নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চিত্রনায়িকা মাহিয়া মাহির কর্মীদের এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় তানোর পৌর এলাকার গোল্লাপাড়া বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাতের ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।
নায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। নির্বাচনী আচরণবিধি ভেঙে অতিরিক্ত মাইক ব্যবহার করে মাহির ট্রাক প্রতীকের প্রচার-প্রচারণা চলছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাঁর কর্মীদের জরিমানা করেন।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং বিল্লাল হোসেন জানান, আচরণবিধি ভেঙে একসঙ্গে সাতটি মাইক ব্যবহার করছিলেন মাহির প্রচারকাজের সঙ্গে জড়িত লোকজন। এ কারণে জরিমানা করা হয়েছে। তবে ঘটনাস্থলে মাহি নিজে উপস্থিত ছিলেন না।
এদিকে এ আসনের গোদাগাড়ীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে অতিরিক্ত ক্যাম্প স্থাপন করার দুজনকে জরিমানা করেছে সহকারী রিটার্নিং অফিসার। গতকাল বিকেলে তাঁদের জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান।
সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং ইউএনও আতিকুল ইসলাম জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের বিড়ইল এলাকায় নৌকার সমর্থক খোকন অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প স্থাপন করেন। সরেজমিন এর সত্যতা পাওয়ায় নির্বাচন আচরণবিধি আইন মোতাবেক দুই হাজার টাকা জরিমানা ও ক্যাম্প তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
অপর দিকে একই কারণে পাকড়ী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীর কাঁচি প্রতীকের সমর্থিত আবুল হোসেনকে দুই হাজার টাকা জরিমানা ও ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়।
রাজশাহীর ছয়টি আসনের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে। এ জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। কেউ আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চিত্রনায়িকা মাহিয়া মাহির কর্মীদের এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় তানোর পৌর এলাকার গোল্লাপাড়া বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাতের ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।
নায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। নির্বাচনী আচরণবিধি ভেঙে অতিরিক্ত মাইক ব্যবহার করে মাহির ট্রাক প্রতীকের প্রচার-প্রচারণা চলছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাঁর কর্মীদের জরিমানা করেন।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং বিল্লাল হোসেন জানান, আচরণবিধি ভেঙে একসঙ্গে সাতটি মাইক ব্যবহার করছিলেন মাহির প্রচারকাজের সঙ্গে জড়িত লোকজন। এ কারণে জরিমানা করা হয়েছে। তবে ঘটনাস্থলে মাহি নিজে উপস্থিত ছিলেন না।
এদিকে এ আসনের গোদাগাড়ীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে অতিরিক্ত ক্যাম্প স্থাপন করার দুজনকে জরিমানা করেছে সহকারী রিটার্নিং অফিসার। গতকাল বিকেলে তাঁদের জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান।
সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং ইউএনও আতিকুল ইসলাম জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের বিড়ইল এলাকায় নৌকার সমর্থক খোকন অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প স্থাপন করেন। সরেজমিন এর সত্যতা পাওয়ায় নির্বাচন আচরণবিধি আইন মোতাবেক দুই হাজার টাকা জরিমানা ও ক্যাম্প তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
অপর দিকে একই কারণে পাকড়ী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীর কাঁচি প্রতীকের সমর্থিত আবুল হোসেনকে দুই হাজার টাকা জরিমানা ও ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়।
রাজশাহীর ছয়টি আসনের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে। এ জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। কেউ আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪০ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
১ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
২ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
২ ঘণ্টা আগে