চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু বইমেলা শুরু হয়েছে। আজ রোববার সকাল সোয়া ১০টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম ভার্চ্যুয়ালি এ মেলা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ূন কবীর।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম বলেন, ‘জাতির পিতাকে আগামী প্রজন্মের কাছে নিয়ে যেতে চাই। তিনি স্বাধীনতা এনে দেওয়ার পাশাপাশি কীভাবে দেশকে এগিয়ে নিতে যেতে হবে সেটিও শিখিয়ে গেছেন। আমাদের বঙ্গবন্ধুর চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর কর্মময় জীবন আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।’
জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-পিএসসির সাবেক সদস্য মো. ফজলুল হক, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. মোখলেসুর রহমান।
জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, ‘বঙ্গবন্ধু সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। তাঁর সে স্বপ্ন বাস্তবায়ন করতে আমাদের কাজ করতে হবে। বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধু তাঁর কালজয়ী ভাষণে সর্বস্তরের মানুষের মুক্তির ডাক দিয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধে গোটা দেশবাসী তাঁর কথায় ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।’
বইমেলায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা বইসহ জেলার ও দেশের খ্যাতনামা লেখকদের বই মেলায় স্থান পেয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মেলা চলবে। আগামী ১৮ ডিসেম্বর শেষ হবে এই বইমেলা।

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু বইমেলা শুরু হয়েছে। আজ রোববার সকাল সোয়া ১০টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম ভার্চ্যুয়ালি এ মেলা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ূন কবীর।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম বলেন, ‘জাতির পিতাকে আগামী প্রজন্মের কাছে নিয়ে যেতে চাই। তিনি স্বাধীনতা এনে দেওয়ার পাশাপাশি কীভাবে দেশকে এগিয়ে নিতে যেতে হবে সেটিও শিখিয়ে গেছেন। আমাদের বঙ্গবন্ধুর চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর কর্মময় জীবন আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।’
জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-পিএসসির সাবেক সদস্য মো. ফজলুল হক, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. মোখলেসুর রহমান।
জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, ‘বঙ্গবন্ধু সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। তাঁর সে স্বপ্ন বাস্তবায়ন করতে আমাদের কাজ করতে হবে। বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধু তাঁর কালজয়ী ভাষণে সর্বস্তরের মানুষের মুক্তির ডাক দিয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধে গোটা দেশবাসী তাঁর কথায় ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।’
বইমেলায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা বইসহ জেলার ও দেশের খ্যাতনামা লেখকদের বই মেলায় স্থান পেয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মেলা চলবে। আগামী ১৮ ডিসেম্বর শেষ হবে এই বইমেলা।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
৬ মিনিট আগে
বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ আরও চারজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
২৫ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
৪৩ মিনিট আগে