বাঘা (রাজশাহী) প্রতিনিধি

নাম-ঠিকানা বলতে না পারা এক অপরিচিত যুবককে দেখে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল দেয় স্থানীয়রা। খবর পেয়ে রাজশাহীর বাঘা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে থানায় নিয়ে যায়। সেখানে তাঁর কাছে কিছু জানতে না পেরে, তাঁর ছবি তুলে পুলিশের ফেসবুক পেজে শেয়ার করা হয়। এর তিন দিন পর খুলনার রূপসা থানা-পুলিশ জানায়, তাঁদের কাছে ওই প্রতিবন্ধী যুবকের পরিবারের লোকজন এসেছে।
অবশেষে ৬ বছর আগে নিখোঁজ হওয়া প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেয়েছে পরিবার। গতকাল রোববার রাতে ওই যুবককে পরিবারের কাছে হস্তান্তর করেছে বাঘা থানা-পুলিশ।
ওই যুবকের নাম নাহিদ মোল্লা (২০)। তিনি খুলনা জেলার রূপসা থানার জয়পুর গ্রামের কাদের মোল্লার ছেলে।
পরিবার বলছে, ৬ বছর আগে সবার অজান্তে বাড়ি থেকেই নিখোঁজ হয় নাহিদ। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এতে হতাশ হয়ে পড়েন তাঁর পরিবার ও স্বজনেরা। অবশেষে বাঘা ও রূপসা থানা-পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়েছেন তাঁরা।
নাহিদের বাবা কাদের মোল্লা আবেগ আপ্লুত হয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভাবতেও পারিনি, এত দিন পরে আমার ছেলেকে খুঁজে পাব। পুলিশের সহায়তায় ছেলেকে খুঁজে পেয়েছি। পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
পুলিশ বলছে, গত শুক্রবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে বাঘা থানা-পুলিশ উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর গ্রাম থেকে প্রতিবন্ধী নাহিদ মোল্লাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। নাহিদ মোল্লা স্পষ্টভাবে কথা বলতে পারেন না। তাঁর দেওয়া অল্প অল্প তথ্যের ভিত্তিতে ঠিকানা উদ্ধার করতে না পারায়, থানা-পুলিশ তাঁর ছবিসহ ফেসবুকে পোস্ট দেয়। এর তিন দিন পর খুলনা জেলার রূপসা থানার সহযোগিতায় নাহিদ মোল্লার পরিবারের সন্ধান পাওয়া যায়।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নাহিদ একজন বুদ্ধি প্রতিবন্ধী। খবর পেয়ে খুলনা থেকে রোববার সন্ধ্যায় নাহিদের বাবা কাদের মোল্লা থানায় আসেন। পরে নাহিদের পরিচয় নিশ্চিত করার পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে রাত ৮টায় তাঁর বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয় তাঁকে।’

নাম-ঠিকানা বলতে না পারা এক অপরিচিত যুবককে দেখে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল দেয় স্থানীয়রা। খবর পেয়ে রাজশাহীর বাঘা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে থানায় নিয়ে যায়। সেখানে তাঁর কাছে কিছু জানতে না পেরে, তাঁর ছবি তুলে পুলিশের ফেসবুক পেজে শেয়ার করা হয়। এর তিন দিন পর খুলনার রূপসা থানা-পুলিশ জানায়, তাঁদের কাছে ওই প্রতিবন্ধী যুবকের পরিবারের লোকজন এসেছে।
অবশেষে ৬ বছর আগে নিখোঁজ হওয়া প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেয়েছে পরিবার। গতকাল রোববার রাতে ওই যুবককে পরিবারের কাছে হস্তান্তর করেছে বাঘা থানা-পুলিশ।
ওই যুবকের নাম নাহিদ মোল্লা (২০)। তিনি খুলনা জেলার রূপসা থানার জয়পুর গ্রামের কাদের মোল্লার ছেলে।
পরিবার বলছে, ৬ বছর আগে সবার অজান্তে বাড়ি থেকেই নিখোঁজ হয় নাহিদ। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এতে হতাশ হয়ে পড়েন তাঁর পরিবার ও স্বজনেরা। অবশেষে বাঘা ও রূপসা থানা-পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়েছেন তাঁরা।
নাহিদের বাবা কাদের মোল্লা আবেগ আপ্লুত হয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভাবতেও পারিনি, এত দিন পরে আমার ছেলেকে খুঁজে পাব। পুলিশের সহায়তায় ছেলেকে খুঁজে পেয়েছি। পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
পুলিশ বলছে, গত শুক্রবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে বাঘা থানা-পুলিশ উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর গ্রাম থেকে প্রতিবন্ধী নাহিদ মোল্লাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। নাহিদ মোল্লা স্পষ্টভাবে কথা বলতে পারেন না। তাঁর দেওয়া অল্প অল্প তথ্যের ভিত্তিতে ঠিকানা উদ্ধার করতে না পারায়, থানা-পুলিশ তাঁর ছবিসহ ফেসবুকে পোস্ট দেয়। এর তিন দিন পর খুলনা জেলার রূপসা থানার সহযোগিতায় নাহিদ মোল্লার পরিবারের সন্ধান পাওয়া যায়।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নাহিদ একজন বুদ্ধি প্রতিবন্ধী। খবর পেয়ে খুলনা থেকে রোববার সন্ধ্যায় নাহিদের বাবা কাদের মোল্লা থানায় আসেন। পরে নাহিদের পরিচয় নিশ্চিত করার পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে রাত ৮টায় তাঁর বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয় তাঁকে।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে