নিয়াজ মোরশেদ, আক্কেলপুর (জয়পুরহাট)

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের জামালগঞ্জ রেলস্টেশনের প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে মাতাপুর রেলগেটের অবস্থান। রেলগেটের দুপাশে রয়েছে প্রতিবন্ধকতা বার (ব্যারিয়ার)। তাঁর পাশেই আছে গেটম্যানের থাকার পাকা ঘর। এই রেলগেটে সবকিছু থাকলেও নেই শুধু গেটম্যান। গেটম্যানের ঘরে বছরের পর বছর বসবাস করছেন নিজেকে ওয়েম্যান (খালাসি) পরিচয় দেওয়া এক ব্যক্তি। ট্রেন এলে চিৎকার করে দুপাশের যানবাহন ও পথচারীদের আটকান স্থানীয়রা।
রেলগেট এলাকার দোকানিরা অভিযোগ করে বলেন, রেলগেটে সবই আছে, শুধু গেটম্যান নেই। বছরের পর বছর তাঁরা নিজেরাই সংকেত দিয়ে গেটম্যানের দায়িত্ব পালন করেন। দুর্ঘটনা এড়াতে রেলগেট এলাকার দুই পাশের দোকানিরা নিজেরাই ট্রেন চলাচলের সময়সূচি আয়ত্ত করেছেন। সময় অনুযায়ী তাঁরা দোকান ছেড়ে রেলগেটের ওপরে এসে লাইনে ট্রেন আসছে কি না দেখেন। এরপর চিৎকার করে রেলগেটের দুই পাশের যানবাহন ও পথচারীদের আটকান। গেটম্যান না থাকায় আগে প্রতিদিনই দুর্ঘটনা ঘটত। এখন নিজেরা সংকেত দেওয়ায় দুর্ঘটনা কমেছে।
সম্প্রতি সরেজমিন রেলগেট এলাকা ঘুরে দেখা গেছে, রেলগেটের দুপাশেই লম্বা দুটি প্রতিবন্ধকতা বার আছে। পূর্ব পাশেই রয়েছে গেটম্যানদের পালাক্রমে থাকার জন্য পাকা ঘর। কিন্তু নেই কোনো গেটম্যান। সেই ঘরে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি বসবাস করেন। তিনি নিজেকে ওয়েম্যান (খালাসি) হিসেবে পরিচয় দেন। জানতে চাইলে তিনি বলেন, ‘ঘরটি গেটম্যানদের পালাক্রমে থাকার ঘর। কিন্তু কোনো গেটম্যান নেই। এ কারণে আমি থাকছি। আক্কেলপুর থেকে জয়পুরহাট রেললাইন দেখাশোনা করি।’ এই ঘরে কত দিন ধরে আছেন এমন প্রশ্নে বলেন, ‘অনেক দিন ধরে আছি। তা তো তিন-চার বছর হবে।’
মাতাপুর গ্রামের বাসিন্দা মারুফ পাহান বলেন, ‘সরকার লাখ লাখ টাকা খরচ করে রেলগেট বানাইছে। কিন্তু রেলগেট ফেলবার মানুষ দ্যায়নি। কখনো হামি নিজে, আবার দোকানদারেরা রেলগেটত দাঁড়িয়ে থ্যাকি লোকজন ও যানবাহনচালকদের সতর্ক করি।’
রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান কবীর বলেন, ‘মাতাপুর রেলগেট দিয়ে অনেক লোকজন ও যানবাহন চলাচল করে। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দ্রুত গেটম্যান দেওয়ার দাবি জানাচ্ছি।’
জানতে চাইলে জয়পুরহাট রেলস্টেশনের মাস্টার রেজাউল ইসলাম বলেন, ‘মাতাপুর রেলগেটে গেটম্যান নেই। রেলওয়ের প্রকৌশল বিভাগ রেলগেটের বিষয়টি দেখেন। যেসব রেলগেটে গেটম্যান নেই, সেগুলোর কথা আমরা রেলস্টেশন থেকে ট্রেনের চালকদের জানিয়ে দিই। গেটম্যানবিহীন রেলগেটে ট্রেন পৌঁছার আগেই চালকেরা হর্ন বাজিয়ে সতর্ক করেন।’

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের জামালগঞ্জ রেলস্টেশনের প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে মাতাপুর রেলগেটের অবস্থান। রেলগেটের দুপাশে রয়েছে প্রতিবন্ধকতা বার (ব্যারিয়ার)। তাঁর পাশেই আছে গেটম্যানের থাকার পাকা ঘর। এই রেলগেটে সবকিছু থাকলেও নেই শুধু গেটম্যান। গেটম্যানের ঘরে বছরের পর বছর বসবাস করছেন নিজেকে ওয়েম্যান (খালাসি) পরিচয় দেওয়া এক ব্যক্তি। ট্রেন এলে চিৎকার করে দুপাশের যানবাহন ও পথচারীদের আটকান স্থানীয়রা।
রেলগেট এলাকার দোকানিরা অভিযোগ করে বলেন, রেলগেটে সবই আছে, শুধু গেটম্যান নেই। বছরের পর বছর তাঁরা নিজেরাই সংকেত দিয়ে গেটম্যানের দায়িত্ব পালন করেন। দুর্ঘটনা এড়াতে রেলগেট এলাকার দুই পাশের দোকানিরা নিজেরাই ট্রেন চলাচলের সময়সূচি আয়ত্ত করেছেন। সময় অনুযায়ী তাঁরা দোকান ছেড়ে রেলগেটের ওপরে এসে লাইনে ট্রেন আসছে কি না দেখেন। এরপর চিৎকার করে রেলগেটের দুই পাশের যানবাহন ও পথচারীদের আটকান। গেটম্যান না থাকায় আগে প্রতিদিনই দুর্ঘটনা ঘটত। এখন নিজেরা সংকেত দেওয়ায় দুর্ঘটনা কমেছে।
সম্প্রতি সরেজমিন রেলগেট এলাকা ঘুরে দেখা গেছে, রেলগেটের দুপাশেই লম্বা দুটি প্রতিবন্ধকতা বার আছে। পূর্ব পাশেই রয়েছে গেটম্যানদের পালাক্রমে থাকার জন্য পাকা ঘর। কিন্তু নেই কোনো গেটম্যান। সেই ঘরে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি বসবাস করেন। তিনি নিজেকে ওয়েম্যান (খালাসি) হিসেবে পরিচয় দেন। জানতে চাইলে তিনি বলেন, ‘ঘরটি গেটম্যানদের পালাক্রমে থাকার ঘর। কিন্তু কোনো গেটম্যান নেই। এ কারণে আমি থাকছি। আক্কেলপুর থেকে জয়পুরহাট রেললাইন দেখাশোনা করি।’ এই ঘরে কত দিন ধরে আছেন এমন প্রশ্নে বলেন, ‘অনেক দিন ধরে আছি। তা তো তিন-চার বছর হবে।’
মাতাপুর গ্রামের বাসিন্দা মারুফ পাহান বলেন, ‘সরকার লাখ লাখ টাকা খরচ করে রেলগেট বানাইছে। কিন্তু রেলগেট ফেলবার মানুষ দ্যায়নি। কখনো হামি নিজে, আবার দোকানদারেরা রেলগেটত দাঁড়িয়ে থ্যাকি লোকজন ও যানবাহনচালকদের সতর্ক করি।’
রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান কবীর বলেন, ‘মাতাপুর রেলগেট দিয়ে অনেক লোকজন ও যানবাহন চলাচল করে। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দ্রুত গেটম্যান দেওয়ার দাবি জানাচ্ছি।’
জানতে চাইলে জয়পুরহাট রেলস্টেশনের মাস্টার রেজাউল ইসলাম বলেন, ‘মাতাপুর রেলগেটে গেটম্যান নেই। রেলওয়ের প্রকৌশল বিভাগ রেলগেটের বিষয়টি দেখেন। যেসব রেলগেটে গেটম্যান নেই, সেগুলোর কথা আমরা রেলস্টেশন থেকে ট্রেনের চালকদের জানিয়ে দিই। গেটম্যানবিহীন রেলগেটে ট্রেন পৌঁছার আগেই চালকেরা হর্ন বাজিয়ে সতর্ক করেন।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
৫ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে