বগুড়া প্রতিনিধি

ধর্ষণ ও অপহরণ মামলা তুলে না নেওয়ায় বাদীর বাড়ির চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন আসামি ও তাঁর পরিবার। এতে শুধু বাদী নয় পাশের আরও পাঁচটি পরিবার হয়ে পড়েছে অবরুদ্ধ। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় গতকাল রোববার রাতে ওই রাস্তায় এই বেড়া দেওয়া হয়।
স্থানীয়রা জানান, জিয়ারুল সরকার (৪২) ৬ বছর আগে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে (৩০) ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ওই নারী চাচা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। ওই মামলা চলমান থাকা অবস্থায় নারী একটি পুত্র সন্তানের জন্ম দেয়। ওই সন্তানের বয়স ৬ মাস হলে রাতের আঁধারে শিশুকেও চুরি করা হয়। পরদিন সিরাজগঞ্জ থেকে শিশুটি উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত জিয়ারুলের বিরুদ্ধে থানায় পৃথক অপহরণ মামলা করা হয়। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
স্থানীয়রা আরও জানান, মামলা থেকে রক্ষা পেতে প্রতিবন্ধী ওই নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। তিনি জামিনে বেরিয়ে আসেন। তবে জামিন নেওয়ার পর থেকে খোঁজ নেননি দ্বিতীয় স্ত্রী ও সন্তানের। মামলা থেকে রেহায় পাওয়াসহ ওই স্ত্রীকে তালাক দিতে তিনি প্রস্তাব পাঠান। এ নিয়ে কয়েক দফা সালিস হয়।
গত রবিবার সন্ধ্যায় একই বিষয়ে ইউপি সদস্যের উপস্থিতিতে বৈঠক হয়। সেই বৈঠকে মোহরানায় ধার্য করা ৩ লাখ টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব দেন বাদীর পরিবার। কিন্তু জিয়ারুল তা দিতে অস্বীকৃতি জানালে বৈঠক ভেস্তে যায়। পরে ওই রাতেই জিয়ারুল ও তার পরিবারের লোকজন বাদীর পরিবারসহ পাঁচটি পরিবারের চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে আটকে দেয়।
বেড়ার কারণে আটকে পড়া এক ব্যক্তি বলেন, বাড়ির সামনে নদী, পেছনে খাল। বের হওয়ার একটাই রাস্তা সেটাও বন্ধ। বউ-বাচ্চা কেউ বাইরে বের হতে পারছে না।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বলেন, ‘কয়েক দফা ওই ঘটনায় বৈঠক হয়েছে। জিয়ারুলের বিরুদ্ধে ধর্ষণ ও শিশু অপহরণের মামলা চলমান। মামলাসহ প্রতিবন্ধী ওই তরুণীকে তালাক দেওয়ার বিষয়ে গতকাল রাতে বৈঠক হয়। সেখানে তাঁকে ৩ লাখ টাকা মোহরানা পরিশোধ করে মীমাংসার প্রস্তাব দিলে সে দেড় লাখ টাকা দিতে চায়। এতে বাদীর পরিবার রাজি হননি। পরে রাতে জানতে পারি জিয়ারুল লোকজন নিয়ে বাদীর বাড়ির রাস্তায় বেড়া দিয়েছেন।’
এ বিষয়ে জানতে জিয়ারুলের বাড়িতে গেলে তাঁর প্রথম স্ত্রী বলেন, জিয়ারুল বাইরে গেছেন। বেড়া দেওয়ার বিষয়ে তিনি বলেন, তাঁর সঙ্গে কথা বলেন। তিনি ভালো বলতে পারবেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী বলেন, ‘বেড়া দেওয়ায় বিষয়টি থানায় কেউ জানায়নি। যেহেতু বিষয়টি জানলাম, সেখানে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ধর্ষণ ও অপহরণ মামলা তুলে না নেওয়ায় বাদীর বাড়ির চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন আসামি ও তাঁর পরিবার। এতে শুধু বাদী নয় পাশের আরও পাঁচটি পরিবার হয়ে পড়েছে অবরুদ্ধ। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় গতকাল রোববার রাতে ওই রাস্তায় এই বেড়া দেওয়া হয়।
স্থানীয়রা জানান, জিয়ারুল সরকার (৪২) ৬ বছর আগে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে (৩০) ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ওই নারী চাচা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। ওই মামলা চলমান থাকা অবস্থায় নারী একটি পুত্র সন্তানের জন্ম দেয়। ওই সন্তানের বয়স ৬ মাস হলে রাতের আঁধারে শিশুকেও চুরি করা হয়। পরদিন সিরাজগঞ্জ থেকে শিশুটি উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত জিয়ারুলের বিরুদ্ধে থানায় পৃথক অপহরণ মামলা করা হয়। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
স্থানীয়রা আরও জানান, মামলা থেকে রক্ষা পেতে প্রতিবন্ধী ওই নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। তিনি জামিনে বেরিয়ে আসেন। তবে জামিন নেওয়ার পর থেকে খোঁজ নেননি দ্বিতীয় স্ত্রী ও সন্তানের। মামলা থেকে রেহায় পাওয়াসহ ওই স্ত্রীকে তালাক দিতে তিনি প্রস্তাব পাঠান। এ নিয়ে কয়েক দফা সালিস হয়।
গত রবিবার সন্ধ্যায় একই বিষয়ে ইউপি সদস্যের উপস্থিতিতে বৈঠক হয়। সেই বৈঠকে মোহরানায় ধার্য করা ৩ লাখ টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব দেন বাদীর পরিবার। কিন্তু জিয়ারুল তা দিতে অস্বীকৃতি জানালে বৈঠক ভেস্তে যায়। পরে ওই রাতেই জিয়ারুল ও তার পরিবারের লোকজন বাদীর পরিবারসহ পাঁচটি পরিবারের চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে আটকে দেয়।
বেড়ার কারণে আটকে পড়া এক ব্যক্তি বলেন, বাড়ির সামনে নদী, পেছনে খাল। বের হওয়ার একটাই রাস্তা সেটাও বন্ধ। বউ-বাচ্চা কেউ বাইরে বের হতে পারছে না।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বলেন, ‘কয়েক দফা ওই ঘটনায় বৈঠক হয়েছে। জিয়ারুলের বিরুদ্ধে ধর্ষণ ও শিশু অপহরণের মামলা চলমান। মামলাসহ প্রতিবন্ধী ওই তরুণীকে তালাক দেওয়ার বিষয়ে গতকাল রাতে বৈঠক হয়। সেখানে তাঁকে ৩ লাখ টাকা মোহরানা পরিশোধ করে মীমাংসার প্রস্তাব দিলে সে দেড় লাখ টাকা দিতে চায়। এতে বাদীর পরিবার রাজি হননি। পরে রাতে জানতে পারি জিয়ারুল লোকজন নিয়ে বাদীর বাড়ির রাস্তায় বেড়া দিয়েছেন।’
এ বিষয়ে জানতে জিয়ারুলের বাড়িতে গেলে তাঁর প্রথম স্ত্রী বলেন, জিয়ারুল বাইরে গেছেন। বেড়া দেওয়ার বিষয়ে তিনি বলেন, তাঁর সঙ্গে কথা বলেন। তিনি ভালো বলতে পারবেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী বলেন, ‘বেড়া দেওয়ায় বিষয়টি থানায় কেউ জানায়নি। যেহেতু বিষয়টি জানলাম, সেখানে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে