বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় ঝড়ে গাছ উপড়ে এর চাপায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন আরও চারজন। ঝড়ের সময় গাছের নিচের দোকানে আশ্রয় নিলে দোকানের ওপর গাছ পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার উপজেলার আড়ানী ইউনিয়নের পাঁচপাড়া (রাজার) মোড়ে এ ঘটনা ঘটেছে।
নিহতেরা হলেন—উপজেলার পাঁচপাড়া গ্রামের মৃত বিরাজ উদ্দিনের ছেলে জাকিরুল ইসলাম (৩৫), মৃত মুরাদ আলীর ছেলে রাজু আহম্মেদ জালাল (৪০), একই গ্রামের হাসেম আলীর ছেলে সেন্টু আলী (৩৫)।
আহতেরা হলেন—স্থানীয় সাহারুল, মুকুল, আজগর, রুবেল। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা বলছে, মঙ্গলবার রাতে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। আশপাশে থাকা লোকজন স্থানীয় রাজার মোড়ে পাকুড় গাছে নিচে একটি সারের দোকান ও মিষ্টির দোকানে আশ্রয় নেন। এ সময় পাকুড় গাছটি ঝড়ে দোকানগুলোর ওপর উপড়ে পড়লে ঘটনাস্থলেই নিহত হন জাকিরুল ইসলাম ও রাজু আহম্মেদ। পরে সেন্টু আলীকে ফায়ার সার্ভিসের সদস্যরা গাছে ডাল কেটে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
আড়ানী ইউনিয়নের পাঁচপাড়া ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে আহতকে অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ উদ্ধারকাজে সহায়তা করছে।’

রাজশাহীর বাঘায় ঝড়ে গাছ উপড়ে এর চাপায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন আরও চারজন। ঝড়ের সময় গাছের নিচের দোকানে আশ্রয় নিলে দোকানের ওপর গাছ পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার উপজেলার আড়ানী ইউনিয়নের পাঁচপাড়া (রাজার) মোড়ে এ ঘটনা ঘটেছে।
নিহতেরা হলেন—উপজেলার পাঁচপাড়া গ্রামের মৃত বিরাজ উদ্দিনের ছেলে জাকিরুল ইসলাম (৩৫), মৃত মুরাদ আলীর ছেলে রাজু আহম্মেদ জালাল (৪০), একই গ্রামের হাসেম আলীর ছেলে সেন্টু আলী (৩৫)।
আহতেরা হলেন—স্থানীয় সাহারুল, মুকুল, আজগর, রুবেল। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা বলছে, মঙ্গলবার রাতে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। আশপাশে থাকা লোকজন স্থানীয় রাজার মোড়ে পাকুড় গাছে নিচে একটি সারের দোকান ও মিষ্টির দোকানে আশ্রয় নেন। এ সময় পাকুড় গাছটি ঝড়ে দোকানগুলোর ওপর উপড়ে পড়লে ঘটনাস্থলেই নিহত হন জাকিরুল ইসলাম ও রাজু আহম্মেদ। পরে সেন্টু আলীকে ফায়ার সার্ভিসের সদস্যরা গাছে ডাল কেটে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
আড়ানী ইউনিয়নের পাঁচপাড়া ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে আহতকে অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ উদ্ধারকাজে সহায়তা করছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
১ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর পরিচয় শনাক্ত হয়েছে। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায়।
২ ঘণ্টা আগে