বগুড়া প্রতিনিধি

চাঁদাবাজির অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করেছে বগুড়া পুলিশ সুপার। এ ঘটনায় গঠন করা হয়েছে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার রাত ৮টায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
প্রত্যাহার হওয়া পুলিশ উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বগুড়া সদর থানায় কর্মরত ছিলেন। শুক্রবার বিকেলে চাঁদাবাজির অভিযোগে তাঁকে স্থানীয়রা অবরুদ্ধ করে রাখেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসআই মাসুদ রানা তাঁর সোর্স ইকবালকে সঙ্গে নিয়ে শুক্রবার দুপুরের পর নাটাইপাড়ার তরুণ কুমার শীলের বাসায় যান। প্রথমে তাঁরা তরুণ শীলের মোবাইল ফোন জব্দ করেন। এ সময় ওই বাসার ভেতর কয়েকজন যুবক অনলাইনে জুয়া খেলছিল। পুলিশের সোর্স ইকবাল তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বাড়ির লোকজন ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে এসআই মাসুদ রানা তাদেরকে মারপিট শুরু করেন। এ সময় বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা মিলে এসআই মাসুদ রানা ও সোর্স ইকবালকে অবরুদ্ধ করেন। খবর পেয়ে সদর থানা-পুলিশ তাঁদের উদ্ধার করে আনে।
পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, শহরের নাটাইপাড়া এলাকায় জুয়া খেলা হচ্ছে এমন খবর পেয়ে সেখানে যান এসআই মাসুদ রানা এবং তার সোর্স ইকবাল হোসেন। পরবর্তীতে অভিযোগ পাওয়া যায় তাঁরা সেখানে চাঁদা দাবি করেছেন। এ খবর পাওয়া মাত্র তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করেছি। ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম এবং পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ পরিদর্শক (অপরাধ) লুৎফর রহমানকে নিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। আগামী সাত কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবে কমিটি।’
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, ‘এসআই মাসুদ রানাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাঁর সোর্স ইকবাল থানায় আটক রয়েছেন। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চাঁদাবাজির অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করেছে বগুড়া পুলিশ সুপার। এ ঘটনায় গঠন করা হয়েছে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার রাত ৮টায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
প্রত্যাহার হওয়া পুলিশ উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বগুড়া সদর থানায় কর্মরত ছিলেন। শুক্রবার বিকেলে চাঁদাবাজির অভিযোগে তাঁকে স্থানীয়রা অবরুদ্ধ করে রাখেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসআই মাসুদ রানা তাঁর সোর্স ইকবালকে সঙ্গে নিয়ে শুক্রবার দুপুরের পর নাটাইপাড়ার তরুণ কুমার শীলের বাসায় যান। প্রথমে তাঁরা তরুণ শীলের মোবাইল ফোন জব্দ করেন। এ সময় ওই বাসার ভেতর কয়েকজন যুবক অনলাইনে জুয়া খেলছিল। পুলিশের সোর্স ইকবাল তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বাড়ির লোকজন ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে এসআই মাসুদ রানা তাদেরকে মারপিট শুরু করেন। এ সময় বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা মিলে এসআই মাসুদ রানা ও সোর্স ইকবালকে অবরুদ্ধ করেন। খবর পেয়ে সদর থানা-পুলিশ তাঁদের উদ্ধার করে আনে।
পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, শহরের নাটাইপাড়া এলাকায় জুয়া খেলা হচ্ছে এমন খবর পেয়ে সেখানে যান এসআই মাসুদ রানা এবং তার সোর্স ইকবাল হোসেন। পরবর্তীতে অভিযোগ পাওয়া যায় তাঁরা সেখানে চাঁদা দাবি করেছেন। এ খবর পাওয়া মাত্র তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করেছি। ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম এবং পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ পরিদর্শক (অপরাধ) লুৎফর রহমানকে নিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। আগামী সাত কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবে কমিটি।’
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, ‘এসআই মাসুদ রানাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাঁর সোর্স ইকবাল থানায় আটক রয়েছেন। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে