ঢাবি প্রতিনিধি

নৈতিক স্খলনজনিত কারণে রাজশাহী জেলা শাখা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানাকে বহিষ্কার ও সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে অব্যাহতি দিয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
গতকাল বুধবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজশাহী জেলা শাখা কমিটির বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত প্রতিবেদন অনুসারে নৈতিক স্খলনজনিত কারণে জেলা শাখার সভাপতি সাকিবুল ইসলাম রানাকে বহিষ্কার করা হলো। তাঁর বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ সত্য প্রমাণিত হয়নি। এ ছাড়া নৈতিক স্খলনজনিত কারণে জাকির হোসেন অমিকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে অব্যাহতি ও রাজশাহী জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তদন্তাধীন অবস্থায় রাজশাহী জেলা শাখা ছাত্রলীগ কর্তৃক স্বাক্ষরিত বাগমারা উপজেলা শাখা ছাত্রলীগের যে কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টিগোচর হয়েছে, তা অবৈধ বলে বিবেচিত হবে।’
এর আগে ‘শিবির থেকে ছাত্রদল, এখন রাজশাহী ছাত্রলীগের সভাপতি’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি আলোচনায় এলে তিন সদস্যের তদন্ত কমিটি করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
তদন্ত কমিটির সদস্যরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক সম্পাদক শেখ শামীম তূর্য, আইনবিষয়ক উপসম্পাদক আপন দাস এবং সহসম্পাদক তানভীর আব্দুল্লাহ। তদন্ত কমিটি একটি সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কেন্দ্রীয় দপ্তর সেলে।
সুপারিশসহ তদন্ত প্রতিবেদনের একটি কপি আজকের পত্রিকার হাতে সংরক্ষিত রয়েছে। তবে তদন্ত প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, তদন্ত কমিটির সুপারিশ মানা হয়নি। প্রতিবেদনে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কারের সুপারিশও করা হয়েছিল।
তদন্ত কমিটির রিপোর্টের সুপারিশে উল্লেখ রয়েছে, ‘তদন্ত কমিটি সমস্ত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ১ নম্বর সহসভাপতি, ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক যেসব কর্মকাণ্ডে জড়িত তা বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র ও আদর্শের সঙ্গে চরম মাত্রায় সাংঘর্ষিক। এমতাবস্থায় রাজশাহী জেলা ছাত্রলীগের মতো একটি গুরুত্বপূর্ণ ইউনিট এদের দ্বারা পরিচালিত হলে সংগঠনের ভাবমূর্তি চরমভাবে বিনষ্ট হবে, যা আমাদের তদন্তে উঠে এসেছে। সুতরাং তাঁদের স্থায়ী বহিষ্কারের জোর সুপারিশ করছি।’
আরও পড়ুন

নৈতিক স্খলনজনিত কারণে রাজশাহী জেলা শাখা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানাকে বহিষ্কার ও সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে অব্যাহতি দিয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
গতকাল বুধবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজশাহী জেলা শাখা কমিটির বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত প্রতিবেদন অনুসারে নৈতিক স্খলনজনিত কারণে জেলা শাখার সভাপতি সাকিবুল ইসলাম রানাকে বহিষ্কার করা হলো। তাঁর বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ সত্য প্রমাণিত হয়নি। এ ছাড়া নৈতিক স্খলনজনিত কারণে জাকির হোসেন অমিকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে অব্যাহতি ও রাজশাহী জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তদন্তাধীন অবস্থায় রাজশাহী জেলা শাখা ছাত্রলীগ কর্তৃক স্বাক্ষরিত বাগমারা উপজেলা শাখা ছাত্রলীগের যে কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টিগোচর হয়েছে, তা অবৈধ বলে বিবেচিত হবে।’
এর আগে ‘শিবির থেকে ছাত্রদল, এখন রাজশাহী ছাত্রলীগের সভাপতি’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি আলোচনায় এলে তিন সদস্যের তদন্ত কমিটি করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
তদন্ত কমিটির সদস্যরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক সম্পাদক শেখ শামীম তূর্য, আইনবিষয়ক উপসম্পাদক আপন দাস এবং সহসম্পাদক তানভীর আব্দুল্লাহ। তদন্ত কমিটি একটি সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কেন্দ্রীয় দপ্তর সেলে।
সুপারিশসহ তদন্ত প্রতিবেদনের একটি কপি আজকের পত্রিকার হাতে সংরক্ষিত রয়েছে। তবে তদন্ত প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, তদন্ত কমিটির সুপারিশ মানা হয়নি। প্রতিবেদনে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কারের সুপারিশও করা হয়েছিল।
তদন্ত কমিটির রিপোর্টের সুপারিশে উল্লেখ রয়েছে, ‘তদন্ত কমিটি সমস্ত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ১ নম্বর সহসভাপতি, ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক যেসব কর্মকাণ্ডে জড়িত তা বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র ও আদর্শের সঙ্গে চরম মাত্রায় সাংঘর্ষিক। এমতাবস্থায় রাজশাহী জেলা ছাত্রলীগের মতো একটি গুরুত্বপূর্ণ ইউনিট এদের দ্বারা পরিচালিত হলে সংগঠনের ভাবমূর্তি চরমভাবে বিনষ্ট হবে, যা আমাদের তদন্তে উঠে এসেছে। সুতরাং তাঁদের স্থায়ী বহিষ্কারের জোর সুপারিশ করছি।’
আরও পড়ুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৫ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৫ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৬ ঘণ্টা আগে
রাজধানীতে তুচ্ছ ঘটনায় মব সৃষ্টি করে শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পাবনার আইনজীবীরা।
৭ ঘণ্টা আগে