Ajker Patrika

নাতনির বিয়ের আগের দিন পুড়ল আব্দুস সাত্তারের বাড়ি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১২: ২৭
নাতনির বিয়ের আগের দিন পুড়ল আব্দুস সাত্তারের বাড়ি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মশিন্দা গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার খান (৭৫)। কথা ছিল আগামীকাল শুক্রবার ধুমধাম করে নাতনির বিয়ে দেবেন তিনি। তবে এর এক দিন আগেই পুড়ল আব্দুস সাত্তারের বাড়ি। অভিযোগ উঠেছে, দুর্বৃত্তরা গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে আব্দুস সাত্তারের বাড়ি পুড়িয়ে দিয়েছে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

স্থানীয় স্কুলশিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘আব্দুস সাত্তার খান আমার বড় ভাই। আমার ভাই ছেলেসহ বসবাস করত। আগামী শুক্রবার আমার ভাইয়ের নাতনির বিয়ের আনুষ্ঠানিকতার কথা ছিল। সেই উপলক্ষে বিয়ের বাজারসদাই সম্পূর্ণ করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয়েছে।’

সাইফুল ইসলাম আরও বলেন, প্রায় ছয় মাস আগে একই গ্রামের মোতালেব মন্ডলের ছেলে জিল্লুর মন্ডল (৪৫) আব্দুস সাত্তার খানের শিমের গাছ কেটে দিয়েছিলেন। স্থানীয়ভাবে সালিশ-মীমাংসায় ৩০ হাজার টাকা জরিমানা দিয়েছিলেন। তখন তিনি হুমকি দিয়েছিলেন।

প্রতিবেশী আজিরদ্দির ছেলে ইমন আলী বলেন, ছাগলের ডাকাডাকি শুনে ঘুম থেকে উঠে দেখি আব্দুস সাত্তারের খড়ির ঘরে আগুন জ্বলছে। আমি বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে দেখি তার গেটের বাহির থেকে দরজা বন্ধ। আরও লোকজন এসে দরজা ভেঙে পরিবারের সবাইকে উদ্ধার করি। পরে দমকলবাহিনীর কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

অভিযুক্ত জিল্লুর রহমান বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। আমি এ ধরনের ঘটনা ঘটাতে যাব কেন?’

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরামুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে। ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত