Ajker Patrika

বগুড়া কারাগারে গুরুতর অসুস্থ আ.লীগ নেতা রিপু, পাঠানো হলো ঢাকায়

বগুড়া প্রতিনিধি
বগুড়া কারাগারে গুরুতর অসুস্থ আ.লীগ নেতা রিপু, পাঠানো হলো ঢাকায়
বগুড়া কারাগারে গুরুতর অসুস্থ আ.লীগ নেতা রিপু। ছবি: আজকের পত্রিকা

বগুড়া কারাগারে বন্দী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপু (৬৮) অসুস্থ হয়ে পড়েছেন। তাৎক্ষণিক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতাল পাঠানো হয়েছে।

বগুড়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক ফারুক আহমেদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে গ্রেপ্তার হন বগুড়া–৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। পরদিন শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তাঁর নামে বগুড়া সদর থানায় ১৯টি মামলা দায়ের হয়।

জানতে চাইলে কারা তত্ত্বাবধায়ক ফারুক আহমেদ আজকের পত্রিকাকে জানান, রাগেবুল আহসান রিপু দুপুরে খাবারের পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করেন।

বিকেলের দিকে অবস্থা কিছুটা অবনতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে কারা হেফাজতে ঢাকা জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গত শুক্রবার দুপুরে রাগেবুল আহসান রিপু হাজতি আসামি হিসেবে কারাগারে আসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত