বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কলাবাগান এলাকা থেকে ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় আরও তিনজনকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম বুলবুল হাসান (১৯)। তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার প্রাইকুশা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের (ফিডার রোড) সুতিরপার এলাকায় তিরাইল পূর্বপাড়া গ্রামের আবু হানিফের ছেলে রাজদুল হোসেনের (৩৬) হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনতাই করে বুলবুল হাসানসহ চারজন। রাত ১টার দিকে পুলিশ খবর পেয়ে অভিযানে নামে। রাতে কলাবাগান এলাকায় রাস্তায় পেরেক দিয়ে গাড়ি বিকল করে আবারও ডাকাতি শুরু করে তারা। পুলিশ বুঝতে পেরে অভিযান চালিয়ে একজনকে আটক করে। বাকি তিনজন পালিয়ে যায়। এ সময় একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও রাস্তায় ফেলা লোহার পেরেক উদ্ধার করা হয়।
রাজদুল হোসেন বলেন, ‘আমি পুকুরে মাছের চাষ করি। সেখান থেকে রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলাম। সুতিরপার এলাকায় পৌঁছালে চারজন লাঠি নিয়ে আমার মোটরসাইকেলের সামনে দাঁড়ায়। তাঁরা লুঙ্গি দিয়ে আমার পা ও গায়ের জামা দিয়ে হাত বেঁধে পাশের কলাগাছের সঙ্গে আটকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আমি দাঁত দিয়ে হাতের বাঁধন খুলে তেলের পাম্পে থাকা লোকজনকে বিষয়টি জানালে তাঁরা পুলিশকে খবর দেন।’
অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরিফ আল রাজিব বলেন, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এক ডাকাতকে আটক এবং বাকিদের আটকে কাজ করছে পুলিশ। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

নাটোরের বড়াইগ্রামে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কলাবাগান এলাকা থেকে ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় আরও তিনজনকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম বুলবুল হাসান (১৯)। তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার প্রাইকুশা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের (ফিডার রোড) সুতিরপার এলাকায় তিরাইল পূর্বপাড়া গ্রামের আবু হানিফের ছেলে রাজদুল হোসেনের (৩৬) হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনতাই করে বুলবুল হাসানসহ চারজন। রাত ১টার দিকে পুলিশ খবর পেয়ে অভিযানে নামে। রাতে কলাবাগান এলাকায় রাস্তায় পেরেক দিয়ে গাড়ি বিকল করে আবারও ডাকাতি শুরু করে তারা। পুলিশ বুঝতে পেরে অভিযান চালিয়ে একজনকে আটক করে। বাকি তিনজন পালিয়ে যায়। এ সময় একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও রাস্তায় ফেলা লোহার পেরেক উদ্ধার করা হয়।
রাজদুল হোসেন বলেন, ‘আমি পুকুরে মাছের চাষ করি। সেখান থেকে রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলাম। সুতিরপার এলাকায় পৌঁছালে চারজন লাঠি নিয়ে আমার মোটরসাইকেলের সামনে দাঁড়ায়। তাঁরা লুঙ্গি দিয়ে আমার পা ও গায়ের জামা দিয়ে হাত বেঁধে পাশের কলাগাছের সঙ্গে আটকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আমি দাঁত দিয়ে হাতের বাঁধন খুলে তেলের পাম্পে থাকা লোকজনকে বিষয়টি জানালে তাঁরা পুলিশকে খবর দেন।’
অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরিফ আল রাজিব বলেন, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এক ডাকাতকে আটক এবং বাকিদের আটকে কাজ করছে পুলিশ। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে