সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় বাসচাপায় ও ঈশ্বরদীতে ট্রাকচাপায় বিএনপির নেতাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ বৃহস্পতিবার দুই উপজেলায় এ ঘটনা ঘটে।
সাঁথিয়ায় নিহত ব্যক্তির নাম জয়নাল আবেদীন (৭০)। তিনি উপজেলার সোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন। এলাকাবাসী জানিয়েছেন, জয়নাল আবেদীন ভোরে হাঁটতে বেরিয়েছিলেন। এ সময় মাধপুর বাজারসংলগ্ন এলাকায় একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এদিকে জেলার ঈশ্বরদী উপজেলায় ট্রাকচাপায় বিল্লাল হোসেন প্রামাণিক (৪৫) নামের এক বিএনপি নেতা মারা গেছেন। এ সময় আহত হন তাঁর স্ত্রী, ছেলে-মেয়েসহ তিনজন। আজ বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী-পাবনা আঞ্চলিক মহাসড়কের দাশুড়িয়ায় পাবনা চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিল্লাল হোসেন উপজেলার ছলিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভাড়ইমারী মাথালপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমান প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে বিল্লাল হোসেন, স্ত্রী রুপালি বেগম (৩৭), ছেলে তানজিল (১০) ও মেয়ে বুশরাকে (১৪) নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। তাঁরা বাড়ি থেকে দাশুড়িয়া ইউনিয়নের শ্যামপুরের উদ্দেশে রওনা দেন। পাবনা চিনিকলের সামনে আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল হোসেন মারা যান। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে আহত স্ত্রী ও দুই সন্তানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ট্রাকচালক নাইম হোসেনকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ছাড়া বিল্লালের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাবনার সাঁথিয়ায় বাসচাপায় ও ঈশ্বরদীতে ট্রাকচাপায় বিএনপির নেতাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ বৃহস্পতিবার দুই উপজেলায় এ ঘটনা ঘটে।
সাঁথিয়ায় নিহত ব্যক্তির নাম জয়নাল আবেদীন (৭০)। তিনি উপজেলার সোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন। এলাকাবাসী জানিয়েছেন, জয়নাল আবেদীন ভোরে হাঁটতে বেরিয়েছিলেন। এ সময় মাধপুর বাজারসংলগ্ন এলাকায় একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এদিকে জেলার ঈশ্বরদী উপজেলায় ট্রাকচাপায় বিল্লাল হোসেন প্রামাণিক (৪৫) নামের এক বিএনপি নেতা মারা গেছেন। এ সময় আহত হন তাঁর স্ত্রী, ছেলে-মেয়েসহ তিনজন। আজ বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী-পাবনা আঞ্চলিক মহাসড়কের দাশুড়িয়ায় পাবনা চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিল্লাল হোসেন উপজেলার ছলিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভাড়ইমারী মাথালপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমান প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে বিল্লাল হোসেন, স্ত্রী রুপালি বেগম (৩৭), ছেলে তানজিল (১০) ও মেয়ে বুশরাকে (১৪) নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। তাঁরা বাড়ি থেকে দাশুড়িয়া ইউনিয়নের শ্যামপুরের উদ্দেশে রওনা দেন। পাবনা চিনিকলের সামনে আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল হোসেন মারা যান। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে আহত স্ত্রী ও দুই সন্তানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ট্রাকচালক নাইম হোসেনকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ছাড়া বিল্লালের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হলে আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের চিন্তাভাবনা করছে সরকার। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব
৭ মিনিট আগেরাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদল নেতা কর্তৃক এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং সারা দেশে অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী।
২৫ মিনিট আগেরাজধানীর ভাটারা থানায় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ফিরোজা আশরাফী (২৭) নামের এক নারী বিষ পান করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
২৬ মিনিট আগেরাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ হয়েছে। আজ শুক্রবার (১১ জুলাই) রাত ১০টার দিকে বরিশাল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ করা হয়। একই সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়েও (ববি) বিক্ষোভ করেছেন ছাত্র
৩০ মিনিট আগে