Ajker Patrika

পদ্মায় ধরা পড়ল ৭১ কেজির বাগাড়

প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২১, ১৪: ০৩
পদ্মায় ধরা পড়ল ৭১ কেজির বাগাড়

রাজশাহী: রাজশাহীর পদ্মা নদীতে ধরা পড়েছে ৭১ কেজি ওজনের একটি বাগাড় মাছ। গতকাল রোববার বিকেলে জেলার গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুর এলাকার জেলেদের জালে মাছটি ধরা পড়ে। জেলেরা বলছেন, এর আগে এত বড় মাছ তাঁরা পাননি।

হরিশংকরপুর গ্রামের জেলে হবিবুর রহমান হবি, দুরুল হুদা, আবদুল মান্নান ও খোশ মোহাম্মদের জালে মাছটি ধরা পড়ে। রোববার সন্ধ্যার দিকে মাছটি তাঁরা গ্রামে নিয়ে এলে দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমে যায়।

জেলেরা জানিয়েছেন, স্থানীয় আড়তে মাছটি ৯৭০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। মাছটির মোট দাম হয়েছে ৬৮ হাজার ৮৭০ টাকা। এ টাকা তাঁরা সবাই মিলে ভাগ করে নিয়েছেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুণ কুমার বসাক বলেন, পদ্মায় নতুন পানি আসার পর বড় বড় পাঙাশ আর বাগাড় মাছ ধরা পড়ছে। সেগুলো ১০ থেকে সর্বোচ্চ ২০ কেজি পর্যন্ত ওজনের হচ্ছে। গত সপ্তাহেই এ রকম অনেক মাছ ধরা পড়েছে। তবে এত বড় মাছ এর আগে পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত