মান্দা (নওগাঁ) প্রতিনিধি

খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যিশুখ্রিষ্টের জন্মতিথি শুভ বড়দিন উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলার কালিসফা পল্লিতে বিভিন্ন রঙের কাগজ দিয়ে চলছে গির্জা সাজানোর কাজ। এরই মধ্যে গির্জার ভেতরে সাজানোর কাজ শেষ হয়েছে। গির্জার বাইরে সাজানোর পর করা হবে আলোকসজ্জার কাজ। একই সঙ্গে চলছে বিভিন্ন আচার-অনুষ্ঠানের প্রস্তুতি।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কালিসফা পল্লিতে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। বড়দিনকে ঘিরে পল্লিজুড়ে চলছে উৎসবের আমেজ।
গ্রামের যুবক দেবাশীষ পাহান বলেন, ‘বড়দিন উপলক্ষে ফাদারের নির্দেশে গির্জা সাজানোর কাজ করছি। পল্লির কয়েকজন কিশোর এ কাজে আমাকে সহায়তা করছে। গির্জা সাজানোর পর আলোকসজ্জা করা হবে। বড়দিনে আমরা নাচ-গান করব। যিশুর নামকীর্তন হবে। বছরের এই দিনটির জন্য পল্লির সব বয়সের লোকজন অপেক্ষায় থাকে।’
কালিসফা আদিবাসী পল্লির গ্রামপ্রধান সুরেশ পাহান বলেন, ‘বড়দিন উপলক্ষে গির্জার ফাদারের নেতৃত্বে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল শনিবার বিভিন্ন আচার-অনুষ্ঠানের পর প্রীতিভোজের আয়োজন রয়েছে।’
সুরেশ পাহান আরও বলেন, ‘অতীতে অনুষ্ঠান করতে কোনো সমস্যা হয়নি। আশা করছি এবারও হবে না। করোনার কারণে গত বছরের অনুষ্ঠান অনেকটা ছোট করে করা হয়েছিল।’
কালিসফা গির্জার ফাদার হারুন হেমব্রম জানান, এ অঞ্চলের কৃষ্টি-কালচারের ওপর ভিত্তি করে গির্জার ভেতরে খড় দিয়ে প্রতীকী গোশালা প্রস্তুত করা হয়েছে। আজ শুক্রবার রাত ৯টায় মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে বড়দিনের অনুষ্ঠান শুরু হবে। এরপর প্রার্থনা, গান, পবিত্র বাইবেল পাঠ, পবিত্র খ্রিষ্টজাগ ও যিশুর নামকীর্তন হবে।
হারুন হেমব্রম আরও বলেন, ‘আগামীকাল শনিবার সকালে একইভাবে মোমবাতি প্রজ্বালনসহ বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনভর পালন করা হবে যিশুখ্রিষ্টের জন্মদিন।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘বড়দিনের অনুষ্ঠানে নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে কালিসফা পল্লিতে পুলিশ মোতায়েন থাকবে।’
উল্লেখ্য, মান্দা উপজেলার কালিসফাসহ চোয়াপুর, কবুলপুর, জয়বাংলা ও কুসুম্বা গির্জায় বড়দিনের উৎসব পালন করা হবে।

খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যিশুখ্রিষ্টের জন্মতিথি শুভ বড়দিন উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলার কালিসফা পল্লিতে বিভিন্ন রঙের কাগজ দিয়ে চলছে গির্জা সাজানোর কাজ। এরই মধ্যে গির্জার ভেতরে সাজানোর কাজ শেষ হয়েছে। গির্জার বাইরে সাজানোর পর করা হবে আলোকসজ্জার কাজ। একই সঙ্গে চলছে বিভিন্ন আচার-অনুষ্ঠানের প্রস্তুতি।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কালিসফা পল্লিতে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। বড়দিনকে ঘিরে পল্লিজুড়ে চলছে উৎসবের আমেজ।
গ্রামের যুবক দেবাশীষ পাহান বলেন, ‘বড়দিন উপলক্ষে ফাদারের নির্দেশে গির্জা সাজানোর কাজ করছি। পল্লির কয়েকজন কিশোর এ কাজে আমাকে সহায়তা করছে। গির্জা সাজানোর পর আলোকসজ্জা করা হবে। বড়দিনে আমরা নাচ-গান করব। যিশুর নামকীর্তন হবে। বছরের এই দিনটির জন্য পল্লির সব বয়সের লোকজন অপেক্ষায় থাকে।’
কালিসফা আদিবাসী পল্লির গ্রামপ্রধান সুরেশ পাহান বলেন, ‘বড়দিন উপলক্ষে গির্জার ফাদারের নেতৃত্বে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল শনিবার বিভিন্ন আচার-অনুষ্ঠানের পর প্রীতিভোজের আয়োজন রয়েছে।’
সুরেশ পাহান আরও বলেন, ‘অতীতে অনুষ্ঠান করতে কোনো সমস্যা হয়নি। আশা করছি এবারও হবে না। করোনার কারণে গত বছরের অনুষ্ঠান অনেকটা ছোট করে করা হয়েছিল।’
কালিসফা গির্জার ফাদার হারুন হেমব্রম জানান, এ অঞ্চলের কৃষ্টি-কালচারের ওপর ভিত্তি করে গির্জার ভেতরে খড় দিয়ে প্রতীকী গোশালা প্রস্তুত করা হয়েছে। আজ শুক্রবার রাত ৯টায় মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে বড়দিনের অনুষ্ঠান শুরু হবে। এরপর প্রার্থনা, গান, পবিত্র বাইবেল পাঠ, পবিত্র খ্রিষ্টজাগ ও যিশুর নামকীর্তন হবে।
হারুন হেমব্রম আরও বলেন, ‘আগামীকাল শনিবার সকালে একইভাবে মোমবাতি প্রজ্বালনসহ বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনভর পালন করা হবে যিশুখ্রিষ্টের জন্মদিন।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘বড়দিনের অনুষ্ঠানে নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে কালিসফা পল্লিতে পুলিশ মোতায়েন থাকবে।’
উল্লেখ্য, মান্দা উপজেলার কালিসফাসহ চোয়াপুর, কবুলপুর, জয়বাংলা ও কুসুম্বা গির্জায় বড়দিনের উৎসব পালন করা হবে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে