
দেশের সকল প্রকার স্থানীয় নির্বাচন বর্জন করেছে বিএনপি। কিন্তু বগুড়ার সারিয়াকান্দিতে জেলা পরিষদের নির্বাচনে ভোট প্রদান করেছেন একাধিক বিএনপি সমর্থিত জন প্রতিনিধি।
বগুড়া জেলা পরিষদের নির্বাচনে এই উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) এবং একটি পৌরসভার সর্বমোট ভোটার ১৪৬ জন। বিভিন্ন ইউপির চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা গেছে, এর মধ্যে ৪৭ জন নির্বাচিত জন প্রতিনিধি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
বগুড়া জেলা পরিষদের নির্বাচনে এ উপজেলার সর্বমোট ১৪৬ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রদান করেছে ১৪৫ জন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মকবুল হোসেন আনারস প্রতীক নিয়ে ৭৮ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান আকন্দ মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫ ভোট। সাধারণ সদস্য পদে আব্দুল রশিদ ফারাজী উটপাখি প্রতীক নিয়ে ৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল খালেক দুলু হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ ভোট। সংরক্ষিত মহিলা আসনে লাবনী খাতুন ফুটবল প্রতীক নিয়ে ৪৩ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আছমা বেগম মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ ভোট।
এ উপজেলার ১৪৬টি ভোটের মধ্যে সর্বমোট ১৪৫টি ভোট পরেছে। অর্থাৎ বিএনপি সমর্থিত জন প্রতিনিধিরাও জেলা পরিষদের ভোটে অংশগ্রহণ করছেন। কোথাও কোথাও একাধিক নেতা কর্মীরা আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করেছেন এবং তাদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। গত কয়েক দিন আগে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করার অপরাধে কয়েকজন নেতা কর্মীদের নামে কারণ দর্শানোর নোটিশও প্রদান করেছে বগুড়া জেলা বিএনপি।
সারিয়াকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাজলা ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ এস এম রফিকুল ইসলাম বলেন, ‘ভোট আমাদের একটি গণতান্ত্রিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতেই বিএনপির জন প্রতিনিধিরাও জেলা পরিষদের নির্বাচনে ভোট দিয়েছেন। তবে আমি ভোট দিতে যাইনি।’
বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. এ কে এম সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি আসলেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল বলে মনে হচ্ছে। এ বিষয়ে দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে