বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলার প্রধান সড়কটির (বাগাতিপাড়া–নাটোর সড়ক) উপজেলা সদর থেকে বিহাড়কল পর্যন্ত দুই কিলোমিটার অংশ কয়েক বছর ধরে বেহাল। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। সড়ক সংস্কারের দাবিতে উপজেলার প্রাণকেন্দ্র পৌরসভার সোনা পাতিল এলাকায় আজ রোববার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই এক ঘণ্টা সময় গাছ ফেলে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে সাময়িক বিড়ম্বনার শিকার হয়েছেন চলাচলকারীরা। পরে পৌর মেয়র এ কে এম শরিফুল ইসলাম লেলিনের আশ্বাসে সড়কের ওপর থেকে গাছ সরিয়ে নেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এটি উপজেলার প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে বেহাল। কর্তৃপক্ষের এর প্রতি কোনো নজর নেই। অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন ৮ থেকে ১০টি স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীর গাড়ি, উপজেলার সরকারি সমস্ত দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বাগাতিপাড়া ও আশপাশের কয়েকটি উপজেলার হাজারো মানুষ ও গাড়ি চলাচল করে। এই চলাচলের সময় সড়কের বড় গর্তগুলোতে পড়ে ঘটছে দুর্ঘটনা। সামান্য বৃষ্টিতে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়ছে সড়ক। চলাচলের সময় মানুষের পোশাক ও শরীর কাদায় মেখে যায়। তাই অতি দ্রুত সড়কটির টেকসই সংস্কারের দাবি জানান তাঁরা। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সতর্ক করে দেন বক্তারা।
মানববন্ধনে উপস্থিত স্থানীয় বাসিন্দা সাথী খাতুন বলেন, সড়কটির এমনই বেহাল যে সামান্য বৃষ্টি হলেই ছেলে-মেয়েরা বিদ্যালয়ে যেতে চায় না। মানুষ চলাচলের কোনো রকম পরিস্থিতি থাকে না। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানাই।
সোনাপাতিল মহল্লার রুহুল আমীন বলেন, মেয়রের আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। কিন্তু দ্রুত টেকসই সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা না হলে পৌর এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
এদিকে গাছ ফেলে সড়ক বন্ধ করার খবর পেয়ে পৌর মেয়র এ কে এম শরিফুল ইসলাম লেলিন মানববন্ধনে উপস্থিত হন। তিনি বলেন, পৌরসভাটি তৃতীয় শ্রেণির হওয়ায় বরাদ্দ খুবই কম, যা দিয়ে এই ব্যয়বহুল বড় সড়কের কাজ করা সম্ভব হচ্ছে না। তবে জনদুর্ভোগের কথা চিন্তা করে দুই-এক দিনের মধ্যেই ইট দিয়ে সড়কটি চলাচলের উপযোগী করে দেওয়া হবে। আরসিসি ঢালাই দিয়ে টেকসই সড়ক নির্মাণের জন্য অনেক আগে থেকেই উপজেলা প্রকৌশল দপ্তরের সঙ্গে যৌথভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করা যায় শিগগিরই তা বাস্তবায়ন করা সম্ভব হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার আজকের পত্রিকাকে বলেন, সড়কটি সংস্কারে টেকসই ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রকৌশল দপ্তর ও পৌর কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছেন। আশা করছি খুব দ্রুতই এর সমাধান হয়ে যাবে।

নাটোরের বাগাতিপাড়া উপজেলার প্রধান সড়কটির (বাগাতিপাড়া–নাটোর সড়ক) উপজেলা সদর থেকে বিহাড়কল পর্যন্ত দুই কিলোমিটার অংশ কয়েক বছর ধরে বেহাল। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। সড়ক সংস্কারের দাবিতে উপজেলার প্রাণকেন্দ্র পৌরসভার সোনা পাতিল এলাকায় আজ রোববার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই এক ঘণ্টা সময় গাছ ফেলে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে সাময়িক বিড়ম্বনার শিকার হয়েছেন চলাচলকারীরা। পরে পৌর মেয়র এ কে এম শরিফুল ইসলাম লেলিনের আশ্বাসে সড়কের ওপর থেকে গাছ সরিয়ে নেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এটি উপজেলার প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে বেহাল। কর্তৃপক্ষের এর প্রতি কোনো নজর নেই। অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন ৮ থেকে ১০টি স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীর গাড়ি, উপজেলার সরকারি সমস্ত দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বাগাতিপাড়া ও আশপাশের কয়েকটি উপজেলার হাজারো মানুষ ও গাড়ি চলাচল করে। এই চলাচলের সময় সড়কের বড় গর্তগুলোতে পড়ে ঘটছে দুর্ঘটনা। সামান্য বৃষ্টিতে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়ছে সড়ক। চলাচলের সময় মানুষের পোশাক ও শরীর কাদায় মেখে যায়। তাই অতি দ্রুত সড়কটির টেকসই সংস্কারের দাবি জানান তাঁরা। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সতর্ক করে দেন বক্তারা।
মানববন্ধনে উপস্থিত স্থানীয় বাসিন্দা সাথী খাতুন বলেন, সড়কটির এমনই বেহাল যে সামান্য বৃষ্টি হলেই ছেলে-মেয়েরা বিদ্যালয়ে যেতে চায় না। মানুষ চলাচলের কোনো রকম পরিস্থিতি থাকে না। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানাই।
সোনাপাতিল মহল্লার রুহুল আমীন বলেন, মেয়রের আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। কিন্তু দ্রুত টেকসই সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা না হলে পৌর এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
এদিকে গাছ ফেলে সড়ক বন্ধ করার খবর পেয়ে পৌর মেয়র এ কে এম শরিফুল ইসলাম লেলিন মানববন্ধনে উপস্থিত হন। তিনি বলেন, পৌরসভাটি তৃতীয় শ্রেণির হওয়ায় বরাদ্দ খুবই কম, যা দিয়ে এই ব্যয়বহুল বড় সড়কের কাজ করা সম্ভব হচ্ছে না। তবে জনদুর্ভোগের কথা চিন্তা করে দুই-এক দিনের মধ্যেই ইট দিয়ে সড়কটি চলাচলের উপযোগী করে দেওয়া হবে। আরসিসি ঢালাই দিয়ে টেকসই সড়ক নির্মাণের জন্য অনেক আগে থেকেই উপজেলা প্রকৌশল দপ্তরের সঙ্গে যৌথভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করা যায় শিগগিরই তা বাস্তবায়ন করা সম্ভব হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার আজকের পত্রিকাকে বলেন, সড়কটি সংস্কারে টেকসই ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রকৌশল দপ্তর ও পৌর কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছেন। আশা করছি খুব দ্রুতই এর সমাধান হয়ে যাবে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৩ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৩ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৩ ঘণ্টা আগে