প্রতিনিধি

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৬ জুন) সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টার পর্যন্ত হাসপাতালটিতে মারা যান ১০ জন।
এ নিয়ে চলতি মাসেই রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৯৭ জনের মৃত্যু হলো। এর আগে গত ১৭,১৮ ও ১৯ জুন ১০ জন করে মারা গিয়েছিলেন। ১০ জুনের পর প্রতি ২৪ ঘণ্টায় ১২ থেকে ১৮ জনের মৃত্যু হয়েছে হাসপাতালটিতে।
আজ রোববার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। এই ১০ জনের মধ্যে চারজন রাজশাহীর, চারজন নাটোরের এবং দুজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ছিলেন।
নাটোরের চারজনের মধ্যে শুধু একজন করোনা পজিটিভ ছিলেন। করোনা নেগেটিভ হলেও শারীরিক অন্যান্য জটিলতায় মারা গেছেন রাজশাহীর একজন। এ ছাড়া রাজশাহীর অন্য তিনজন, নাটোরের তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জের দুজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
রোববার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে মৃত্যুর এই হিসাব তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। বয়স বিবেচনায় ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন পুরুষ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন পুরুষ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন নারী এবং ষাটোর্ধ্ব তিনজন পুরুষ ও একজন নারী মারা গেছেন।
এর আগে গত ১ জুন (সকাল ৮টার আগের ২৪ ঘণ্টা পর্যন্ত) সাতজন, ২ জুন সাতজন, ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন আটজন, ৬ জুন ছয়জন, ৭ জুন সাতজন, ৮ ও ৯ জুন আটজন করে; ১০ জুন আটজন, ১১ জুন ১৫ জন, ১২ জুন চারজন, ১৩ জুন ১৩ জন, ১৪ ও ১৫ জুন ১২ জন; ১৬ জুন ১৩ জন, ১৭, ১৮ ও ১৯ জুন ১০ জন; ২০,২১ ও ২২ জুন ১৩ জন, ২৩ জুন ১৬ জন, ২৪ জুন ১৮ জন, ২৫ জুন ১৪ জন এবং ২৬ জুন ১৭ জনের মৃত্যু হয়।
হাসপাতালে বর্তমানে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৩৫৭ টি। রোববার সকালে সর্বোচ্চ ৪৩৪ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিট থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫ জন। নতুন করে ভর্তি হয়েছেন সমান সংখ্যক রোগী। এর মধ্যে রাজশাহী থেকে ৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে চারজন, নাটোর থেকে পাঁচজন, নওগাঁ থেকে দুজন এবং পাবনা থেকে ছয়জন করে রোগী ভর্তি হয়েছেন।
রোববার সকালে হাসপাতালে রাজশাহীর ২৯১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪৪ জন, নাটোরের ৩৭ জন, নওগাঁর ৩৫ জন, পাবনার ২২ জন, কুষ্টিয়ার তিনজন, দিনাজপুরের একজন ও ঢাকার একজন করে রোগী ভর্তি ছিলেন। এদের মধ্যে নমুনা পরীক্ষায় ২০৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। আর ১৮৮ জন ছিলেন করোনার উপসর্গ নিয়ে। এছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় করোনা ইউনিটে ছিলেন ৪০ জন।

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৬ জুন) সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টার পর্যন্ত হাসপাতালটিতে মারা যান ১০ জন।
এ নিয়ে চলতি মাসেই রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৯৭ জনের মৃত্যু হলো। এর আগে গত ১৭,১৮ ও ১৯ জুন ১০ জন করে মারা গিয়েছিলেন। ১০ জুনের পর প্রতি ২৪ ঘণ্টায় ১২ থেকে ১৮ জনের মৃত্যু হয়েছে হাসপাতালটিতে।
আজ রোববার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। এই ১০ জনের মধ্যে চারজন রাজশাহীর, চারজন নাটোরের এবং দুজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ছিলেন।
নাটোরের চারজনের মধ্যে শুধু একজন করোনা পজিটিভ ছিলেন। করোনা নেগেটিভ হলেও শারীরিক অন্যান্য জটিলতায় মারা গেছেন রাজশাহীর একজন। এ ছাড়া রাজশাহীর অন্য তিনজন, নাটোরের তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জের দুজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
রোববার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে মৃত্যুর এই হিসাব তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। বয়স বিবেচনায় ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন পুরুষ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন পুরুষ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন নারী এবং ষাটোর্ধ্ব তিনজন পুরুষ ও একজন নারী মারা গেছেন।
এর আগে গত ১ জুন (সকাল ৮টার আগের ২৪ ঘণ্টা পর্যন্ত) সাতজন, ২ জুন সাতজন, ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন আটজন, ৬ জুন ছয়জন, ৭ জুন সাতজন, ৮ ও ৯ জুন আটজন করে; ১০ জুন আটজন, ১১ জুন ১৫ জন, ১২ জুন চারজন, ১৩ জুন ১৩ জন, ১৪ ও ১৫ জুন ১২ জন; ১৬ জুন ১৩ জন, ১৭, ১৮ ও ১৯ জুন ১০ জন; ২০,২১ ও ২২ জুন ১৩ জন, ২৩ জুন ১৬ জন, ২৪ জুন ১৮ জন, ২৫ জুন ১৪ জন এবং ২৬ জুন ১৭ জনের মৃত্যু হয়।
হাসপাতালে বর্তমানে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৩৫৭ টি। রোববার সকালে সর্বোচ্চ ৪৩৪ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিট থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫ জন। নতুন করে ভর্তি হয়েছেন সমান সংখ্যক রোগী। এর মধ্যে রাজশাহী থেকে ৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে চারজন, নাটোর থেকে পাঁচজন, নওগাঁ থেকে দুজন এবং পাবনা থেকে ছয়জন করে রোগী ভর্তি হয়েছেন।
রোববার সকালে হাসপাতালে রাজশাহীর ২৯১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪৪ জন, নাটোরের ৩৭ জন, নওগাঁর ৩৫ জন, পাবনার ২২ জন, কুষ্টিয়ার তিনজন, দিনাজপুরের একজন ও ঢাকার একজন করে রোগী ভর্তি ছিলেন। এদের মধ্যে নমুনা পরীক্ষায় ২০৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। আর ১৮৮ জন ছিলেন করোনার উপসর্গ নিয়ে। এছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় করোনা ইউনিটে ছিলেন ৪০ জন।

সোমবার বিকেলে র্যাব-৭-এর একটি আভিযানিক দল মেজর জালিস মাহমুদ খানের নেতৃত্বে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে ৪০০ থেকে ৫০০ দুষ্কৃতকারী র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
১১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক...
২৬ মিনিট আগে
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
৩ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে