নওগাঁ প্রতিনিধি

নওগাঁ সদর উপজেলার দোগাছী স্কুলপাড়া গ্রামে খাদ্যের বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে শিশু দুটির মৃত্যু হয়। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলো খাদিজা (৬) ও আট মাস বয়সের তাবাসসুম। তাঁরা দোগাছী স্কুলপাড়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে।
নিহত শিশুদের চাচা শাহজাহান হোসেন বলেন, ‘মঙ্গলবার বিকেলের দিকে আমার ভাতিজি খাদিজা অপর ভাতিজি তাবাসসুমকে নিয়ে বাড়ির পাশের একটি দোকান থেকে বিস্কুট কিনে খায়। এর কিছুক্ষণ পরই তারা ক্রমাগত বমি করতে থাকে। অবস্থার অবনতি হলে স্থানীয়দের সহযোগিতায় দুজনকেই দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরই চিকিৎসক আট মাস বয়সী তাবাসসুমকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে খাদিজার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, বিস্কুট খাওয়ার পর একই গ্রামের মইন ইসলাম (১৬) নামে আরও এক কিশোর অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তাকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মইন দোগাছী গ্রামের পাইলট হোসেনের ছেলে।
এ বিষয়ে নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘দুই শিশুর মধ্যে হাসপাতালে নিয়ে আসার আগেই একজনের মৃত্যু হয়। আরেকজনকে বিষক্রিয়া অবস্থায় ভর্তি করানো হলে পরে সেও মারা যায়। ধারণা করছি, ওই শিশু দুটি খাদ্যের বিষক্রিয়ায় মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার পর তাদের অবস্থা দেখে তা-ই মনে হয়েছে।’
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বিস্কুট খেয়ে খাদ্যের বিষক্রিয়ায় এ ঘটনা ঘটেছে বলে চিকিৎসক ও পুলিশ ধারণা করছে। তবে মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নওগাঁ সদর উপজেলার দোগাছী স্কুলপাড়া গ্রামে খাদ্যের বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে শিশু দুটির মৃত্যু হয়। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলো খাদিজা (৬) ও আট মাস বয়সের তাবাসসুম। তাঁরা দোগাছী স্কুলপাড়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে।
নিহত শিশুদের চাচা শাহজাহান হোসেন বলেন, ‘মঙ্গলবার বিকেলের দিকে আমার ভাতিজি খাদিজা অপর ভাতিজি তাবাসসুমকে নিয়ে বাড়ির পাশের একটি দোকান থেকে বিস্কুট কিনে খায়। এর কিছুক্ষণ পরই তারা ক্রমাগত বমি করতে থাকে। অবস্থার অবনতি হলে স্থানীয়দের সহযোগিতায় দুজনকেই দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরই চিকিৎসক আট মাস বয়সী তাবাসসুমকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে খাদিজার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, বিস্কুট খাওয়ার পর একই গ্রামের মইন ইসলাম (১৬) নামে আরও এক কিশোর অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তাকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মইন দোগাছী গ্রামের পাইলট হোসেনের ছেলে।
এ বিষয়ে নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘দুই শিশুর মধ্যে হাসপাতালে নিয়ে আসার আগেই একজনের মৃত্যু হয়। আরেকজনকে বিষক্রিয়া অবস্থায় ভর্তি করানো হলে পরে সেও মারা যায়। ধারণা করছি, ওই শিশু দুটি খাদ্যের বিষক্রিয়ায় মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার পর তাদের অবস্থা দেখে তা-ই মনে হয়েছে।’
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বিস্কুট খেয়ে খাদ্যের বিষক্রিয়ায় এ ঘটনা ঘটেছে বলে চিকিৎসক ও পুলিশ ধারণা করছে। তবে মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
২৬ মিনিট আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
১ ঘণ্টা আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
২ ঘণ্টা আগে