Ajker Patrika

৫ টাকায় কুসুম্বা মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 
৫ টাকায় কুসুম্বা মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন
মান্দায় ৫ টাকায় কুসুম্বা মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

পাঁচ টাকার কাগজের নোটে ঐতিহাসিক কুসুম্বা শাহি মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবিতে নওগাঁর মান্দায় মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর কুসুম্বা শাহি মসজিদ চত্বরে মুসল্লিরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু ও কুসুম্বা শাহি মসজিদের ইমাম মাওলানা মোস্তফা আল-আমিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘কুসুম্বা শাহি মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন। পাঁচ টাকার নোট থেকে মসজিদটির ছবি অপসারণ করে জনগণের অনুভূতিতে আঘাত করা হয়েছে।’ দ্রুত এটি পুনঃস্থাপন না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।

বক্তারা বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পাঁচ টাকার নোটে কুসুম্বা শাহি মসজিদের ছবি পুনঃস্থাপন না হলে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ বাড়বে, যা সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে। তাঁরা দ্রুত এই দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

উল্লেখ্য, মোগল স্থাপত্যশৈলীতে নির্মিত কুসুম্বা শাহি মসজিদ নওগাঁ জেলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন, যা বহু বছর ধরে বাংলাদেশের নোটে স্থান পেয়েছিল। সম্প্রতি পাঁচ টাকার কাগজের নতুন নোট থেকে মসজিদের ছবি সরিয়ে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত