নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে সকালের খাবার তৈরি করতে দেরি হওয়ায় স্ত্রীর ওপর অভিমান করে দেলোয়ার হোসেন (৩২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ শনিবার সকালে এ বিষয়ে মৃতের বড় ভাই আব্দুল জব্বার (৩৫) থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
মৃত দেলোয়ার হোসেন উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঘুলকুড়ি গ্রামের জিয়ার মণ্ডলের ছোট ছেলে। শারমিন (১৪) ও মাহমুদ (৭) নামে তাঁর দুই সন্তান রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টার দিকে দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রী কমলার (২৭) মধ্যে খাবার নিয়ে কথা-কাটাকাটি হয়। খাবার রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীর ওপর অভিমান করে নিজ ঘরে চলে যান দেলোয়ার হোসেন। এক ঘণ্টা পর কমলা তাঁকে ডাকতে গেলে দেখেন দেলোয়ার হোসেন গলায় গামছা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়েছেন। এ সময় কমলার ডাকচিৎকারে স্থানীয়রা এসে তাঁর ঝুলন্ত মরদেহ নিচে নামায়। পরে থানার পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দেলোয়ারের স্ত্রী কমলা বলেন, ‘আজ সকালে রাজমিস্ত্রির কাজে যাবে বলে খাবার রান্না করতে বলে। খাবার রান্না করতে একটু দেরি হওয়ায় রাগ করে ঘরে চলে যায়। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখি আমার স্বামী গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। এ সময় আমার ডাকচিৎকারে পাড়া-প্রতিবেশীরা এসে তাঁকে মাটিতে নামায়। খাবার রান্না নিয়ে এ ধরনের ঘটনা ঘটবে তা আমি চিন্তাও করতে পারিনি।’
দেলোয়ারের বড় ভাই আব্দুল জব্বার বলেন, ‘দেলোয়ার ও আমার আলাদা সংসার। আজ সকালে আমি বাড়ির বাইরে ছিলাম। পরে খবর পেয়ে ছুটে এসে দেখি আমার ছোট ভাই আর নেই। সকালে তাঁর স্ত্রীর সঙ্গে খাবার রান্না নিয়ে কথা-কাটাকাটি হয়। অন্যদিকে, তিন মাস আগে আমাদের বাবার সড়ক দুর্ঘটনায় পা ভেঙে যায়। এখনো বাবার পা ঠিক হয়নি। বাড়িতে থেকেই চিকিৎসা চলছে। ফলে বাবার চিকিৎসায় অনেক টাকা খরচ হচ্ছে। এসব নিয়ে আমার ছোট ভাই অনেক দুশ্চিন্তায় ছিল।’
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।

নওগাঁর নিয়ামতপুরে সকালের খাবার তৈরি করতে দেরি হওয়ায় স্ত্রীর ওপর অভিমান করে দেলোয়ার হোসেন (৩২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ শনিবার সকালে এ বিষয়ে মৃতের বড় ভাই আব্দুল জব্বার (৩৫) থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
মৃত দেলোয়ার হোসেন উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঘুলকুড়ি গ্রামের জিয়ার মণ্ডলের ছোট ছেলে। শারমিন (১৪) ও মাহমুদ (৭) নামে তাঁর দুই সন্তান রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টার দিকে দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রী কমলার (২৭) মধ্যে খাবার নিয়ে কথা-কাটাকাটি হয়। খাবার রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীর ওপর অভিমান করে নিজ ঘরে চলে যান দেলোয়ার হোসেন। এক ঘণ্টা পর কমলা তাঁকে ডাকতে গেলে দেখেন দেলোয়ার হোসেন গলায় গামছা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়েছেন। এ সময় কমলার ডাকচিৎকারে স্থানীয়রা এসে তাঁর ঝুলন্ত মরদেহ নিচে নামায়। পরে থানার পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দেলোয়ারের স্ত্রী কমলা বলেন, ‘আজ সকালে রাজমিস্ত্রির কাজে যাবে বলে খাবার রান্না করতে বলে। খাবার রান্না করতে একটু দেরি হওয়ায় রাগ করে ঘরে চলে যায়। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখি আমার স্বামী গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। এ সময় আমার ডাকচিৎকারে পাড়া-প্রতিবেশীরা এসে তাঁকে মাটিতে নামায়। খাবার রান্না নিয়ে এ ধরনের ঘটনা ঘটবে তা আমি চিন্তাও করতে পারিনি।’
দেলোয়ারের বড় ভাই আব্দুল জব্বার বলেন, ‘দেলোয়ার ও আমার আলাদা সংসার। আজ সকালে আমি বাড়ির বাইরে ছিলাম। পরে খবর পেয়ে ছুটে এসে দেখি আমার ছোট ভাই আর নেই। সকালে তাঁর স্ত্রীর সঙ্গে খাবার রান্না নিয়ে কথা-কাটাকাটি হয়। অন্যদিকে, তিন মাস আগে আমাদের বাবার সড়ক দুর্ঘটনায় পা ভেঙে যায়। এখনো বাবার পা ঠিক হয়নি। বাড়িতে থেকেই চিকিৎসা চলছে। ফলে বাবার চিকিৎসায় অনেক টাকা খরচ হচ্ছে। এসব নিয়ে আমার ছোট ভাই অনেক দুশ্চিন্তায় ছিল।’
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
৪৪ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে