Ajker Patrika

কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাবনার সাঁথিয়ায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। পরে কিশোরীর বাবার করা মামলায় আছাব আলী নামের ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ওই বৃদ্ধ সম্পর্কে কিশোরীর প্রতিবেশী দাদা হন। মা-বাবা বাড়িতে না থাকায় কিশোরীকে ধর্ষণ করেন আছাব আলী। ১৬ মার্চ ওই কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারে তার পরিবার। পরে কিশোরী তার মা-বাবাকে জানায়, প্রতিবেশী দাদা আছাব আলী তাকে ধর্ষণ করেন এবং কাউকে বললে মেরে ফেলার হুমকি দিয়েছেন। পরে কিশোরীর বাবা বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে ২৬ মার্চ পাবনা আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছাতে পারলেন না তারেক রহমান, তাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় নেতাদের

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

এলাকার খবর
Loading...