প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ১৯ জন মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৮ জন।
হাসপাতালটির করোনা ইউনিটে চলতি মাসে মোট ১০১ জনের মৃত্যু হয়েছে। গত জুন মাসে এখানে মারা গেছেন ৪০৫ জন।
নতুন করে মারা যাওয়া ১৯ জনের মধ্যে রাজশাহীর ১০ জন, নওগাঁ ও নাটোরের দুজন করে এবং চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও জয়পুরহাটের একজন করে রোগী ছিলেন। তাঁদের মধ্যে রাজশাহী, নাটোর, নওগাঁ ও পাবনার একজন করে করোনা পজিটিভ ছিলেন। বাকি ১৫ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
আজ মঙ্গলবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), ২৯ ,৩০ ও ২২ নম্বর ওয়ার্ডে চারজন করে মারা গেছেন। এ ছাড়া ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে দুজন করে এবং ৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।
মৃত ১৯ জনের মধ্যে ১৩ পুরুষ ও ৬ জন নারী। বয়স বিবেচনায় ২১-৩০ বছরের মধ্যে একজন নারী, ৩১-৪০ বছরের মধ্যে একজন নারী, ৫১-৬০ বছরের মধ্যে ছয়জন পুরুষ ও ষাটোর্ধ্ব সাতজন পুরুষ ও চারজন নারী ছিলেন।
হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা সংখ্যা ৪৫৪টি। আজ মঙ্গলবার সকালে রোগী ভর্তি ছিলেন ৪৮৯ জন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ৭৩ জন আর ভর্তি হয়েছেন ৭৬ জন রোগী।
এদিকে সোমবার দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহীর ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ২৯ দশমিক ০৩ শতাংশ। ল্যাব দুটিতে চাঁপাইনবাবগঞ্জের ১০টি নমুনায় মিলেছে করোনার উপস্থিতি। করোনার ডেলটা ধরন নিয়ে কিছুদিন আগে করোনার হটস্পট হওয়া এ জেলায় সংক্রমণের হার নেমেছে ১৮ দশমিক ৫২ শতাংশে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ১৯ জন মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৮ জন।
হাসপাতালটির করোনা ইউনিটে চলতি মাসে মোট ১০১ জনের মৃত্যু হয়েছে। গত জুন মাসে এখানে মারা গেছেন ৪০৫ জন।
নতুন করে মারা যাওয়া ১৯ জনের মধ্যে রাজশাহীর ১০ জন, নওগাঁ ও নাটোরের দুজন করে এবং চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও জয়পুরহাটের একজন করে রোগী ছিলেন। তাঁদের মধ্যে রাজশাহী, নাটোর, নওগাঁ ও পাবনার একজন করে করোনা পজিটিভ ছিলেন। বাকি ১৫ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
আজ মঙ্গলবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), ২৯ ,৩০ ও ২২ নম্বর ওয়ার্ডে চারজন করে মারা গেছেন। এ ছাড়া ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে দুজন করে এবং ৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।
মৃত ১৯ জনের মধ্যে ১৩ পুরুষ ও ৬ জন নারী। বয়স বিবেচনায় ২১-৩০ বছরের মধ্যে একজন নারী, ৩১-৪০ বছরের মধ্যে একজন নারী, ৫১-৬০ বছরের মধ্যে ছয়জন পুরুষ ও ষাটোর্ধ্ব সাতজন পুরুষ ও চারজন নারী ছিলেন।
হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা সংখ্যা ৪৫৪টি। আজ মঙ্গলবার সকালে রোগী ভর্তি ছিলেন ৪৮৯ জন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ৭৩ জন আর ভর্তি হয়েছেন ৭৬ জন রোগী।
এদিকে সোমবার দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহীর ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ২৯ দশমিক ০৩ শতাংশ। ল্যাব দুটিতে চাঁপাইনবাবগঞ্জের ১০টি নমুনায় মিলেছে করোনার উপস্থিতি। করোনার ডেলটা ধরন নিয়ে কিছুদিন আগে করোনার হটস্পট হওয়া এ জেলায় সংক্রমণের হার নেমেছে ১৮ দশমিক ৫২ শতাংশে।

জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
১৫ মিনিট আগে
সিলেটবাসী এবং ভ্রমণে আসা পর্যটকদের যোগাযোগের অন্যতম মাধ্যম রেলপথ। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই রেলযাত্রা হয়ে উঠছে বিরক্তির ও ভোগান্তির। টিকিট-সংকট, জরাজীর্ণ অবকাঠামো, ইঞ্জিনের ত্রুটি ও সংকটের কারণে নিয়মিতই ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হচ্ছে।
১ ঘণ্টা আগে
খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সোহাগকে (৫০) ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকেরা। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে