পাবনা প্রতিনিধি

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ৫ লাখ দক্ষ চালক তৈরি করতে প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ঘুষ ছাড়া বিনা পয়সায় লাইসেন্স দেওয়ারও পরিকল্পনা নিয়েছে সরকার। হাইওয়ে পুলিশ, পুলিশ, বিআরটিএকে দক্ষ ও জনবল বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের প্রশিক্ষণ ও সচেতন করতে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করতে হবে।
আজ শুক্রবার দুপুরে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, মহাসড়কে গাড়িচালকদের বিশ্রামের জন্য দেশে সবচেয়ে বড় চারটি হাইওয়ে টার্মিনালের কাজ চলছে। রাস্তা পরিষ্কার রাখা এবং ফুটপাত দখলমুক্ত করে চলাচলের উপযোগী রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের অশ্রমিক এই ইউনিয়নের সদস্য থাকতে পারবেন না। একই সঙ্গে কোনো ধরনের চাঁদাবাজি করা যাবে না। সড়ক দুর্ঘটনা রোধে চালকদের পাশাপাশি যাত্রী ও সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
শাজাহান খান বলেন, পরিবহন সেক্টর হচ্ছে বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরকে খাটো করে দেখা চলবে না। খালেদা জিয়া পরিবহন সেক্টরকে জ্বালাও-পোড়াও করেছিলেন। পরিবহন শ্রমিকেরা আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করেছেন। একটি গণতান্ত্রিক নিয়মের মাধ্যমে শ্রমিক ফেডারেশনের নির্বাচন হবে।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সরদার মিঠু আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক কামিল হোসেন প্রমুখ।
পরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি রফিকুল ইসলামকে আহ্বায়ক করে ৯ সদস্যবিশিষ্ট পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন শাজাহান খান। তিনি জানান, তারা আগামী তিন মাসের মধ্যে সবাইকে নিয়ে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের আয়োজন করবেন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ৫ লাখ দক্ষ চালক তৈরি করতে প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ঘুষ ছাড়া বিনা পয়সায় লাইসেন্স দেওয়ারও পরিকল্পনা নিয়েছে সরকার। হাইওয়ে পুলিশ, পুলিশ, বিআরটিএকে দক্ষ ও জনবল বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের প্রশিক্ষণ ও সচেতন করতে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করতে হবে।
আজ শুক্রবার দুপুরে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, মহাসড়কে গাড়িচালকদের বিশ্রামের জন্য দেশে সবচেয়ে বড় চারটি হাইওয়ে টার্মিনালের কাজ চলছে। রাস্তা পরিষ্কার রাখা এবং ফুটপাত দখলমুক্ত করে চলাচলের উপযোগী রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের অশ্রমিক এই ইউনিয়নের সদস্য থাকতে পারবেন না। একই সঙ্গে কোনো ধরনের চাঁদাবাজি করা যাবে না। সড়ক দুর্ঘটনা রোধে চালকদের পাশাপাশি যাত্রী ও সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
শাজাহান খান বলেন, পরিবহন সেক্টর হচ্ছে বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরকে খাটো করে দেখা চলবে না। খালেদা জিয়া পরিবহন সেক্টরকে জ্বালাও-পোড়াও করেছিলেন। পরিবহন শ্রমিকেরা আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করেছেন। একটি গণতান্ত্রিক নিয়মের মাধ্যমে শ্রমিক ফেডারেশনের নির্বাচন হবে।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সরদার মিঠু আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক কামিল হোসেন প্রমুখ।
পরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি রফিকুল ইসলামকে আহ্বায়ক করে ৯ সদস্যবিশিষ্ট পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন শাজাহান খান। তিনি জানান, তারা আগামী তিন মাসের মধ্যে সবাইকে নিয়ে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের আয়োজন করবেন।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
২৮ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে