
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলস্টেশন থেকে হারিয়ে গেছেন এক বাক্প্রতিবন্ধী ব্যক্তি। নিখোঁজ ব্যক্তির নাম জিল্লার রহমান মণ্ডল (৬০)। তিনি উল্লাপাড়া উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় কামারখন্দ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন নিখোঁজ ব্যক্তির ভাতিজা মইদুল ইসলাম।
তবে এ বিষয়ে জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফকে কল দিলে তিনি রিসিভ করেননি।
জানা গেছে, গত শুক্রবার (১৩ জুন) সকালে রাজশাহীতে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে জামতৈল রেলস্টেশনে আসেন জিল্লার রহমান। তাঁর সঙ্গে আরও পাঁচজন ছিলেন। বাকি চারজন ঠিকঠাক ট্রেনে উঠলেও একজন তাঁদের সঙ্গে উঠতে ব্যর্থ হন। এতে অন্য সঙ্গীরা ভেবেছিলেন, হয়তো জিল্লার রহমান ট্রেন মিস করেছেন। কিন্তু পরে নিখোঁজ ব্যক্তির পরিবার জানতে পারেন, তিনি ট্রেনে উঠেছিলেন, তবে এর পর থেকে আর তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ জিল্লার রহমানের ভাতিজা মইদুল ইসলাম বলেন, ‘আমার চাচার পরনে ছিল মিষ্টি রঙের ফুলহাতা শার্ট ও সাদা চেক লুঙ্গি। গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি।’
পরিবারের সদস্যরা জানান, মানসিক ও বাক্প্রতিবন্ধিতার কারণে একা চলাফেরা করা তাঁর (জিল্লার রহমান) পক্ষে কঠিন। তাই তাঁকে দ্রুত খুঁজে পাওয়া অত্যন্ত জরুরি।
নিখোঁজ জিল্লার রহমান সম্পর্কে কারও কোনো তথ্য জানা থাকলে ০১৭৪৭০১১৩৩৭ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তাঁর পরিবার।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৭ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৭ মিনিট আগে