Ajker Patrika

উল্লাপাড়ায় রোপা আমন ধান রোপণে ব্যস্ত কৃষক

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 
উল্লাপাড়ায় রোপা আমন ধান রোপণে ব্যস্ত কৃষক

উল্লাপাড়ার প্রতিটি মাঠে রোপা আমন ধানের চারা রোপণ শুরু হয়েছে। বর্তমানে এ এলাকার কৃষকদের মূল ব্যস্ততা আমন নিয়েই। পাওয়ার টিলার দিয়ে জমি চাষের পর চারা রোপণে পুরুষদের পাশাপাশি নারীদেরও দেখা যাচ্ছে। আবার জমির আগাছা অপসারণ, বীজতলা থেকে চারা তোলার কাজে নারীদের বেশি দেখা যায়। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর ৮ হাজার ৮ শত হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। আবাদ হয়েছিল ৮ হাজার ৯২৫ হেক্টর জমিতে। চলতি বছর রোপা আমন চাষে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৮ হাজার ৯২৫ হেক্টর জমিতে। আর চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার ৫৫৮ মেট্রিকটন। এবারও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবং দ্বিগুণ ফলন হবে বলে আশা করা হচ্ছে। এ উপজেলায় মোট আবাদি জমির পরিমাণ ৩২ হাজার ৫৮৫ হেক্টর। 

এই বিষয়ে পৌর শহরের এনায়েতপুর গ্রামের কৃষক মোতালেব হোসেন বলেন, প্রতি বছরের মত এবারও জমি প্রস্তুত করে রোপা আমন রোপণ করা হচ্ছে। বিঘা প্রতি খরচ ৮ থেকে ১০ হাজার টাকা। আর প্রতি বিঘায় ধান পাওয়া যায় ১৫ থেকে ১৬ মণ। ১ থেকে দেড় মাস হলো বন্যার পানি না থাকায় এবারে কৃষক প্রচুর রোপা আমন লাগিয়েছে। কিন্তু বর্তমানে ৪ থেকে ৫ দিন হলো বন্যার পানি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে রোপা আমন পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। 

শিবপুর গ্রামের হাবিব হোসেন বলেন, করোনার কারণে ক্লাস বন্ধ থাকায় মাঠে ধান লাগানোর কাজ করছি। প্রতি শতাংশ জমির ধান লাগিয়ে ২৫ টাকা করে পাচ্ছি। ৫ থেকে ৭ জনের একটা দল সারা দিন কাজ করলে ৫০০ টাকা করে পাওয়া যায়। এতে সংসারের অভাব অনেকটাই দূর হয়। 

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, এ উপজেলায় রোপা আমন লাগানো এখনো শেষ হয়নি। ৫০ শতাংশ জমিতে কৃষক ধান লাগিয়েছে। এবারে লক্ষ্যমাত্রার ছাড়িয়ে যাবে। তবে গত কয়দিন বন্যার পানি ব্যাপক হারে বাড়ছে। এতে কৃষকেরা অনেকটাই হতাশায় দিন কাটাচ্ছে। বন্যা পরিস্থিতি দেখে সেপ্টেম্বর মাসের শেষের দিকেও অনেকে ধান লাগাবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত