বগুড়া প্রতিনিধি

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে থাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া বগুড়ার গাবতলীর গোলাম সাঈদ রিংকুর (২৮) সঙ্গে যোগাযোগ করতে না পেরে গতকাল থেকে উদ্বেগ-উৎকণ্ঠায় কাটাচ্ছেন তাঁর পরিবারের সদস্য ও স্বজনেরা।
গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের দেওনাই গ্রামে রিংকুর বাড়ি। গোলাম রব্বানী ও সেলিমা খাতুন দম্পতির তিন সন্তানের মধ্যে দ্বিতীয় রিংকু। তুরস্কের আজাজ শহরে থাকতেন তিনি। সেখানকার খাহরামান মারাস সাচ্চু ইমাম ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞানে স্নাতক পড়ছেন।
রিংকুর ছোট ভাই রিফাত আজকের পত্রিকাকে বলেন, ‘ভূমিকম্পের খবর জানার পর ভাইয়ের খোঁজ নেওয়ার চেষ্টা করি। খোঁজ করতে গিয়ে দেখি, ভোর ৪টা ২৩ মিনিট পর্যন্ত তাঁর লাইন চালু ছিল। এর পর থেকে বন্ধ। নানা মাধ্যমে সন্ধান করেও আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত কোনো তথ্য পাইনি।
তাঁর চাচা ও চাচাতো ভাই রবিউল ইসলাম সনি ঢাকায় তুরস্ক দূতাবাসে খোঁজ নেন বলে তিনি জানান।
রবিউল ইসলাম সনির সঙ্গে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘তুরস্ক দূতাবাসে গিয়েছিলাম। সেখানে এ-সংক্রান্ত কোনো তথ্য নেই। তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নিতে বলেছে। পরে সেখানে গিয়েও রিংকুর সর্বশেষ কোনো তথ্য জানতে পারিনি।’
রিংকুর ফুফা আবু হাসানাত লিমন জানান, কাগইল করুণাকান্ত উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে। সে গ্রুপেই তিনি প্রথম জানতে পারেন, ভূমিকম্পের পর থেকে রিংকুর সন্ধান পাওয়া যায়নি। এরপর তিনি তুরস্কে অবস্থানরত রিংকুর এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন। তাঁর কাছে জানতে পারেন, রিংকু যে ভবনে থাকতেন, সেটি বিধ্বস্ত হয়েছে।
লিমন আজকের পত্রিকাকে বলেন, বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসি পাস করার পর ২০১৪ সালে তুরস্কে যান। রিংকুর ছোট ভাই রিফাত রহমান চীনের একটি ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াকালীন করোনা মহামারি দেখা দেয়। এ কারণে তিনি দেশে ফিরে আসেন। কৃষক গোলাম রব্বানী জমি বিক্রি করে দুই ছেলের লেখাপড়ার খরচ জোগাচ্ছেন।

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে থাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া বগুড়ার গাবতলীর গোলাম সাঈদ রিংকুর (২৮) সঙ্গে যোগাযোগ করতে না পেরে গতকাল থেকে উদ্বেগ-উৎকণ্ঠায় কাটাচ্ছেন তাঁর পরিবারের সদস্য ও স্বজনেরা।
গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের দেওনাই গ্রামে রিংকুর বাড়ি। গোলাম রব্বানী ও সেলিমা খাতুন দম্পতির তিন সন্তানের মধ্যে দ্বিতীয় রিংকু। তুরস্কের আজাজ শহরে থাকতেন তিনি। সেখানকার খাহরামান মারাস সাচ্চু ইমাম ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞানে স্নাতক পড়ছেন।
রিংকুর ছোট ভাই রিফাত আজকের পত্রিকাকে বলেন, ‘ভূমিকম্পের খবর জানার পর ভাইয়ের খোঁজ নেওয়ার চেষ্টা করি। খোঁজ করতে গিয়ে দেখি, ভোর ৪টা ২৩ মিনিট পর্যন্ত তাঁর লাইন চালু ছিল। এর পর থেকে বন্ধ। নানা মাধ্যমে সন্ধান করেও আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত কোনো তথ্য পাইনি।
তাঁর চাচা ও চাচাতো ভাই রবিউল ইসলাম সনি ঢাকায় তুরস্ক দূতাবাসে খোঁজ নেন বলে তিনি জানান।
রবিউল ইসলাম সনির সঙ্গে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘তুরস্ক দূতাবাসে গিয়েছিলাম। সেখানে এ-সংক্রান্ত কোনো তথ্য নেই। তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নিতে বলেছে। পরে সেখানে গিয়েও রিংকুর সর্বশেষ কোনো তথ্য জানতে পারিনি।’
রিংকুর ফুফা আবু হাসানাত লিমন জানান, কাগইল করুণাকান্ত উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে। সে গ্রুপেই তিনি প্রথম জানতে পারেন, ভূমিকম্পের পর থেকে রিংকুর সন্ধান পাওয়া যায়নি। এরপর তিনি তুরস্কে অবস্থানরত রিংকুর এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন। তাঁর কাছে জানতে পারেন, রিংকু যে ভবনে থাকতেন, সেটি বিধ্বস্ত হয়েছে।
লিমন আজকের পত্রিকাকে বলেন, বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসি পাস করার পর ২০১৪ সালে তুরস্কে যান। রিংকুর ছোট ভাই রিফাত রহমান চীনের একটি ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াকালীন করোনা মহামারি দেখা দেয়। এ কারণে তিনি দেশে ফিরে আসেন। কৃষক গোলাম রব্বানী জমি বিক্রি করে দুই ছেলের লেখাপড়ার খরচ জোগাচ্ছেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে