আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

গ্রামের মধ্যে মধ্যরাতে চলছিল খিচুড়ি রান্না। রান্নার শেষ পর্যায়ে সেখানে হাজির হন বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। তাঁর নির্দেশে রান্না করা খাবারের মধ্যে ঢেলে দেওয়া হয় আবর্জনা।
অভিযোগ উঠেছে, এসি ল্যান্ড ফিরোজ হোসেনের নির্দেশে তাঁর গাড়ির চালক হযরত আলী খিচুড়ির মধ্যে ছাগলের বিষ্ঠাসহ আবর্জনা ছিটিয়ে দেন। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (১৯ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের কেশরতা গ্রামে।
খোঁজ নিয়ে জানা যায়, আদমদীঘিতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ২১ মে। নির্বাচন উপলক্ষে এলাকায় টহল দিচ্ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। গতকাল রাতে সদর ইউনিয়নের কেশরতা গ্রামের শ খানেক নারী-পুরুষ মিলে রান্না করছিলেন। এসি ল্যান্ড ফিরোজ হোসেন পাশ দিয়ে যাওয়ার সময় অনেক লোকজন দেখে গাড়ি থামিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে গাড়ির চালককে রাস্তার আবর্জনা উঠিয়ে খিচুড়ির পাতিলে দেওয়ার নির্দেশ দেন। চালক সঙ্গে সঙ্গে রান্না করা খাবারের মধ্যে আবর্জনা ছিটিয়ে দেন।
এ ঘটনায় ক্ষুব্ধ কয়েকজন বলেন, কোনো অন্যায় করে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু রান্না করা খাবারের মধ্যে আবর্জনা দেওয়া মোটেও কাম্য নয়।
ওই গ্রামের মকলেছুর রহমান বলেন, এক পোয়া চাল আর ৫০ টাকা করে চাঁদা দিয়ে আমরা পিকনিকের আয়োজন করি। খিচুড়ি রান্নার শেষ পর্যায়ে হঠাৎ এসি ল্যান্ড এসে আমাদের জিজ্ঞেস করেন, কোনো প্রার্থী আমাদের খাওয়াচ্ছে কি না। আমরা পিকনিকের চাঁদার তালিকা তাঁকে দেখাই। এরপরও তাঁর নির্দেশে প্রথমে জ্বলন্ত চুলাতে পানি ঢেলে দেওয়া হয়। এরপর রান্না করা খিচুড়ির পাতিলের মধ্যে ছাগলের বিষ্ঠাসহ ময়লা-আবর্জনা ছিটিয়ে দেন এসি ল্যান্ডের চালক।
মকলেছুর ক্ষোভের সঙ্গে বলেন, ‘একজনের খাবার কীভাবে নষ্ট করে, তা আমি আমার জীবনে দেখিনি! এটা খুব অমানবিক কাজ করেছেন তিনি।’
একই কথা বলেন গ্রামের বাসিন্দা সুলতানা। তিনি বলেন, ‘আমরা চাঁদা তুলে পিকনিকের আয়োজন করে রান্না করছিলাম। কিন্তু খাবারের মধ্যে ময়লা-আবর্জনা দিয়েছে। আমাদের সারা রাত না খেয়ে থাকতে হয়েছে। এটা ঠিক হয়নি।’
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোনকল ও এসএমএম পাঠালেও সাড়া দেননি সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন।
মোবাইল ফোনে ঘটনাটি জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা রুমানা আফরোজ বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘নির্বাচন শেষ হলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

গ্রামের মধ্যে মধ্যরাতে চলছিল খিচুড়ি রান্না। রান্নার শেষ পর্যায়ে সেখানে হাজির হন বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। তাঁর নির্দেশে রান্না করা খাবারের মধ্যে ঢেলে দেওয়া হয় আবর্জনা।
অভিযোগ উঠেছে, এসি ল্যান্ড ফিরোজ হোসেনের নির্দেশে তাঁর গাড়ির চালক হযরত আলী খিচুড়ির মধ্যে ছাগলের বিষ্ঠাসহ আবর্জনা ছিটিয়ে দেন। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (১৯ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের কেশরতা গ্রামে।
খোঁজ নিয়ে জানা যায়, আদমদীঘিতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ২১ মে। নির্বাচন উপলক্ষে এলাকায় টহল দিচ্ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। গতকাল রাতে সদর ইউনিয়নের কেশরতা গ্রামের শ খানেক নারী-পুরুষ মিলে রান্না করছিলেন। এসি ল্যান্ড ফিরোজ হোসেন পাশ দিয়ে যাওয়ার সময় অনেক লোকজন দেখে গাড়ি থামিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে গাড়ির চালককে রাস্তার আবর্জনা উঠিয়ে খিচুড়ির পাতিলে দেওয়ার নির্দেশ দেন। চালক সঙ্গে সঙ্গে রান্না করা খাবারের মধ্যে আবর্জনা ছিটিয়ে দেন।
এ ঘটনায় ক্ষুব্ধ কয়েকজন বলেন, কোনো অন্যায় করে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু রান্না করা খাবারের মধ্যে আবর্জনা দেওয়া মোটেও কাম্য নয়।
ওই গ্রামের মকলেছুর রহমান বলেন, এক পোয়া চাল আর ৫০ টাকা করে চাঁদা দিয়ে আমরা পিকনিকের আয়োজন করি। খিচুড়ি রান্নার শেষ পর্যায়ে হঠাৎ এসি ল্যান্ড এসে আমাদের জিজ্ঞেস করেন, কোনো প্রার্থী আমাদের খাওয়াচ্ছে কি না। আমরা পিকনিকের চাঁদার তালিকা তাঁকে দেখাই। এরপরও তাঁর নির্দেশে প্রথমে জ্বলন্ত চুলাতে পানি ঢেলে দেওয়া হয়। এরপর রান্না করা খিচুড়ির পাতিলের মধ্যে ছাগলের বিষ্ঠাসহ ময়লা-আবর্জনা ছিটিয়ে দেন এসি ল্যান্ডের চালক।
মকলেছুর ক্ষোভের সঙ্গে বলেন, ‘একজনের খাবার কীভাবে নষ্ট করে, তা আমি আমার জীবনে দেখিনি! এটা খুব অমানবিক কাজ করেছেন তিনি।’
একই কথা বলেন গ্রামের বাসিন্দা সুলতানা। তিনি বলেন, ‘আমরা চাঁদা তুলে পিকনিকের আয়োজন করে রান্না করছিলাম। কিন্তু খাবারের মধ্যে ময়লা-আবর্জনা দিয়েছে। আমাদের সারা রাত না খেয়ে থাকতে হয়েছে। এটা ঠিক হয়নি।’
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোনকল ও এসএমএম পাঠালেও সাড়া দেননি সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন।
মোবাইল ফোনে ঘটনাটি জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা রুমানা আফরোজ বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘নির্বাচন শেষ হলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
৬ মিনিট আগে
রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৫ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৬ ঘণ্টা আগে