বগুড়া প্রতিনিধি

চলমান তাপপ্রবাহে বগুড়ায় বোরো ধানের তেমন ক্ষতি না হলেও হুমকির মুখে পড়েছে গ্রীষ্মকালীন সবজিসহ বিভিন্ন ফল। সূর্যের তাপ বেশি হওয়ায় শুকিয়ে যাচ্ছে সবজি গাছ ও ফুল।
এদিকে কৃষি বিভাগ বলছে, ফসল রক্ষায় কৃষকদের সচেতন করছেন কৃষি বিভাগের মাঠ কর্মীরা।
বগুড়ার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, কোথাও ধান পাকতে শুরু করেছে আবার কোথাও ধান গাছে ফুল এসেছে। আগামী এক সপ্তাহ পর থেকে বগুড়ার পশ্চিমাঞ্চলে ধান কাটা শুরু হবে। রোদের তাপে সবজি গাছের ফুল শুকিয়ে যাচ্ছে।
কাহালু উপজেলার বেলঘড়িয়া গ্রামের কৃষক তছলিম উদ্দিন বলেন, কৃষি বিভাগের পরামর্শে তারা জমিতে পর্যাপ্ত পানি রাখছেন। কৃষকের মতে সূর্যের তাপ বেশি হলে ধানের দানা ভালো হবে।
বগুড়া সদরের রাজাপুর গ্রামের কৃষক উজ্জ্বল কুমার মোদক বলেন, রোদের তাপে পটল, ঝিঙে, ঢ্যাঁড়স, করলা গাছের ফুল শুকিয়ে যাচ্ছে এবং ফসল বাড়ছে না। ফলে উৎপাদন কমে যাচ্ছে। আম, কাঁঠাল ও লিচুর গুটি শুকিয়ে ঝড়ে পড়ছে।
নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু বলেন, জমিতে ২-৩ ইঞ্চি পরিমাণ পানি রাখার পাশাপাশি বিঘা প্রতি পাঁচ কেজি পটাশ সার প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।
কৃষি কর্মকর্তা আরও বলেন, ধান গাছে ফুল আসার সময় সূর্যের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস হলে ধান গাছের গোড়া শুকিয়ে ধান চিটা হওয়ার সম্ভাবনা থাকে। এ জন্য জমিতে পানি ধরে রাখতে হয়।
সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, এক সপ্তাহ পর থেকে ধান কাটা শুরু হবে। এ জন্য ধানের তেমন ক্ষতি হবে না। তবে গ্রীষ্মকালীন সবজি পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, করলা ছাড়াও মৌসুমি ফল আম, কাঁঠাল ও লিচু ক্ষতির মুখে পড়েছে। তাপ প্রবাহের কারণে স্প্রে মেশিন দিয়ে ফল গাছে পানি দেওয়ার পাশাপাশি গাছের গোড়ায় পর্যাপ্ত পানি দিতে হবে।

চলমান তাপপ্রবাহে বগুড়ায় বোরো ধানের তেমন ক্ষতি না হলেও হুমকির মুখে পড়েছে গ্রীষ্মকালীন সবজিসহ বিভিন্ন ফল। সূর্যের তাপ বেশি হওয়ায় শুকিয়ে যাচ্ছে সবজি গাছ ও ফুল।
এদিকে কৃষি বিভাগ বলছে, ফসল রক্ষায় কৃষকদের সচেতন করছেন কৃষি বিভাগের মাঠ কর্মীরা।
বগুড়ার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, কোথাও ধান পাকতে শুরু করেছে আবার কোথাও ধান গাছে ফুল এসেছে। আগামী এক সপ্তাহ পর থেকে বগুড়ার পশ্চিমাঞ্চলে ধান কাটা শুরু হবে। রোদের তাপে সবজি গাছের ফুল শুকিয়ে যাচ্ছে।
কাহালু উপজেলার বেলঘড়িয়া গ্রামের কৃষক তছলিম উদ্দিন বলেন, কৃষি বিভাগের পরামর্শে তারা জমিতে পর্যাপ্ত পানি রাখছেন। কৃষকের মতে সূর্যের তাপ বেশি হলে ধানের দানা ভালো হবে।
বগুড়া সদরের রাজাপুর গ্রামের কৃষক উজ্জ্বল কুমার মোদক বলেন, রোদের তাপে পটল, ঝিঙে, ঢ্যাঁড়স, করলা গাছের ফুল শুকিয়ে যাচ্ছে এবং ফসল বাড়ছে না। ফলে উৎপাদন কমে যাচ্ছে। আম, কাঁঠাল ও লিচুর গুটি শুকিয়ে ঝড়ে পড়ছে।
নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু বলেন, জমিতে ২-৩ ইঞ্চি পরিমাণ পানি রাখার পাশাপাশি বিঘা প্রতি পাঁচ কেজি পটাশ সার প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।
কৃষি কর্মকর্তা আরও বলেন, ধান গাছে ফুল আসার সময় সূর্যের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস হলে ধান গাছের গোড়া শুকিয়ে ধান চিটা হওয়ার সম্ভাবনা থাকে। এ জন্য জমিতে পানি ধরে রাখতে হয়।
সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, এক সপ্তাহ পর থেকে ধান কাটা শুরু হবে। এ জন্য ধানের তেমন ক্ষতি হবে না। তবে গ্রীষ্মকালীন সবজি পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, করলা ছাড়াও মৌসুমি ফল আম, কাঁঠাল ও লিচু ক্ষতির মুখে পড়েছে। তাপ প্রবাহের কারণে স্প্রে মেশিন দিয়ে ফল গাছে পানি দেওয়ার পাশাপাশি গাছের গোড়ায় পর্যাপ্ত পানি দিতে হবে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৫ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৬ ঘণ্টা আগে