে।
হাটের ইজারাদারদের একজন ফারুক হোসেন ডাবলু বলেন, ‘দূরের ব্যাপারীদের গরু নিয়ে যাওয়া শেষ। এখন শুধু স্থানীয় লোকজনই কোরবানির জন্য গরু কিনছেন। আজ বৃষ্টির জন্য হাট সেভাবে জমে ওঠেনি। দামও কিছুটা কম দেখা গেছে। তবে আগামীকাল হাট জমজমাট থাকবে বলেই আশা করছি।’

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৩ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১৪ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
২১ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩৬ মিনিট আগে