বগুড়া প্রতিনিধি

বগুড়া সদর থানা সংলগ্ন নিউ মার্কেটে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে বলে দাবি করেছেন মালিকপক্ষ। আজ শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এর আগে শুক্রবার রাতের কোনো এক সময়ে আল তৌফিক জুয়েলার্স নামের ওই প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে।
জুয়েলার্সের মালিক কামরুল হোসেন আজকের পত্রিকাকে জানান, শনিবার বেলা সোয়া ১১টার দিকে দোকানের ম্যানেজার তাঁর মোবাইল ফোনে কল দিয়ে জানায় যে দোকানের তালা ভাঙা এবং দোকান খোলা। এ ছাড়াও মেঝেতে স্বর্ণের কিছু জিনিসও পড়ে আছে। খবর পেয়ে তিনি দোকানে যান। মার্কেটের ব্যবসায়ী ও মালিক সমিতির নেতারাও তখন তার দোকানে পৌঁছান। তারা বিষয়টি থানা-পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কামরুল হোসেন বলেন, ‘দোকানে সিসিটিভি ক্যামেরা থাকলেও রাতে বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়ায় সেটি সচল ছিল না। দোকানের প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।’
জুয়েলার্সের ম্যানেজার ধলু মিয়া বলেন, ‘রাতে দোকানের ডিসপ্লেতে যে স্বর্ণালংকার ছিল, দোকানে এসে সেগুলোর একটাও পাওয়া যায়নি। দোকানের সিন্দুকে (লকার) থাকা সোনা ও গয়না চোরেরা নিতে পারেনি।’
এ ঘটনায় বগুড়া নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামীম সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘মার্কেটের নিরাপত্তা (সিকিউরিটি) আরও বাড়ানো দরকার। দোকানিরা দীর্ঘদিন ধরে নিরাপত্তা প্রহরীর টাকা বাকি রাখে, এর ফলে প্রহরীর সংখ্যা বাড়ানো সম্ভব হয় না। মার্কেটে সকল দোকানিকে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথাও বলা হয়েছে। এবার নিরাপত্তার বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ফইম উদ্দিন বলেন, ‘নিউ মার্কেটে জুয়েলারি দোকানে চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টির তদন্ত শুরু করা হয়েছে।’ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

বগুড়া সদর থানা সংলগ্ন নিউ মার্কেটে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে বলে দাবি করেছেন মালিকপক্ষ। আজ শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এর আগে শুক্রবার রাতের কোনো এক সময়ে আল তৌফিক জুয়েলার্স নামের ওই প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে।
জুয়েলার্সের মালিক কামরুল হোসেন আজকের পত্রিকাকে জানান, শনিবার বেলা সোয়া ১১টার দিকে দোকানের ম্যানেজার তাঁর মোবাইল ফোনে কল দিয়ে জানায় যে দোকানের তালা ভাঙা এবং দোকান খোলা। এ ছাড়াও মেঝেতে স্বর্ণের কিছু জিনিসও পড়ে আছে। খবর পেয়ে তিনি দোকানে যান। মার্কেটের ব্যবসায়ী ও মালিক সমিতির নেতারাও তখন তার দোকানে পৌঁছান। তারা বিষয়টি থানা-পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কামরুল হোসেন বলেন, ‘দোকানে সিসিটিভি ক্যামেরা থাকলেও রাতে বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়ায় সেটি সচল ছিল না। দোকানের প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।’
জুয়েলার্সের ম্যানেজার ধলু মিয়া বলেন, ‘রাতে দোকানের ডিসপ্লেতে যে স্বর্ণালংকার ছিল, দোকানে এসে সেগুলোর একটাও পাওয়া যায়নি। দোকানের সিন্দুকে (লকার) থাকা সোনা ও গয়না চোরেরা নিতে পারেনি।’
এ ঘটনায় বগুড়া নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামীম সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘মার্কেটের নিরাপত্তা (সিকিউরিটি) আরও বাড়ানো দরকার। দোকানিরা দীর্ঘদিন ধরে নিরাপত্তা প্রহরীর টাকা বাকি রাখে, এর ফলে প্রহরীর সংখ্যা বাড়ানো সম্ভব হয় না। মার্কেটে সকল দোকানিকে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথাও বলা হয়েছে। এবার নিরাপত্তার বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ফইম উদ্দিন বলেন, ‘নিউ মার্কেটে জুয়েলারি দোকানে চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টির তদন্ত শুরু করা হয়েছে।’ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের নারিকেলপাড়া। স্থানীয় শিশুদের একটু ভালো পরিবেশে পাঠদানের জন্য নারিকেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। এ জন্য ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
২৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র ছোরা, চাপাতি ও রড উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের জৈনপুরী পীরের নসিহতে ১৯৬৯ সাল থেকে নির্বাচনবিমুখ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের নারীরা। তবে জনপ্রতিনিধিদের প্রত্যাশা, বিগত বছরের তুলনায় এ বছর নারী ভোটারের সংখ্যা বাড়বে।
২ ঘণ্টা আগে
মাত্র দেড় লাখ টাকার এনজিও ঋণের জামিনদার হওয়াকে কেন্দ্র করে ঢাকার কেরানীগঞ্জে মা ও মেয়ের নিখোঁজের ২১ দিন পর তাদের অর্ধগলিত মরদেহ উদ্ধারের লোমহর্ষক রহস্য উন্মোচন করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর
৩ ঘণ্টা আগে