Ajker Patrika

রাজশাহীতে দুই দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    
রাজশাহীতে শীত বেড়ে যাওয়ায় গরম কাপড় কেনার হিড়িক। ছবি: আজকের পত্রিকা
রাজশাহীতে শীত বেড়ে যাওয়ায় গরম কাপড় কেনার হিড়িক। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। পর পর দুই দিন ভোরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। তাতে শীতে জবুথবু হয়ে পড়েছে উত্তরের এই জনপদ।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার ভোর ৬টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটিই জেলায় এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। পরদিন আজ শনিবারও ভোর ৬টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা একই পাওয়া যায়।

এর আগে বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। পরদিন শুক্রবার বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠে।

তীব্র শীতের কারণে রাজশাহীতে ভোগান্তিতে পড়েছেন সকাল সকাল কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবী মানুষ। খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকে। মানুষের ভিড় বেড়েছে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে। শীতের কারণে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা অসুখ-বিসুখে। টানা শীত ও কুয়াশার কারণে রবিশস্যেরও ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, ‘তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। সে অনুযায়ী দুই দিন ধরে রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। রাজশাহীর আবহাওয়া আরও দু-একদিন এমন থাকতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

ইরানের এবারের বিক্ষোভ কেন অতীতের চেয়ে আলাদা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত