নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ এনেছেন দুই শিক্ষার্থী। তাঁদের অভিযোগ, অভিযুক্তরা কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেছেন। সেই সঙ্গে অশ্লীল কবিতা আবৃত্তি ও অশালীন অঙ্গভঙ্গি করতে বাধ্য করা হয়েছে।
দুই ভুক্তভোগী জানান, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ছাদে ডেকে নিয়ে তাঁদের ওপর এসব মানসিক নির্যাতন চালানো হয়। এ ঘটনায় মানসিক চাপ, লজ্জা ও নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে তাঁরা অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে গতকাল রোববার প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মুকমিনুল ইসলাম চৌধুরী, গোলাম রাব্বী, মাহাবুব হোসেন, মেহেদী হাসান মিঠু, শাহ পরান ও শাহাদাত হোসেন।
ভুক্তভোগীরা একই বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী। তাঁরা জানান, ঘটনার সময় অভিযুক্তদের সঙ্গে আরও ২০-২৫ শিক্ষার্থী ছিলেন। আর র্যাগিংয়ের শিকার হয়েছেন আরও কয়েকজন। অন্যরা ভয় ও শঙ্কার কারণে অভিযোগ জানাতে আসেননি। তবে এমন ঘটনা যেন আর না ঘটে, সে জন্য তাঁরাই সাহস করে অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিভাগের সিনিয়র কয়েকজন শিক্ষার্থী জুনিয়র কয়েকজনকে একাডেমিক ভবনের ছাদে ডেকে নেন। সেখানে প্রায় ৫০ শিক্ষার্থীর সামনে টানা পাঁচ ঘণ্টা মানসিক নির্যাতন চালানো হয়। ভুক্তভোগীদের দিয়ে কুরুচিপূর্ণ শব্দ বলানো এবং অশ্লীল কবিতা আবৃত্তি ও অশালীন অঙ্গভঙ্গি করানো হয়। এসব করতে অস্বীকৃতি জানালে মা-বাবাকে নিয়ে গালিগালাজ এবং ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে হেনস্তা করা হয়। যাতে কেউ প্রমাণ রাখতে না পারে সে জন্য মোবাইল ফোন জমা রাখতে বাধ্য করা হয়। পুরো ঘটনার কারণে তাঁরা মারাত্মক মানসিক বিপর্যয়ের শিকার হয়েছেন।
জানতে চাইলে অভিযুক্ত গোলাম রাব্বী বলেন, ‘র্যাগিংয়ের মতো কিছু হয়নি। আমাদের বিভাগ একটি টুর্নামেন্টে জয়ী হওয়ায় জুনিয়রদের নিয়ে খাওয়াদাওয়ার আয়োজন ছিল। ব্যাচের অন্যদেরও জিজ্ঞেস করতে পারেন।’
আরেক অভিযুক্ত মাহাবুব হোসেন বলেন, ‘অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। শুধু একটি খাওয়ার আয়োজন হয়েছিল। আমাদের কাছে প্রমাণ হিসেবে ছবি ও ভিডিও আছে।’
যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পরে (রোববার) সন্ধ্যায় ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে ঘটনাটি সত্য মনে হয়েছে। আজ (সোমবার) অভিযুক্ত, ভুক্তভোগীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলব। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ এনেছেন দুই শিক্ষার্থী। তাঁদের অভিযোগ, অভিযুক্তরা কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেছেন। সেই সঙ্গে অশ্লীল কবিতা আবৃত্তি ও অশালীন অঙ্গভঙ্গি করতে বাধ্য করা হয়েছে।
দুই ভুক্তভোগী জানান, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ছাদে ডেকে নিয়ে তাঁদের ওপর এসব মানসিক নির্যাতন চালানো হয়। এ ঘটনায় মানসিক চাপ, লজ্জা ও নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে তাঁরা অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে গতকাল রোববার প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মুকমিনুল ইসলাম চৌধুরী, গোলাম রাব্বী, মাহাবুব হোসেন, মেহেদী হাসান মিঠু, শাহ পরান ও শাহাদাত হোসেন।
ভুক্তভোগীরা একই বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী। তাঁরা জানান, ঘটনার সময় অভিযুক্তদের সঙ্গে আরও ২০-২৫ শিক্ষার্থী ছিলেন। আর র্যাগিংয়ের শিকার হয়েছেন আরও কয়েকজন। অন্যরা ভয় ও শঙ্কার কারণে অভিযোগ জানাতে আসেননি। তবে এমন ঘটনা যেন আর না ঘটে, সে জন্য তাঁরাই সাহস করে অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিভাগের সিনিয়র কয়েকজন শিক্ষার্থী জুনিয়র কয়েকজনকে একাডেমিক ভবনের ছাদে ডেকে নেন। সেখানে প্রায় ৫০ শিক্ষার্থীর সামনে টানা পাঁচ ঘণ্টা মানসিক নির্যাতন চালানো হয়। ভুক্তভোগীদের দিয়ে কুরুচিপূর্ণ শব্দ বলানো এবং অশ্লীল কবিতা আবৃত্তি ও অশালীন অঙ্গভঙ্গি করানো হয়। এসব করতে অস্বীকৃতি জানালে মা-বাবাকে নিয়ে গালিগালাজ এবং ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে হেনস্তা করা হয়। যাতে কেউ প্রমাণ রাখতে না পারে সে জন্য মোবাইল ফোন জমা রাখতে বাধ্য করা হয়। পুরো ঘটনার কারণে তাঁরা মারাত্মক মানসিক বিপর্যয়ের শিকার হয়েছেন।
জানতে চাইলে অভিযুক্ত গোলাম রাব্বী বলেন, ‘র্যাগিংয়ের মতো কিছু হয়নি। আমাদের বিভাগ একটি টুর্নামেন্টে জয়ী হওয়ায় জুনিয়রদের নিয়ে খাওয়াদাওয়ার আয়োজন ছিল। ব্যাচের অন্যদেরও জিজ্ঞেস করতে পারেন।’
আরেক অভিযুক্ত মাহাবুব হোসেন বলেন, ‘অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। শুধু একটি খাওয়ার আয়োজন হয়েছিল। আমাদের কাছে প্রমাণ হিসেবে ছবি ও ভিডিও আছে।’
যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পরে (রোববার) সন্ধ্যায় ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে ঘটনাটি সত্য মনে হয়েছে। আজ (সোমবার) অভিযুক্ত, ভুক্তভোগীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলব। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।’

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
১ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
২ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
৩ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৩ ঘণ্টা আগে