Ajker Patrika

নাটোরে যুবলীগের বর্ধিত সভায় চেয়ার ছোড়াছুড়ি

নাটোর প্রতিনিধি
নাটোরে যুবলীগের বর্ধিত সভায় চেয়ার ছোড়াছুড়ি

হট্টগোলের মধ্য দিয়ে নাটোর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছায় সভাস্থলে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই দলীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে মিলনায়তনে ঢোকার পরও কেন্দ্রীয় নেতাদের সামনেই ধাক্কাধাক্কি ও চেয়ার ছুড়ে মারার ঘটনা ঘটে। এ সময় একে অপরকে চড় থাপ্পড় মারতেও দেখা যায়। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের আলাইপুর এলাকায় অনিমা চৌধুরী মিলনায়তনে জেলা যুবলীগের আয়োজনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। 

নাটোর জেলা যুবলীগের বর্ধিত সভায় চেয়ার ছোড়াছুড়ির করছেন নেতা-কর্মীরাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম জোয়ার্দার সৈকত, উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, নাটোর জেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বাশিরুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লবসহ অন্যান্য নেতা-কর্মীরা। 

জানা যায়, গতকাল শুক্রবার বেলা ৩টায় যুবলীগের এই বর্ধিত সভা শুরুর কথা থাকলেও কেন্দ্রীয় নেতারা পৌঁছান বিকেল ৫টায়। আসন্ন সম্মেলনে জেলা ও বিভিন্ন উপজেলার কমিটিতে স্থান পেতে একাধিক গ্রুপে পদ প্রত্যাশীরা বিভক্ত হয়ে সভাস্থলে ঢোকার চেষ্টা করে। এতে সাময়িকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এক পক্ষের সমর্থকরা অন্য পক্ষের নেতা কর্মীদের বিরুদ্ধে স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। একপর্যায়ে বিক্ষুব্ধ পদ প্রত্যাশী ও তাঁদের সমর্থকরা একে অপরকে চেয়ার ছুড়ে মারে। এতে একজন আহত হয়। তবে তাঁকে মিলনায়তনের ভেতরেই চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর বিপুলসংখ্যক পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দারা অবস্থান নেন সভাস্থলে। এ সময় কেন্দ্রীয় নেতাদের কড়া হুঁশিয়ারির পর সভার পরিবেশ ফিরে আসে। রাত ৯টায় সভা শেষ হয়। 

এ ব্যাপারে জেলা যুবলীগ সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব বলেন, দীর্ঘদিন পর জেলা যুবলীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে ৷ বিভিন্ন ইউনিটে পদ পদবি প্রত্যাশায় অনেক নেতা-কর্মী ছিলেন। সবাই সবার মনের কথা বলার জন্য চেষ্টা করছিলেন। কোনো হট্টগোল হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত