বগুড়া প্রতিনিধি

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে চার শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কলেজের আমচত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা ককটেল হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন। অন্যদিকে ছাত্রলীগ বলেছে, আন্দোলনকারীরাই ছাত্রলীগকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছেন। এ ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ককটেলের আঘাতে আহত শিক্ষার্থীরা হলেন সুমন রানা, মামুন, তাফসি, মিলন ও সুমন কুমার পাল। তাঁরা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসের জামিলনগর গেটে কোটা সংস্কার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাঁরা বেশ কিছু সময় স্টেশন সড়ক অবরোধ করে রাখেন। এরপর সড়ক থেকে সরে কলেজ ক্যাম্পাসে আমতলায় অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় হঠাৎ কলেজের আমচত্বরে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে চারজন আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ক্যাম্পাসে অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা কলেজ ক্যাম্পাসে মিছিল করেন।
জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, ‘আমরা সাত মাথায় অবস্থান করছিলাম। কলেজের সামনে সড়ক অবরোধের খবর পেয়ে কলেজ ক্যাম্পাসে এলে আন্দোলনকারীরা আমাদের লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটনায়।’
আজিজুল হক কলেজ ক্যাম্পাসে দায়িত্বে থাকা বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আশিক ইকবাল বলেন, যেকোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিলাদুন্নবী বলেন, সরকারি আজিজুল হক কলেজে ককটেল বিস্ফোরণে আহত চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।
এদিকে বেলা সাড়ে ১১টার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ঢাকা-রংপুর মহাসড়কের একপাশ অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টার মতো তাঁরা সড়কে অবস্থান নিয়ে কোটাবিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেন। এ সময় ওই সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এসে তাঁদের সঙ্গে কথা বললে সড়ক থেকে সরে যান।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে চার শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কলেজের আমচত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা ককটেল হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন। অন্যদিকে ছাত্রলীগ বলেছে, আন্দোলনকারীরাই ছাত্রলীগকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছেন। এ ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ককটেলের আঘাতে আহত শিক্ষার্থীরা হলেন সুমন রানা, মামুন, তাফসি, মিলন ও সুমন কুমার পাল। তাঁরা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসের জামিলনগর গেটে কোটা সংস্কার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাঁরা বেশ কিছু সময় স্টেশন সড়ক অবরোধ করে রাখেন। এরপর সড়ক থেকে সরে কলেজ ক্যাম্পাসে আমতলায় অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় হঠাৎ কলেজের আমচত্বরে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে চারজন আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ক্যাম্পাসে অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা কলেজ ক্যাম্পাসে মিছিল করেন।
জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, ‘আমরা সাত মাথায় অবস্থান করছিলাম। কলেজের সামনে সড়ক অবরোধের খবর পেয়ে কলেজ ক্যাম্পাসে এলে আন্দোলনকারীরা আমাদের লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটনায়।’
আজিজুল হক কলেজ ক্যাম্পাসে দায়িত্বে থাকা বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আশিক ইকবাল বলেন, যেকোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিলাদুন্নবী বলেন, সরকারি আজিজুল হক কলেজে ককটেল বিস্ফোরণে আহত চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।
এদিকে বেলা সাড়ে ১১টার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ঢাকা-রংপুর মহাসড়কের একপাশ অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টার মতো তাঁরা সড়কে অবস্থান নিয়ে কোটাবিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেন। এ সময় ওই সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এসে তাঁদের সঙ্গে কথা বললে সড়ক থেকে সরে যান।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৩৯ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
১ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
২ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
২ ঘণ্টা আগে