রাজশাহীর পুঠিয়ায় পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সলর আইরিন পারভীন বিরুদ্ধে ওএমএসের চাল কিনতে আসা এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পুঠিয়া রাজবাড়ী মাঠে এ ঘটনা ঘটে আহত ওই নারীর নাম আন্জুমান আরা বেগম (৪২)। তিনি রামজীবনপুর গ্রামের শফিকুল ইসলাম হাবলুর স্ত্রী। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
এ নিয়ে প্রত্যক্ষদর্শী ছালমা বেগম বলেন, ‘ওএমএস এর চাল তোলা নিয়ে মহিলা কাউন্সিলরের সঙ্গে ওই নারীর তর্ক শুরু হয়। একপর্যায়ে কাউন্সলর তাঁকে কিলঘুষি মারতে শুরু করেন। পরে ওই নারী মাটিতে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলেন। বিষয়টি দেখে আরও কয়েকজন নারী তাঁকে হাসপাতালে নিয়ে যায়।’
এ ঘটনায় আহত আন্জুমান আরা বেগম বলেন, ‘আমার স্বামী অসুস্থ। সংসারের খরচ কিছু কমাতে ওএমএস এর চাউল কিনতে আসি। কিন্তু ওই কাউন্সিলর প্রতিদিন একাধিক নাম ব্যবহার করে চাউল তুলে নিয়ে যায়। আর লাইনে থাকা সাধারণ মানুষ চাউল পায় না। এ বিষয়টির প্রতিবাদ করলে ওই কাউন্সলর আমাকে মারধর করেন। একপর্যায়ে মাটিতে পড়ে গেলে সে আমার পেট ও বুকে লাথি মারে। এরপর আর কিছুই মনে নেই।’
এ নিয়ে অভিযুক্ত আইরিন পারভীন বলেন, ‘ওই মহিলার সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। তবে আজকে চাউল তোলার সময় তিনি আমাকে অশ্লীল ভাষায় গালি দেন। এ সময় আমি তাঁর মুখ চেপে ধরেছি মাত্র। তাঁকে কোনো মারধর করিনি।’ আর একাধিক ব্যক্তির নামে চাল তোলার বিষয়টি তিনি অস্বীকার করেন।
পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ওএমএসের চাল নিয়ে মারামারি এমন কোনো অভিযোগ থানায় আসেনি।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৮ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে