নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় রাজশাহী-২ (সদর) আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি ফজলে হোসেন বাদশা এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে শোকজ করা হয়েছে।
আজ সোমবার রাজশাহী-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ (অতিরিক্ত আদালত) বিকাশ কুমার বসাক স্বাক্ষরিত দুই প্রার্থীকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে।
আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় মোহাম্মদ আলী কামালকে ৬ ডিসেম্বর বেলা ৩টায় এবং ফজলে হোসেন বাদশাকে পরের দিন ৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ৩টায় সশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে রাজশাহী-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজের (অতিরিক্ত আদালত) কার্যালয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামালকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটি জানতে পেরেছে যে ৩ ডিসেম্বর রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে শান্তি মিছিল ও সমাবেশ করা হয়।
এ কর্মসূচির সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়। এটি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮-এর বিধি ৬ (ঘ) বিধি লঙ্ঘন। এটি নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে।
অন্যদিকে ওয়ার্কার্স পার্টির প্রার্থী এমপি বাদশাকে কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, তাঁর পক্ষে দলীয় নেতা-কর্মীরা ৩ ডিসেম্বর মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় মিছিল ও সমাবেশ করেছেন। এ কর্মসূচির সংবাদও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এটি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮-এর বিধি ৬ (ঘ) ও ১২ নম্বর বিধি লঙ্ঘন। এটি নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় রাজশাহী-২ (সদর) আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি ফজলে হোসেন বাদশা এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে শোকজ করা হয়েছে।
আজ সোমবার রাজশাহী-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ (অতিরিক্ত আদালত) বিকাশ কুমার বসাক স্বাক্ষরিত দুই প্রার্থীকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে।
আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় মোহাম্মদ আলী কামালকে ৬ ডিসেম্বর বেলা ৩টায় এবং ফজলে হোসেন বাদশাকে পরের দিন ৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ৩টায় সশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে রাজশাহী-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজের (অতিরিক্ত আদালত) কার্যালয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামালকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটি জানতে পেরেছে যে ৩ ডিসেম্বর রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে শান্তি মিছিল ও সমাবেশ করা হয়।
এ কর্মসূচির সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়। এটি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮-এর বিধি ৬ (ঘ) বিধি লঙ্ঘন। এটি নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে।
অন্যদিকে ওয়ার্কার্স পার্টির প্রার্থী এমপি বাদশাকে কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, তাঁর পক্ষে দলীয় নেতা-কর্মীরা ৩ ডিসেম্বর মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় মিছিল ও সমাবেশ করেছেন। এ কর্মসূচির সংবাদও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এটি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮-এর বিধি ৬ (ঘ) ও ১২ নম্বর বিধি লঙ্ঘন। এটি নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে