কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে স্কুলছাত্রী (১৪) সঙ্গে কথা বলতে চেয়ে ব্যর্থ হন যুবক। এরপর ছাত্রীর অভিযোগে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে গেলে তাঁদের সামনেই নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেন চঞ্চল হোসেন (২৩) নামের বহিরাগত এক যুবক।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এই ঘটনা ঘটে। আহত যুবক বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান জানান, তিনি বিদ্যালয়ে আসার আগে বহিরাগত একটি ছেলে ওই স্কুলের এক ছাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করে। এ সময় ওই শিক্ষার্থী বিষয়টি বিদ্যালয়ের সহকারী শিক্ষক বশির উদ্দিনকে জানালে তিনি ছেলেটিকে প্রধান শিক্ষকের অফিস কক্ষে নিয়ে আসেন। এরপর উভয়ের অভিভাবকদের খবর দেওয়ার সিদ্ধান্ত নেন। কিছু সময়ের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি বিদ্যালয়ে আসেন। এ সময় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই যুবক তাঁর কোমর থেকে ছুরি বের করে পরপর দুইবার নিজের পেটে আঘাত করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘ছেলেটি বারবার বলছিল আমি ওকে ভালোবাসি। একটু কথা বলেই চলে যাব।’
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং তাৎক্ষণিক আহত যুবককে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। বর্তমানে ওই যুবক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। আহত যুবক কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের পান্না শেখের ছেলে।
তবে এ বিষয়ে ওই যুবক ও ছাত্রীর পরিবার কোনো কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম জানান, দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে একজন যুবক এসে প্রধান শিক্ষকের অফিস কক্ষে নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আহত যুবককে তাঁর অভিভাবকদের মাধ্যমে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, প্রেম সংক্রান্ত ঘটনায় জেরেই এ ঘটনা ঘটতে পারে।

কুষ্টিয়ার কুমারখালীতে স্কুলছাত্রী (১৪) সঙ্গে কথা বলতে চেয়ে ব্যর্থ হন যুবক। এরপর ছাত্রীর অভিযোগে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে গেলে তাঁদের সামনেই নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেন চঞ্চল হোসেন (২৩) নামের বহিরাগত এক যুবক।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এই ঘটনা ঘটে। আহত যুবক বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান জানান, তিনি বিদ্যালয়ে আসার আগে বহিরাগত একটি ছেলে ওই স্কুলের এক ছাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করে। এ সময় ওই শিক্ষার্থী বিষয়টি বিদ্যালয়ের সহকারী শিক্ষক বশির উদ্দিনকে জানালে তিনি ছেলেটিকে প্রধান শিক্ষকের অফিস কক্ষে নিয়ে আসেন। এরপর উভয়ের অভিভাবকদের খবর দেওয়ার সিদ্ধান্ত নেন। কিছু সময়ের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি বিদ্যালয়ে আসেন। এ সময় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই যুবক তাঁর কোমর থেকে ছুরি বের করে পরপর দুইবার নিজের পেটে আঘাত করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘ছেলেটি বারবার বলছিল আমি ওকে ভালোবাসি। একটু কথা বলেই চলে যাব।’
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং তাৎক্ষণিক আহত যুবককে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। বর্তমানে ওই যুবক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। আহত যুবক কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের পান্না শেখের ছেলে।
তবে এ বিষয়ে ওই যুবক ও ছাত্রীর পরিবার কোনো কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম জানান, দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে একজন যুবক এসে প্রধান শিক্ষকের অফিস কক্ষে নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আহত যুবককে তাঁর অভিভাবকদের মাধ্যমে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, প্রেম সংক্রান্ত ঘটনায় জেরেই এ ঘটনা ঘটতে পারে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
৪৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে