নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন ফরিদা (২৫) নামে এক রোগীর শরীরে নিপাহ ভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
আজ বুধবার সকালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে আসা প্রতিবেদনে এ তথ্য জানা যায়। নিপাহ ভাইরাসে আক্রান্ত ওই তরুণীর বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহমেদ আজকের পত্রিকাকে জানান, বেশ কিছু দিন আগে রোগীসহ তার শ্বশুরের পরিবারের লোকজন খেজুরের কাঁচা রস পান করেন। রস পানের কয়েক দিনের মধ্যে ওই গৃহবধূর শ্বশুর জ্বরে আক্রান্ত হন। তবে কয়েক দিন আগে তিনি মারা গেছেন। এ দিকে গত ২২ ফেব্রুয়ারি মস্তিষ্কে প্রদাহ নিয়ে ফরিদা রামেক হাসপাতালে ভর্তি হন। এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে আইসিইউ ভেনটিলেশনে রাখা হয়। গত ২৫ ফেব্রুয়ারি তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরের ল্যাবে পাঠানো হয়। তবে ২৮ ফেব্রুয়ারি নমুনা টেস্টে নিপাহ ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় আইইডিসিআর। নিপাহ ভাইরাস শনাক্তের পর তাকে হাসপাতালের বিশেষায়িত নিপাহ আইসিউইতে স্থানান্তর করা হয়েছে।
রামেক পরিচালক শামীম আহমেদ আরও জানান, এ দিকে ফরিদার শাশুড়িও জ্বরে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তারও নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে রামেক হাসপাতালের নিপাহ ভাইরাসে আক্রান্তদের জন্য ওয়ার্ডে বর্তমানে ছয়জন রোগী ভর্তি রয়েছেন। তবে তাদের নমুনা এখনো পরীক্ষাসম্পন্ন হয়নি। এর আগে চলতি বছরেই নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু ও এক নারীর মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন ফরিদা (২৫) নামে এক রোগীর শরীরে নিপাহ ভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
আজ বুধবার সকালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে আসা প্রতিবেদনে এ তথ্য জানা যায়। নিপাহ ভাইরাসে আক্রান্ত ওই তরুণীর বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহমেদ আজকের পত্রিকাকে জানান, বেশ কিছু দিন আগে রোগীসহ তার শ্বশুরের পরিবারের লোকজন খেজুরের কাঁচা রস পান করেন। রস পানের কয়েক দিনের মধ্যে ওই গৃহবধূর শ্বশুর জ্বরে আক্রান্ত হন। তবে কয়েক দিন আগে তিনি মারা গেছেন। এ দিকে গত ২২ ফেব্রুয়ারি মস্তিষ্কে প্রদাহ নিয়ে ফরিদা রামেক হাসপাতালে ভর্তি হন। এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে আইসিইউ ভেনটিলেশনে রাখা হয়। গত ২৫ ফেব্রুয়ারি তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরের ল্যাবে পাঠানো হয়। তবে ২৮ ফেব্রুয়ারি নমুনা টেস্টে নিপাহ ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় আইইডিসিআর। নিপাহ ভাইরাস শনাক্তের পর তাকে হাসপাতালের বিশেষায়িত নিপাহ আইসিউইতে স্থানান্তর করা হয়েছে।
রামেক পরিচালক শামীম আহমেদ আরও জানান, এ দিকে ফরিদার শাশুড়িও জ্বরে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তারও নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে রামেক হাসপাতালের নিপাহ ভাইরাসে আক্রান্তদের জন্য ওয়ার্ডে বর্তমানে ছয়জন রোগী ভর্তি রয়েছেন। তবে তাদের নমুনা এখনো পরীক্ষাসম্পন্ন হয়নি। এর আগে চলতি বছরেই নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু ও এক নারীর মৃত্যু হয়।

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে