বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মশিন্দা গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার খান (৭৫)। কথা ছিল আগামীকাল শুক্রবার ধুমধাম করে নাতনির বিয়ে দেবেন তিনি। তবে এর এক দিন আগেই পুড়ল আব্দুস সাত্তারের বাড়ি। অভিযোগ উঠেছে, দুর্বৃত্তরা গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে আব্দুস সাত্তারের বাড়ি পুড়িয়ে দিয়েছে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
স্থানীয় স্কুলশিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘আব্দুস সাত্তার খান আমার বড় ভাই। আমার ভাই ছেলেসহ বসবাস করত। আগামী শুক্রবার আমার ভাইয়ের নাতনির বিয়ের আনুষ্ঠানিকতার কথা ছিল। সেই উপলক্ষে বিয়ের বাজারসদাই সম্পূর্ণ করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয়েছে।’
সাইফুল ইসলাম আরও বলেন, প্রায় ছয় মাস আগে একই গ্রামের মোতালেব মন্ডলের ছেলে জিল্লুর মন্ডল (৪৫) আব্দুস সাত্তার খানের শিমের গাছ কেটে দিয়েছিলেন। স্থানীয়ভাবে সালিশ-মীমাংসায় ৩০ হাজার টাকা জরিমানা দিয়েছিলেন। তখন তিনি হুমকি দিয়েছিলেন।
প্রতিবেশী আজিরদ্দির ছেলে ইমন আলী বলেন, ছাগলের ডাকাডাকি শুনে ঘুম থেকে উঠে দেখি আব্দুস সাত্তারের খড়ির ঘরে আগুন জ্বলছে। আমি বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে দেখি তার গেটের বাহির থেকে দরজা বন্ধ। আরও লোকজন এসে দরজা ভেঙে পরিবারের সবাইকে উদ্ধার করি। পরে দমকলবাহিনীর কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অভিযুক্ত জিল্লুর রহমান বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। আমি এ ধরনের ঘটনা ঘটাতে যাব কেন?’
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরামুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে। ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মশিন্দা গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার খান (৭৫)। কথা ছিল আগামীকাল শুক্রবার ধুমধাম করে নাতনির বিয়ে দেবেন তিনি। তবে এর এক দিন আগেই পুড়ল আব্দুস সাত্তারের বাড়ি। অভিযোগ উঠেছে, দুর্বৃত্তরা গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে আব্দুস সাত্তারের বাড়ি পুড়িয়ে দিয়েছে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
স্থানীয় স্কুলশিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘আব্দুস সাত্তার খান আমার বড় ভাই। আমার ভাই ছেলেসহ বসবাস করত। আগামী শুক্রবার আমার ভাইয়ের নাতনির বিয়ের আনুষ্ঠানিকতার কথা ছিল। সেই উপলক্ষে বিয়ের বাজারসদাই সম্পূর্ণ করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয়েছে।’
সাইফুল ইসলাম আরও বলেন, প্রায় ছয় মাস আগে একই গ্রামের মোতালেব মন্ডলের ছেলে জিল্লুর মন্ডল (৪৫) আব্দুস সাত্তার খানের শিমের গাছ কেটে দিয়েছিলেন। স্থানীয়ভাবে সালিশ-মীমাংসায় ৩০ হাজার টাকা জরিমানা দিয়েছিলেন। তখন তিনি হুমকি দিয়েছিলেন।
প্রতিবেশী আজিরদ্দির ছেলে ইমন আলী বলেন, ছাগলের ডাকাডাকি শুনে ঘুম থেকে উঠে দেখি আব্দুস সাত্তারের খড়ির ঘরে আগুন জ্বলছে। আমি বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে দেখি তার গেটের বাহির থেকে দরজা বন্ধ। আরও লোকজন এসে দরজা ভেঙে পরিবারের সবাইকে উদ্ধার করি। পরে দমকলবাহিনীর কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অভিযুক্ত জিল্লুর রহমান বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। আমি এ ধরনের ঘটনা ঘটাতে যাব কেন?’
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরামুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে। ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে