রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে দিনব্যাপী শুরু হয়েছে বই উৎসব। এ উপলক্ষে রাজবাড়ী একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে সেটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে একই জায়গায় শেষ হয়।
শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা হয়। আলোচনা সভা শেষে পুরোনো বই-পত্রিকা, দুলর্ভ বই, বিভিন্ন পত্রিকার প্রথম সংখ্যা, পাণ্ডুলিপি প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজকের পত্রিকার উপসম্পাদক ড. জাহিদ রেজা নূর। অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দৈনিক আজকের পত্রিকার উপ-সম্পাদক ড. জাহিদ রেজা নূর বলেন, এখন পর্যন্ত বইটাই হচ্ছে সব থেকে বড় সংকেত। এর কারণ হচ্ছে বইটা হাতে নেওয়া যায়, যেকোনো সময় যেকোনো বইয়ের সঙ্গে যোগাযোগ করা যায়। ইলেকট্রিক মিডিয়ায় হয় না; তা নয়, প্রিন্টিং বইয়ের চেয়ে ডিজিটাল বইয়ের দিকে মানুষের আগ্রহ যাবে এটা সত্য। মানে স্থায়ীত্ব যেটা, যেটা আপনি সব সময় মনে করতে পারছেন আপনার সংগ্রহে রাখা যায়, সেটা কিন্তু মলাটের এই বই।’
শিক্ষাবিদ প্রাবন্ধিক ও গবেষক ড. অধ্যাপক সরকার আব্দুল মান্নান বলেন, ‘রাজবাড়ীর সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে আমরা অনেক আগে থেকেই জড়িত। আজ রাজবাড়ীতে বই উৎসবের আয়োজন করেছে সৈয়দ সিদ্দিকুর রহমান স্যারসহ তাঁর অনুসারীরা। আমি তাদের ধন্যবাদ জানাই এমন আয়োজন করার জন্য।’
রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান জানায়, ঘরে ঘরে লাইব্রেরি প্রতিষ্ঠা, ছাত্র-ছাত্রীদের পাঠাভ্যাস উন্নয়ন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে লাইব্রেরি প্রতিষ্ঠা এবং বই পড়ার ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে বই উৎসবের আয়োজন করা হয়েছে।
সৈয়দ সিদ্দিকুর রহমান আরও বলেন, বই উৎসবের মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্ম যেন বই কেনে, বই পড়ে এবং পারিবারিকভাবে লাইব্রেরি প্রতিষ্ঠা করা। দিনব্যাপী বই উৎসবে কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজন করা হয়েছে।
এ সময় বিশেষ অতিথি ছিলেন সমাজ ও সংস্কৃতি সেবক নাসিম শফি, সাবেক শিক্ষা অফিসার আজিজা খানম, ডা. ইকবাল হোসেন প্রমুখ।

রাজবাড়ীতে দিনব্যাপী শুরু হয়েছে বই উৎসব। এ উপলক্ষে রাজবাড়ী একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে সেটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে একই জায়গায় শেষ হয়।
শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা হয়। আলোচনা সভা শেষে পুরোনো বই-পত্রিকা, দুলর্ভ বই, বিভিন্ন পত্রিকার প্রথম সংখ্যা, পাণ্ডুলিপি প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজকের পত্রিকার উপসম্পাদক ড. জাহিদ রেজা নূর। অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দৈনিক আজকের পত্রিকার উপ-সম্পাদক ড. জাহিদ রেজা নূর বলেন, এখন পর্যন্ত বইটাই হচ্ছে সব থেকে বড় সংকেত। এর কারণ হচ্ছে বইটা হাতে নেওয়া যায়, যেকোনো সময় যেকোনো বইয়ের সঙ্গে যোগাযোগ করা যায়। ইলেকট্রিক মিডিয়ায় হয় না; তা নয়, প্রিন্টিং বইয়ের চেয়ে ডিজিটাল বইয়ের দিকে মানুষের আগ্রহ যাবে এটা সত্য। মানে স্থায়ীত্ব যেটা, যেটা আপনি সব সময় মনে করতে পারছেন আপনার সংগ্রহে রাখা যায়, সেটা কিন্তু মলাটের এই বই।’
শিক্ষাবিদ প্রাবন্ধিক ও গবেষক ড. অধ্যাপক সরকার আব্দুল মান্নান বলেন, ‘রাজবাড়ীর সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে আমরা অনেক আগে থেকেই জড়িত। আজ রাজবাড়ীতে বই উৎসবের আয়োজন করেছে সৈয়দ সিদ্দিকুর রহমান স্যারসহ তাঁর অনুসারীরা। আমি তাদের ধন্যবাদ জানাই এমন আয়োজন করার জন্য।’
রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান জানায়, ঘরে ঘরে লাইব্রেরি প্রতিষ্ঠা, ছাত্র-ছাত্রীদের পাঠাভ্যাস উন্নয়ন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে লাইব্রেরি প্রতিষ্ঠা এবং বই পড়ার ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে বই উৎসবের আয়োজন করা হয়েছে।
সৈয়দ সিদ্দিকুর রহমান আরও বলেন, বই উৎসবের মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্ম যেন বই কেনে, বই পড়ে এবং পারিবারিকভাবে লাইব্রেরি প্রতিষ্ঠা করা। দিনব্যাপী বই উৎসবে কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজন করা হয়েছে।
এ সময় বিশেষ অতিথি ছিলেন সমাজ ও সংস্কৃতি সেবক নাসিম শফি, সাবেক শিক্ষা অফিসার আজিজা খানম, ডা. ইকবাল হোসেন প্রমুখ।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে