Ajker Patrika

আদিবাসীকে উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি
আদিবাসীকে উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীর তানোর উপজেলার মালশিরা চৌবাড়িয়া গ্রামে এক আদিবাসী পরিবারকে উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদের জেলা শাখা। সংগঠনটির জেলার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড় এতে সভাপতিত্ব করেন। 

সভায় বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক গণেশ মার্ডি, জেলার সাধারণ সম্পাদক সুশেন কুমার শ্যামদুয়ার, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় সদস্য বিভূতী ভূষণ মাহাতো, রাজকুমার সাঁও, গোদাগাড়ী উপজেলা সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম, আদিবাসী যুব পরিষদের জেলার সভাপতি উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, ভুক্তভোগী দেবেন মুর্মু, শেফালি মুর্মু, সাধু বেরজন সরেন প্রমুখ। 

এ ছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী বরজাহান, বাংলাদেশ মহিলা পরিষদের জেলার সভাপতি কল্পনা রায় ও দৈনিক জনকন্ঠের ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীর। 

মানববন্ধনে বক্তারা তানোরের আদিবাসী পরিবারের ঘরবাড়ি ভাঙচুর, নির্যাতন, বসতভিটা জবরদখল ও উচ্ছেদের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। ভুক্তভোগী আদিবাসী পরিবার ও মালশিরা গ্রামের অন্যান্য আদিবাসীদের নিরাপত্তার দাবি জানিয়ে বক্তারা আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনেরও দাবি জানান। 

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর মধ্যরাতে মালশিরা গ্রামের আদিবাসী সাঁওতাল জাতিসত্তার দেবেন মুর্মুর বাড়িতে হামলা করা হয়। স্থানীয় হামিদুর রহমানের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী এ হামলা চালায় বলে পরিবারটির অভিযোগ। এ পরিবারের ওপর হামলার সময় অন্য আদিবাসীদের ঘরবাড়িতে বাইরে থেকে তালা মেরে তাঁদের আটকে রাখা হয়। দীর্ঘদিন থেকেই হামিদুর রহমান দেবেন মুর্মর বাড়ির জমি নিজের বলে দাবি করে আসছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত