রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে একজন বিচারকের গাড়ি থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। এ সময় ওই বিচারক তিন কিশোর ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মদিনানগর এলাকায় এ ঘটনা ঘটে। আজ শুক্রবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।
জানা যায়, বিচারকের নাম এম এম হুমায়ুন কবীর। রাজশাহীর দুর্গাপুর উপজেলায় তাঁর বাড়ি। প্রথম শ্রেণির এই জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁপাইনবাবগঞ্জে কর্মরত আছেন। রাতের ঘটনার বিবরণ দিয়ে শুক্রবার দুপুরে তিনি নিজের ফেসবুক আইডিতে ছিনতাইকারীদের ছবি পোস্ট করেছেন।
বিচারক এম এম হুমায়ুন কবীর লিখেছেন, ‘নেশাগ্রস্ত তিন ছিনতাইকারী। বয়স আন্ডার দ্য ম্যাচুউরিটি। ছিনতাইয়ের চেষ্টায় আমার গাড়িকে টার্গেট, হাতেনাতে ধৃত এবং পুলিশে সোপর্দ। তারা বুঝতে পারেনি প্রোটেকশন (পিস্তল) আমার সঙ্গেই ছিল। নেশার যন্ত্রণায় নিজের হাত নিজে কেটেছে তারা। গতকাল বৃহস্পতিবার রাতে ঘটনাটি রাজশাহী চন্দ্রিমা থানার পাশে ঘটেছে।’
অভিভাবকদের সন্তানদের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি ফেসবুকে আরও লিখেছেন, ‘নিজের সন্তানের প্রতি যত্নবান হোন। খেয়াল রাখুন তারা কী করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে মেলামেশা করছে। এটা আপনারই দায়িত্ব এবং কর্তব্য।’
এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, ‘বিচারককে ছিনতাইয়ের জন্য টার্গেট করা হলে তিনি তাদের ধরে ফেলেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং তিন কিশোরকে আটক করে। এ সময় তল্লাশি করা হলে তিনজনের কাছে সাত গ্রাম হেরোইন পাওয়া যায়। তাই পুলিশ বাদী হয়ে এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। আজ শুক্রবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।’

রাজশাহীতে একজন বিচারকের গাড়ি থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। এ সময় ওই বিচারক তিন কিশোর ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মদিনানগর এলাকায় এ ঘটনা ঘটে। আজ শুক্রবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।
জানা যায়, বিচারকের নাম এম এম হুমায়ুন কবীর। রাজশাহীর দুর্গাপুর উপজেলায় তাঁর বাড়ি। প্রথম শ্রেণির এই জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁপাইনবাবগঞ্জে কর্মরত আছেন। রাতের ঘটনার বিবরণ দিয়ে শুক্রবার দুপুরে তিনি নিজের ফেসবুক আইডিতে ছিনতাইকারীদের ছবি পোস্ট করেছেন।
বিচারক এম এম হুমায়ুন কবীর লিখেছেন, ‘নেশাগ্রস্ত তিন ছিনতাইকারী। বয়স আন্ডার দ্য ম্যাচুউরিটি। ছিনতাইয়ের চেষ্টায় আমার গাড়িকে টার্গেট, হাতেনাতে ধৃত এবং পুলিশে সোপর্দ। তারা বুঝতে পারেনি প্রোটেকশন (পিস্তল) আমার সঙ্গেই ছিল। নেশার যন্ত্রণায় নিজের হাত নিজে কেটেছে তারা। গতকাল বৃহস্পতিবার রাতে ঘটনাটি রাজশাহী চন্দ্রিমা থানার পাশে ঘটেছে।’
অভিভাবকদের সন্তানদের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি ফেসবুকে আরও লিখেছেন, ‘নিজের সন্তানের প্রতি যত্নবান হোন। খেয়াল রাখুন তারা কী করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে মেলামেশা করছে। এটা আপনারই দায়িত্ব এবং কর্তব্য।’
এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, ‘বিচারককে ছিনতাইয়ের জন্য টার্গেট করা হলে তিনি তাদের ধরে ফেলেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং তিন কিশোরকে আটক করে। এ সময় তল্লাশি করা হলে তিনজনের কাছে সাত গ্রাম হেরোইন পাওয়া যায়। তাই পুলিশ বাদী হয়ে এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। আজ শুক্রবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।’

শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
৫ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১৩ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৮ মিনিট আগে
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাঁদের মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁরা আদালতের বিচারক সজীব চৌধুরী তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে নিরাপত্তার আশ্বাস দিয়ে হাসপাতালে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনার সত্যতা
৩৭ মিনিট আগে