Ajker Patrika

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহীর এমপি বাদশা ও আ.লীগ প্রার্থী কামালকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ২১: ৩৩
আচরণবিধি লঙ্ঘন: রাজশাহীর এমপি বাদশা ও আ.লীগ প্রার্থী কামালকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় রাজশাহী-২ (সদর) আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি ফজলে হোসেন বাদশা এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে শোকজ করা হয়েছে। 

আজ সোমবার রাজশাহী-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ (অতিরিক্ত আদালত) বিকাশ কুমার বসাক স্বাক্ষরিত দুই প্রার্থীকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। 

আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় মোহাম্মদ আলী কামালকে ৬ ডিসেম্বর বেলা ৩টায় এবং ফজলে হোসেন বাদশাকে পরের দিন ৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ৩টায় সশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে রাজশাহী-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজের (অতিরিক্ত আদালত) কার্যালয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামালকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটি জানতে পেরেছে যে ৩ ডিসেম্বর রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে শান্তি মিছিল ও সমাবেশ করা হয়। 

এ কর্মসূচির সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়। এটি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮-এর বিধি ৬ (ঘ) বিধি লঙ্ঘন। এটি নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে। 

অন্যদিকে ওয়ার্কার্স পার্টির প্রার্থী এমপি বাদশাকে কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, তাঁর পক্ষে দলীয় নেতা-কর্মীরা ৩ ডিসেম্বর মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় মিছিল ও সমাবেশ করেছেন। এ কর্মসূচির সংবাদও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এটি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮-এর বিধি ৬ (ঘ) ও ১২ নম্বর বিধি লঙ্ঘন। এটি নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত