বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় ছাগলে পাট খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারিতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইফতারের আগমুহূর্তে উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামে এ ঘটনা ঘটে। তাঁরা উভয়ে আপন চাচাতো ভাই। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাজদার রহমান সলকের ছেলে ইমরান হোসেন বাবুর পাটখেতে আব্দুস সাত্তার মোল্লার ছেলে লিটন হোসেনের চারটি ছাগল পাট খেলে ছাগলগুলোকে ধাওয়া করে লিটন হোসেনের বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় তাঁদের উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে লিটন হোসেন ইমরানকে মারধর করেন। পরে ইমরান হোসেন ও তাঁর লোকজন লাঠিসোঁটা নিয়ে এলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারি হয়।
এ ঘটনায় ইমরান পক্ষের আহতেরা হলেন ইমরান হোসেন (৩৫), শহীদ হোসেন (৩২) ও শরীফ হোসেন (২৮)। অন্যদিকে লিটন হোসেনের পক্ষে আহত হয়েছেন আব্দুস সাত্তার মোল্লা ওরফে আন্দারী (৭০), লিটন হোসেন (৫০), আলম হোসেন (৫৫), রবিউল হোসেন (৪২) রায়হান আলী (৩৫) ও আনোয়ারা বেগম (৬০)। তাঁদের সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা উভয়ে পরস্পর চাচাতো ভাই বলে জানা গেছে।
দুই পক্ষের আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে রেজাউল করিমের নেতৃত্বে লিটন পক্ষের আত্মীয়স্বজন ইমরান হোসেনের পক্ষের আলিফ হোসেন (১৫) নামের এক কিশোরকে মারধর করার অভিযোগ উঠেছে। পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ‘এ ঘটনায় উভয়ের পক্ষের পৃথক দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহীর বাঘায় ছাগলে পাট খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারিতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইফতারের আগমুহূর্তে উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামে এ ঘটনা ঘটে। তাঁরা উভয়ে আপন চাচাতো ভাই। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাজদার রহমান সলকের ছেলে ইমরান হোসেন বাবুর পাটখেতে আব্দুস সাত্তার মোল্লার ছেলে লিটন হোসেনের চারটি ছাগল পাট খেলে ছাগলগুলোকে ধাওয়া করে লিটন হোসেনের বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় তাঁদের উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে লিটন হোসেন ইমরানকে মারধর করেন। পরে ইমরান হোসেন ও তাঁর লোকজন লাঠিসোঁটা নিয়ে এলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারি হয়।
এ ঘটনায় ইমরান পক্ষের আহতেরা হলেন ইমরান হোসেন (৩৫), শহীদ হোসেন (৩২) ও শরীফ হোসেন (২৮)। অন্যদিকে লিটন হোসেনের পক্ষে আহত হয়েছেন আব্দুস সাত্তার মোল্লা ওরফে আন্দারী (৭০), লিটন হোসেন (৫০), আলম হোসেন (৫৫), রবিউল হোসেন (৪২) রায়হান আলী (৩৫) ও আনোয়ারা বেগম (৬০)। তাঁদের সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা উভয়ে পরস্পর চাচাতো ভাই বলে জানা গেছে।
দুই পক্ষের আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে রেজাউল করিমের নেতৃত্বে লিটন পক্ষের আত্মীয়স্বজন ইমরান হোসেনের পক্ষের আলিফ হোসেন (১৫) নামের এক কিশোরকে মারধর করার অভিযোগ উঠেছে। পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ‘এ ঘটনায় উভয়ের পক্ষের পৃথক দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

টাঙ্গাইলের মির্জাপুরে ডাম্প ট্রাকের চাপায় এক অজ্ঞাতনামা নারী (৫০) নিহত হয়েছেন। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে গোড়াই এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে প্রচারণা চালাতে দেশব্যাপী ঘুরছে ভোটের গাড়ি। এই কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতেও ঘুরে গেছে ভোটের গাড়ি। তবে উপজেলা শহর ও গ্রামাঞ্চলের লোকজন বলছে, ভোটের গাড়ি কী, কবে ও কখন এসেছে; তা জানে না তারা।
১ ঘণ্টা আগে
ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হন অন্তত ছয় যাত্রী।
২ ঘণ্টা আগে
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে নেমে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে তীব্র শীত জেঁকে বসেছে। শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
২ ঘণ্টা আগে