আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে স্টেশনে ফেলে যাওয়া ল্যাপটপ ও ব্যাগ ফেরত পেয়েছেন মনির হোসেন নামের এক ব্যক্তি। আজিজুল হক নামের এক ব্যক্তি ব্যাগটি ফিরিয়ে দিয়েছেন। গত বৃহস্পতিবার উপজেলার সান্তাহার জংশন স্টেশনে হারানো ল্যাপটপটি গতকাল সোমবার রাতে মালিকের হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে সান্তাহার থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে সান্তাহার প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন মনির হোসেন। নামাজের সময় হলে পাশেই বসার স্থানে ব্যাগটি রেখে নামাজে যান তিনি। নামাজ শেষে ট্রেন চলে আসায় ভুলে ব্যাগ রেখেই চলে যান তিনি। প্রায় ৫ ঘণ্টা ব্যাগটি সেখানেই পড়ে ছিল। পরে স্টেশনে থাকা এক ছিন্নমূল ব্যক্তি ব্যাগটি উদ্ধার করে আজিজুল হকের কাছে নিয়ে যান।
এ বিষয়ে গরিবের রাজা নামে পরিচিত আজিজুল হক রাজা বলেন, ‘ব্যাগটি আমার কাছে নিয়ে আসার পর প্ল্যাটফর্মে যাত্রীদের মধ্যে কারও ব্যাগ হারিয়েছে কি না জানার চেষ্টা করি। মালিককে খুঁজে না পাওয়ায় ব্যাগটি খুলে ল্যাপটপ, গাড়ির লাইসেন্স ও আম দেখতে পাই। আমি তখন স্থানীয় একজন সাংবাদিকের সহযোগিতায় ব্যাগে থাকা লাইসেন্সের নম্বর থেকে মালিকের সঙ্গে যোগাযোগ করি। পরে তিনি এসে ব্যাগটি নিয়ে যান।’
স্থানীয় রানা হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, ‘আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, রাজা ভাই ব্যাগটি কার তা খুঁজে বের করার চেষ্টা করছিলেন। কিন্তু কাউকে পাচ্ছিলেন না। শেষে এক নারীর সহযোগিতায় ব্যাগটি নিয়ে এসে আমাদের সামনে খুলে দেখেন সেখানে কী আছে। পরে ব্যাগটি তিনি বাড়ি নিয়ে যান। হয়তো অন্য কেউ পেলে ব্যাগটি আর ফেরত দিত না।’
ল্যাপটপ আর ব্যাগ ফিরে পেয়ে মনির হোসেন বলেন, ‘আমি এক প্রকার ধরেই নিয়েছিলাম, ব্যাগটি আর ফিরে পাব না। কিন্তু সাংবাদিক সাগর খান নামের এক ভাই যখন ফোন করে জানালেন, তাঁর কাছে একটি ব্যাগ রয়েছে। তখন বিশ্বাস করতে পারছিলাম না। গতকাল সোমবার রাতে আমি ব্যাগ ফেরত পেয়েছি। ল্যাপটপসহ মূল্যবান কাগজপত্র সব ঠিকঠাক আছে।’

বগুড়ার আদমদীঘিতে স্টেশনে ফেলে যাওয়া ল্যাপটপ ও ব্যাগ ফেরত পেয়েছেন মনির হোসেন নামের এক ব্যক্তি। আজিজুল হক নামের এক ব্যক্তি ব্যাগটি ফিরিয়ে দিয়েছেন। গত বৃহস্পতিবার উপজেলার সান্তাহার জংশন স্টেশনে হারানো ল্যাপটপটি গতকাল সোমবার রাতে মালিকের হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে সান্তাহার থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে সান্তাহার প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন মনির হোসেন। নামাজের সময় হলে পাশেই বসার স্থানে ব্যাগটি রেখে নামাজে যান তিনি। নামাজ শেষে ট্রেন চলে আসায় ভুলে ব্যাগ রেখেই চলে যান তিনি। প্রায় ৫ ঘণ্টা ব্যাগটি সেখানেই পড়ে ছিল। পরে স্টেশনে থাকা এক ছিন্নমূল ব্যক্তি ব্যাগটি উদ্ধার করে আজিজুল হকের কাছে নিয়ে যান।
এ বিষয়ে গরিবের রাজা নামে পরিচিত আজিজুল হক রাজা বলেন, ‘ব্যাগটি আমার কাছে নিয়ে আসার পর প্ল্যাটফর্মে যাত্রীদের মধ্যে কারও ব্যাগ হারিয়েছে কি না জানার চেষ্টা করি। মালিককে খুঁজে না পাওয়ায় ব্যাগটি খুলে ল্যাপটপ, গাড়ির লাইসেন্স ও আম দেখতে পাই। আমি তখন স্থানীয় একজন সাংবাদিকের সহযোগিতায় ব্যাগে থাকা লাইসেন্সের নম্বর থেকে মালিকের সঙ্গে যোগাযোগ করি। পরে তিনি এসে ব্যাগটি নিয়ে যান।’
স্থানীয় রানা হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, ‘আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, রাজা ভাই ব্যাগটি কার তা খুঁজে বের করার চেষ্টা করছিলেন। কিন্তু কাউকে পাচ্ছিলেন না। শেষে এক নারীর সহযোগিতায় ব্যাগটি নিয়ে এসে আমাদের সামনে খুলে দেখেন সেখানে কী আছে। পরে ব্যাগটি তিনি বাড়ি নিয়ে যান। হয়তো অন্য কেউ পেলে ব্যাগটি আর ফেরত দিত না।’
ল্যাপটপ আর ব্যাগ ফিরে পেয়ে মনির হোসেন বলেন, ‘আমি এক প্রকার ধরেই নিয়েছিলাম, ব্যাগটি আর ফিরে পাব না। কিন্তু সাংবাদিক সাগর খান নামের এক ভাই যখন ফোন করে জানালেন, তাঁর কাছে একটি ব্যাগ রয়েছে। তখন বিশ্বাস করতে পারছিলাম না। গতকাল সোমবার রাতে আমি ব্যাগ ফেরত পেয়েছি। ল্যাপটপসহ মূল্যবান কাগজপত্র সব ঠিকঠাক আছে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘প্রশাসনের একটা পক্ষ অলরেডি একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে। এটা বাংলাদেশের জন্য অশনিসংকেত। বাংলাদেশ রাষ্ট্রটাকে সঠিকভাবে গড়তে হয়, তাহলে প্রত্যেকটা দলকেই এই পক্ষপাতিত্বের বিরুদ্ধে কথা বলতে হবে।’
৩৮ মিনিট আগে
নরসিংদীর পলাশে মনি চক্রবর্তী (৪০) নামের এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
৪৩ মিনিট আগে
ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক।
১ ঘণ্টা আগে
তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন। আজ মঙ্গলবার সকালে মেহেরপুরের তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। তীব্র ঠান্ডায় স্কুলে যেতে দুর্ভোগে পড়েছে প্রাথমিক স্কুলের শিশুরা। সকালে হালকা কুয়াশা আর হিম বাতাসে কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে তারা।
১ ঘণ্টা আগে